নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

ব্লগ মাতানো ব্লগাররা সবাই কোথায় হারিয়ে গেল ?

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

ইদানিং সামু ব্লগ ব্লগার ও পোস্ট শূন্যতায় ভুগছে। ব্লগ মাতানো হেভিওয়েট ব্লগাররা কোথায় যেন হারিয়ে গেছেন।কাজের ব্যস্ততায় নাকি ব্লগিং সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছেন ঠিক বোঝা যাচ্ছে না। আমি কিছু ব্লগারের নাম নিচে দিলাম যাদের পোস্ট অনেকদিন ধরে দারুন মিস করছি। বহুদিন হোল তারা ব্লগে অনুপস্থিত। এদের অনেকেই আছেন খুবই সীমিত আকারে। অনেকটা না থাকার মতই। ফিনিক্স পাখির মত কোথায় তারা উড়ে গেলেন তা জানতেই মুলত এই পোস্ট দেয়া।

১। সোহানি
২। করুনাধারা
৩। নীল আকাশ
৪। জুন
৫। কাওসার চৌধুরি
৬। আখেনাটেন
৭। মঞ্জুর চৌধুরি
৮। শের শায়রী
৯। পদ্ম পুকুর
১০ আরোগ্য
১১।কিরমানী লিটন
১২।সৈয়দ তাজুল ইসলাম
১৩। কি করি আজ ভেবে না পাই
১৪। ঠেটা মফিজ
১৫।কলাবাগান১
১৬। ল
১৭। ডঃ এম আলী
১৮/ অপু দ্যা গ্রেট
১৯/ প্রামানিক
২০। হাবিব স্যার
২১/ সনেট কবি
২২। মনিরা সুলতানা
২৩। মো মাইদুল সরকার
২৪। পবন সরকার
২৫। মলাসইলমুইনা
২৬। ভ্রমরের ডানা
২৭। ঘুটূরি

আপাতত এই কজনার নামই মনে পড়ছে। আর কারো নাম মনে পড়লে ব্লগারদের মনে করিয়ে দেয়ার অনুরোধ রইল। পরে যোগ করে দেব। উপড়ে উল্লেখিত ব্লগারদের অনুরোধ করছি তাঁদের পোস্ট নিয়ে হাজির হয়ে আবারো এই ব্লগে প্রানচাঞ্চল্য ফিরিয়ে আনতে।

অটঃ ফেসবুক স্ট্যটাস মার্কা এই পোস্টকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল :)

মন্তব্য ৬৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


ড: এম আলীর লেখাও আসছে না আজকাল।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২২

ঢাবিয়ান বলেছেন: মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। যোগ করে দিয়েছি

২| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি যাদের তালিকা দিয়েছেন তাদের বেশির ভাগই তো দেখি সক্রিয় আছেন ।
প্রায়ই তারা পোস্ট করেন।

১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

ঢাবিয়ান বলেছেন: তারা আগে অনেক বেশি সক্রিয় ছিল। এখন বলা যায় পুরোপুরি নিস্ক্রিয়।

৩| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি সাতান্ন ধারার বিষয়ে নিশ্চয়তা দেন আমি আপনাকে ব্লগ ভরপুর ব্লগার উপহার দেব ;)
হা হা হা

আমেরিকায় সাংবাদিকদের প্রশ্নবাণে ট্রাম্প পালায়
আর এখানে ভিন্নমত প্রকাশ করলেই লাপাত্তা হয়ে যায়!!!

তো আর আফসোস কেন???

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০২

ঢাবিয়ান বলেছেন: ৫৭ ধারার ভয়ে মনে হয় লাপাত্তা হয় নাই। কি কারনে যে হল সেটাই জানতে এই অনুসন্ধানী পোস্ট।

৪| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১

শেরজা তপন বলেছেন: বিদ্রোহী ভৃগু'র সাথে একমত!
আমি এদের অনেককেই চেষ্টা করেছি- তারা কেন যেন ফিরে আসতে চাননা- হয়তো ৫৭ ধারার জন্য!
কেঊ কেউ অব্শ্য মাঝে মধ্যে পোষ্ট দেন

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪

ঢাবিয়ান বলেছেন: উপড়ের কেউই ৫৭ ধারার ভয়ে ভীত হবার বান্দা নন এই গ্যরান্টি দিতে পারি :)

৫| ১০ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্ণিত ব্লগারদের অনেকেই সক্রিয় আছেন। তবে সীমিত আকারে।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৬

ঢাবিয়ান বলেছেন: অনেকেই সীমিত আকারে আবার অনেকেই এক রকম হারিয়ে গেছেন বলা যায় । কিন্ত এক সময় এরা সবাই অত্যন্ত সক্রিয় ব্লগার ছিলেন।

৬| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: তারা ফিরে আসবেন। এটাই কামনা করি।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: আশা করছি এই পোস্ট তাদের চোখে পড়বে। আপনার আরো কোন ব্লগারের নাম মনে পড়লে জানাবেন। তালিকায় যোগ করে দেব।

৭| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আসা যাওয়াই নিয়ম।কোন কিছুই স্থায়ী না

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:১০

ঢাবিয়ান বলেছেন: তা ঠিক। তারপরেও আমরা সবাই চাই কেউ যেন হারিয়ে না যায়।

৮| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



বিদ্রোহী ভৃগু বলেছেন, "আমেরিকায় সাংবাদিকদের প্রশ্নবাণে ট্রাম্প পালায়
আর এখানে ভিন্নমত প্রকাশ করলেই লাপাত্তা হয়ে যায়!!! "

-আমেরিকানরা তাদের প্রেসিডেন্ট হত্যাকে সাপোর্ট করে না।

৯| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৮

আকন বিডি বলেছেন: তারা তাদের কিবোর্ড শান দিতে গেছেন এই করোনা কালে। শান দেয়া শেষ হইলেই তারা কিবোর্ডে ঝড় উঠাবেন। =p~

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৪

ঢাবিয়ান বলেছেন: :)

১০| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: যাদেরকে স্মরণ করেছেন, তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। যারা নিষ্ক্রিয় আছেন, এবং যারা নাতিসক্রিয়, তারা সবাই সক্রিয় হবেন বলে আশা করি।
তবে ব্যক্তিগতভাবে, আমি নিজেও এখন আর ব্লগিং করে আনন্দ পাচ্ছি না। ব্লগারদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি পাক, রেষারেষি কমে যাক, পারস্পরিক শ্রদ্ধা ও পরমতসহিষ্ণুতায় ব্লগারগণ আবদ্ধ থাকুন, এই কামনা করি।

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৮

ঢাবিয়ান বলেছেন: অপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ব্লগে ভাল পোস্টের খরার কারনে এবং পরিচিত ব্লগারদের অনুপস্থিতির কারনে আমার মনে হয় ব্লগিং কিছুটা নিরানন্দ হয়ে গেছে।

১১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি যাদের নাম উল্লেখ করেছেন এদের মধ্যে কয়েকজন অবশ্য এখনো সক্রিয় আছেন। তবে সেই সক্রিয়তার গতি বেশ মন্থর। আবার কয়েকজন আছেন আপনার কথাতে নিষ্ক্রিয়। ব্যক্তিগতভাবে উল্লিখিত কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি ব্লগের অহেতুক কাদা ছোড়াছুড়িকে অনেকেই পছন্দ করেন না। যে কারণেই তারা ব্লগ থেকে দূরে সরে গেছেন। উল্লেখিত ব্যক্তিদের মধ্যে একজন একই কারনে ব্লগ থেকে সরে গিয়ে ফেসবুকে লেখালেখির গ্রুপ খুলে রীতিমতো সক্রিয় হয়ে আছেন।

আমার কাছে অবশ্য ব্লগই সর্বশেষ্ঠ। মাঝে মাঝে অনাবশ্যক সমস্যায় পড়লেও সময় পেলে ব্লগেই আনন্দ পাই।
দশ নম্বরে মন্তব্যকারী শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যারের মন্তব্যটি ভালো লেগেছে।
শুভেচ্ছা আপনাকে।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১০

ঢাবিয়ান বলেছেন: ফেসবুকএবং ব্লগ দুটোই একেবারে ভিন্ন প্ল্যটফর্ম। আমার কাছে ব্লগিং বেশি আকর্ষনীয়। কারন এখানে আমি আমার মনের ভাবকে পুরোপুরি প্রকাশ করতে পারি যেটা চাইলেও ফেসবুকের ওপেন ওয়ালে করতে পারি না। আর অবসর সময়ে দুই জগতেই সক্রিয় থাকাটা এমন দুঃসাধ্য নয়। কাদা ছোড়াছোড়ির বিষয়টা সীমা ছাড়িয়ে গেলে এডমিনের কাছে অভিযোগ করাই যায়। আশা করি ব্লগ কতৃপক্ষ এই ব্যপারে আরেকটু কঠোর হবেন।

১২| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:০২

মা.হাসান বলেছেন: ডঃ আলী কয়েকদিন আগে একটি মন্তব্যে সম্ভবত বলেছিলেন যে এখনো উনি পুরোপুরি সুস্থ হতে পারেন নি।

সোহানী আপা সম্ভবত দুলাভাইকে টাইপিং শেখাচ্ছেন, বসে বসে খাওয়ার দিন শেষ। দুলাভাইয়ের টাইপিং শেখা হলে সোহানী আপা ডিক্টেক্ট করবেন, দুলাভাই লিখবেন। কাজেই একটু সবুর করতে হবে।

নীল আকাশ ভাই কিছু দিন আগে বলেছিলেন উনি ফেসবুকেই বেশি একটিভ। সামুতে মোবাইল থেকে ঢোকা যায় না, ফলে- ব্লগে লেখা দিয়ে ফেসবুকে লিংক দিলে ওনার ফেসবুকের পাঠকরা কমপ্লেন করেন।

জুন আপা অভিমান করেছেন। উনি পোস্ট দেন শুধু কাছের লোকজনদের জন্য :( , সিলেক্টেড ব্লগাররা ছাড়া কেউ ওনার পোস্টে যেতে পারে না।

আখেনাটেন, কাওসার চৌধুরী, নাইমুল ইসলাম, মঞ্জুর চৌধুরী, তাজুল ইসলাম, ঠ্যাঠা মফিজ- এনারা ব্লগে কখনো নিয়মিত ছিলেন বলে দেখি নি। হঠাৎ আসেন, কয়েক দিন থাকেন, আবার উধাও হন। তবে আমার ভুল ও হতে পারে।

বিয়ে পাগল আরোগ্য মনে হয় ঈদের ছুটিতে বিয়ের কাজটা সেরে ফেলেছে :`>

কলাবাগান ভাই এর এই মুহূর্তে সেমেস্টার ব্রেক, রিসার্চের কাজের কিছু চাপ থাকে। তার উপর পেয়ারা নিয়ে একটা তদন্ত করছেন। এই জন্য মনে হয় ব্যস্ত।

ল ভাই ব্লগ ছেড়ে সম্ভবত পার্মানেন্টলি চলে গেছেন। ভুয়া মফিজ ভাইয়ের একটা কমেন্টে এরকম ইঙ্গিত দেখেছি।

লিটন ভাই, করুনাধারা আপা, শের শায়েরি ভাই, পদ্ম পুকুর, শায়মা, কাছের মানুষ, নিথর শ্রাবণ শিহাব, রিম সাবরিনা, জাফরুল মবিন, অপু দা গ্রেট সহ অনেককেই দেখি না। কেহ দীর্ঘ দিন ধরে, কেহ অল্প দিন ধরে নিখোজ। মডু কত জন কে জেনারেল করিয়া রাখিয়াছে মডুই বলিতে পারে। |-)

ভালো কথা এই যে বেশি কিছু ব্লগার নিয়মিত লিখছেন যারা আগে নিয়মিত ছিলেন না। আকন বিডি, নুরুলইসলা০৬০৪ , বিএম বরকতউল্লাহ, শাহ আজিজ ভাই, পগলা জগাই, আলমগীর সরকার লিটন এবং আরো কয়েকজন আছেন যারা ব্লগে এখন বেশ নিয়মিত। বছর দুই আগে এনাদের দেখেছি বলে মনে পড়ে না। কেউ কেউ শুধু পোস্ট দেন, পড়েন না, কেউ কেউ শুধু পড়েন, পোস্ট দেন না, কেউ কেউ দুটোতেই অ্যাকটিভ।

১০ নম্বর মন্তব্যও একটা বিষয়, তবে এ নিয়ে কথা বলে লাভ নেই।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৬

ঢাবিয়ান বলেছেন: আপনে কি পাপারাজ্জি? :) সবার এত খবর পান কোত্থেকে? যাউজ্ঞা আবার সবাই ফিরে পোস্ট দিয়ে আমার ভুল ভাঙ্গিয়ে দিক এই আশাই করি।

১৩| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:০২

শোভন শামস বলেছেন: তারা ফিরে আসবেন। এটাই কামনা করি।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৩

ঢাবিয়ান বলেছেন: হ্যা সেটাই আমরা সবাই চাই

১৪| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:১০

ঢুকিচেপা বলেছেন: একটা নাম মনে হয় বাদ পড়েছে প্রামানিক ভাই।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৬

ঢাবিয়ান বলেছেন: যোগ করে দিয়েছি। কিছু মনে করবেন না, আপনার এই ঢুকিচেপা আইডিটা নতুন কিন্ত আপনি মনে হচ্ছে পুরাতন ব্লগার :) । আপনার আগের আইডিটা কি :) ?

১৫| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


ব্লগে যদি অপধারণা প্রচার করার চেষ্টা করে, রেষারেষী হবেই: গত সপ্তাহে, মৃত ব্লগার রাজিবের (থাবা বাবা) "দোষ" নিয়ে ১ টি পোষ্ট এসেছিলো; সেখানে "ব্লগ মাতানো" ২ জন ব্লগারের "লাইক" ছিলো; ইহা কি উচিত? আমি প্রতিবাদ করতে গিয়ে দেখি আমাকে "কমেন্ট ব্লক" করেছে; আমি বাধ্য হয়ে পোষ্ট দিয়েছি, কারো নাম উল্লেখ করিনি; আমার পোষ্টে ২০ জনের বেশী ব্লগার "রাজিবের বিপক্ষে লেখা" পোষ্টের বিপক্ষে কথা বলেছেন।

আপনারা যারা এই ধরণের কিছুকে "রেষারষী বা কাদা ছোড়াছোড়ি" বলছেন; তারা সঠিক নন।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮

ঢাবিয়ান বলেছেন: অনেকের মন্তব্যে মনে হচ্ছে আপনার কারনে অনেকেই ব্লগ ছেড়ে গেছে ।

১৬| ১১ ই আগস্ট, ২০২০ ভোর ৬:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান বলেছেন: ব্লগারদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি পাক, রেষারেষি কমে যাক, পারস্পরিক শ্রদ্ধা ও পরমতসহিষ্ণুতায় ব্লগারগণ আবদ্ধ থাকুন, এই কামনা করি। সহমত।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৮

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ

১৭| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: উপড়ের কেউই ৫৭ ধারার ভয়ে ভীত হবার বান্দা নন এই গ্যরান্টি দিতে পারি

হা হা হা
আপনি তাহলে কুম্ভর্কণের ঘুমে আছেন, ভায়া
এই ব্লগের কয়জন গুম হয়েছিলেন জানেন? তারা এখন কোথায়?
চাইলেই কি উনাদের পক্ষে লেখা সম্ভব?
যাদের নাম মেনশন করেছেন উনারাই ভাল জানবেন উনাদের কারণ। কিন্তু কমনলি ওটাই সত্য।
একমাত্র যারা বিদেশ থেকে ব্লগিং করেন, তারা কিছুটা নিশ্চিত হয়ে লিখতে পারেন- এটলিস্ট তাৎক্ষনিক ভয় নেই।

ভিন্নমত যখন সরকারী পৃষ্ঠপোষকতায় দমন করা হয়, তখন মুক্তমনের লেখা পাবেন কোথায়?
আর দলান্ধদের একচেটিয়া ট্যাগিংবাজিতো আছেই। কার ঠেকা পড়েছে নিজের খেয়ে এসে ট্যাগিংবাজি দেখবার!
লেখার ধরন ধারন লক্ষ করলেও আসল সত্য বুঝতে পারবেন। আগের মতো সেই সরকারের সমালোচনা, বিভিন্ন বিসয়ের উপর তর্যক কঠোর সমালোচনা পোষ্ট নাইই বলতে গেলে।
আছে অন্ধ স্তাবকতার পোষ্ট অথবা নিজে নিজেই প্রতিপক্ষ সেজে মলম মাখানো সমালোচনা পোষ্ট।
ফেসবুকে সামান্য স্ট্যাটাস দিয়ে অনন্ত বার দুয়েক আধঘন্টার মধ্যে শুভচিন্তকের ফোন পেয়ে (ভদ্রোচিত সতর্কতা বার্তা) ড্রাফট করতে বাধ্য হই।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৯

ঢাবিয়ান বলেছেন: যেসব কারন দেখালেন সেগুলো অবস্যই যোক্তিক। তবে এটাও ঠিক ৫৭ ধারার ভয়ে লেখা বন্ধ করলে আপনার কলমও বন্ধ হয়ে যেত। ভয় দেখয়ে আর কজনকে দমিয়ে রাখা যায়? ভয়কে জয় করতে না পারলে গোলামীর যে শিকল পরিয়ে রাখা হয়েছে তা থেকে মুক্তি আর কোনদিনও পাওয়া সম্ভব হবে না।

১৮| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৬

তারেক ফাহিম বলেছেন: সনেট কবি অথবা ব্লগার ফরিদ আহমেদ চৌধুরী, ব্লগার হাবীব স্যার, ব্লগার ল।
এদেরকে দীর্ঘদিন দেখি না।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ, যোগ করে দিয়েছি

১৯| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২১

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে ঠিক অনেকেই করোনা কালে এক্টিভ নেই;
সোহানি আপু ফেসবুকে ও বেশ অনিয়মিত। আমি নিজে যদিও হুট করেই ব্লগে আসি তবুও পরিচিত অনেকের লেখাই মিস করি।
আশা করছি উনারা খুব জলদি নিয়মিত হবেন ব্লগে।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ আপু। আরেকটু সক্রিয় হবার চেষ্টা করুন। আপনাকেও লিস্টে ঢুকিয়ে দিচ্ছি :)

২০| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪০

পদ্মপুকুর বলেছেন: কিছু ব্যক্তিগত সমস্যা, অফিসে আমার ডিভিশনে দুজন করোনায় আক্রান্ত হওয়ায় তাদের কাজের প্রেসার সামাল দেয়া এবং ঈদে গ্রামে যাওয়া; এ সব নানাবিধ কারণে লিখতে পারছি না, অন্যদের লেখা পড়তেও পারছি না। কিন্তু ব্লগেই আছি, যাইনি কোথাও, আর যাবোও না...

ব্লগার ঢাবিয়ানকে অশেষ কৃতজ্ঞতা। এরও আগে ব্লগার ঢুকিচেপা এবং কাজী ফাতেমা ছবি আমার সর্বশেষ পোস্টে গিয়ে আমাকে তলব করে এসেছেন, তাঁদের দুজনের কাছেও আমি কৃতজ্ঞ।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩

ঢাবিয়ান বলেছেন: ফিরে এসে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ। ব্যস্ততা কমে গিয়ে আবার সক্রিয় হোন এই আশায় থাকলাম

২১| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৬

নতুন নকিব বলেছেন:



ঘরে ফিরে আসুন সবাই- সেই কামনাই করি।

শুভকামনা প্রত্যেকের জন্য।

অনুপস্থিতদের স্মরণে পোস্ট দেয়ায় কৃতজ্ঞতা।

১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:১০

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ। সবাই ফিরে এসে মাতিয়ে তুলুক এই ব্লগকে এটাই চাওয়া ।

২২| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩২

পদ্মপুকুর বলেছেন: লেখক ম হাসানকে বলেছেন: আপনে কি পাপারাজ্জি? :) সবার এত খবর পান কোত্থেকে? যাউজ্ঞা আবার সবাই ফিরে পোস্ট দিয়ে আমার ভুল ভাঙ্গিয়ে দিক এই আশাই করি।

আমারও একই প্রশ্ন...

১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:১১

ঢাবিয়ান বলেছেন: :)

২৩| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আশা করছি এই পোস্ট তাদের চোখে পড়বে। আপনার আরো কোন ব্লগারের নাম মনে পড়লে জানাবেন। তালিকায় যোগ করে দেব।

জ্বী অবশ্যই।

১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:১৪

ঢাবিয়ান বলেছেন: ব্লগার পদ্মুপুকুর, মনিরা সুলতানা ও মো মাইদুল সরকার এর অনিয়মিত হবার কারন জানলাম। বাকিদের দেখা মিলছে না।মনেতো হচ্ছে উনারা ব্লগে উকিও দেয়াও বন্ধ করে দিয়েছে :(

২৪| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৯

অন্তরা রহমান বলেছেন: ব্লগ সবসময়ই বহতা নদীর মতন ছিল। অনেকে আসে, তাদের মধ্যে কেউ কেউ পাঠকপ্রিয় হয়, কেউ কেউ কিংবদন্তী হয়ে যায়। আবার হারিয়েও যায় কিছুদিন পর। সমস্যা নেই, অন্য কেউ আসবে।

১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:১৭

ঢাবিয়ান বলেছেন: ঠিক বলেছেন আপু। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সুতরাং ব্লগও থেমে থাকবে না। তারপরেও কাউকে হারিয়ে যেতে দেখলে খারাপতো লাগেই।

২৫| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৯

ঢুকিচেপা বলেছেন: “কিছু মনে করবেন না, আপনার এই ঢুকিচেপা আইডিটা নতুন কিন্ত আপনি মনে হচ্ছে পুরাতন ব্লগার”

না না মনে করার কিছু নেই। আপনার ধারণা সঠিক। আমি আগে শুধুই পড়তাম। এই আইডি খোলার পর ২/১ টা পোস্ট করেছিলাম। তারপর পাসওয়ার্ড সমস্যার কারণে লগইন করা হয়নি। গত জুন মাসে পাসওয়ার্ড পাওয়ার পর থেকে এখন পর্যন্ত চলমান আছি।

ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৯

ঢাবিয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

২৬| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫

ঢুকিচেপা বলেছেন: কি করি আজ ভেবে না পাই লাস্ট পোস্ট ছিল ১০/১২/২০১৯।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০০

ঢাবিয়ান বলেছেন: যোগ করে দিয়েছি। তবে ব্লগার কি করি আজ ভেবে না পাই আগে থেকেই অনিয়মিত ব্লগার।

২৭| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

মোবাইলে ব্লগে ঢুকতে না পারা অন্যতম বড় কারণ।

আমার কথাই বলি। ঈদে বাড়ি গেলাম ২৭-০৮ তারিখ পর্যন্ত ছিলাম । কিন্তু মোবাইলে সামুতে ঢুকা যায় না বলে একদিন সামুতে কিছু জড়া বা পোস্ট করা হয়নি। লেপটপ তো সব সময় সব জায়গায় নিয়ে যাওয়া যায় না।

আরও অনেক কারনে অনেকে অনিয়মিত।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০১

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ । যাক জানা হোল আপনার সক্রিয় না থাকার কারন

২৮| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয় ব্লগারদের স্মরণ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।
ব্লগারদের সবসময় বড় মনের ও সাহসী চিত্তের ওদের কোন ভয় ভীতিতে ‍ধমিয়ে রাখা যাবেনা তা জানি। তারপরেও যারা অভিমান করে অথবা সময়ের যাতাকলে পরে যদিও একটু দূরে সরে আছেন তা আমাদের ছেড়ে যাওয়া মনে করবো না। সবসময় আমি আশা বাদি ব্লগাররা সবাই সামুর এই প্লাটফর্মের মর্যাদা রাখবেন।

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৩

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট এর জন্য । একমত আপনার সাথে

২৯| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৪১

জুন বলেছেন: ঢাবিয়ান আমি বাপু ভিন্নমত, নিজ মত, পরের মত এইসব নিয়ে ভাবি না। কারণ এসব পোস্ট পড়া হয় না। ব্লগে আমার সামান্য অনিয়মিত হবার কারন "করোনা"। এই করোনার জন্য বর্তমানে একটু ডিপ্রেশনে আছি /:) সারাক্ষণ আতংক নিয়ে কাহাতক থাকা যায়!
সারাক্ষণ মাথায় ঘুর ঘুর করে এই জিনিস যাবে কবে :-/
অসহ্য।
অটঃ মা হাসানের বক্তব্যে একমত হইতে পার্লাম্না #:-S উনি আমার বাসায় ঘুর ঘুর করেও কিচ্ছু চোখে দেখে না। তাকে চোখের ডাক্তার দেখানোর পরামর্শ রহিল।
আমাদের খোজ খবর করার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৫

ঢাবিয়ান বলেছেন: জুন আপু, আপনার অনিয়মিত হবার কারন জানলাম। তবে করোনার ডিপ্রেশন সরিয়ে রাখতেই বরং বেশী করে ব্লগে পোস্ট দিতে হবে :)

৩০| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৪৩

জুন বলেছেন: আরেকটি গুরুত্বপূর্ণ কথা ঢাবিয়ান, ব্লগ মাতানো ব্লগারদের তালিকায় আমাকে যুক্ত করা কি ঠিক হইয়াছে B:-)

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২০

ঢাবিয়ান বলেছেন: কেন আপু, কোন সন্দেহ আছে তাতে :) ? আপনাদের জন্যইতো ব্লগে আসি

৩১| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৭

মিরোরডডল বলেছেন:

মলাসইলমুইনা , ভ্রমরের ডানা আর নতুনদের মধ্যে ঘুটুরি যে মাঝে মাঝে এসেই খুব সুন্দর এক লেখা দিয়ে চলে যায় এদেরকে অনেকদিন দেখিনা :(

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২২

ঢাবিয়ান বলেছেন: যোগ করে দিয়েছি। আমার মনে হয় উপড়ের তিনজন সব সময়ই অনিয়মিত ব্লগার। হঠাৎ হঠাৎ এসে উদয় হন।

৩২| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:



কিন্তু যখন উদয় হয়, সেইরকমের জিনিস নিয়ে আসে :)
ঢাবিকে থ্যাংকস যোগ করার জন্য ।

৩৩| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: এভাবেই পুরানোরা চলে যায়, নতুনদের জায়গা করে দিয়ে।

৩৪| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৬

করুণাধারা বলেছেন: আমাকে স্মরণ করায় অসংখ্য ধন্যবাদ ঢাবিয়ান, আমি ব্লগ মাতানো ব্লগার নই, তবু আমার অনুপস্থিতি আপনি লক্ষ্য করেছেন!!

আসলে করোনার এই সময়ে নানা দুঃসংবাদে বিপর্যস্ত হয়ে থাকি, তাই অফলাইনে এলেও অনলাইনে আসা হয়না। আশাকরি শিগগিরই নিয়মিত হবো।

শুভকামনা রইল।

৩৫| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৭

সোহানী বলেছেন: আস্তাগফিরুল্লাহ্..... আমারে স্মরণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আসলে বাবা হঠাৎ অসুস্থ হয়েগেছিল। তাই মন খুব খারাপ ছিল ক'দিন। এখন সুস্থ হয়ে বাসায় ফিরেছে, সে কারনে আবার ব্লগে বিচরন...।

আমি যতই ব্যাস্ত থাকি একটু সময় হলেও ব্লগে উকিঁ দেই। আমি বলি ব্লগ হলো নি:শ্বাস নেবার জায়গা।

মা.হাসান বলেছেন: "সোহানী আপা সম্ভবত দুলাভাইকে টাইপিং শেখাচ্ছেন, বসে বসে খাওয়ার দিন শেষ। দুলাভাইয়ের টাইপিং শেখা হলে সোহানী আপা ডিক্টেক্ট করবেন, দুলাভাই লিখবেন। কাজেই একটু সবুর করতে হবে।"..

হেহেহে হাসান ব্রাদার। কথাটা মন্দ বলেন নাই। দুলাভাই এককালে কবি ছিলেন তারপর আমার ঝাড়ি খাইয়া কবিতা ছাড়ছে। কাক আর কবির সংখ্যা গণনা করতে বলায় মাইন্দ খাইয়া লিখা বন্ধ করছিল। সেই বহু বহু আগের কথা যখন আরবেরা গুহায় বাস করতো। এখন আমি ধাক্কাই লিখার জন্য কিন্তু লিখে না।...........

৩৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

মিরোরডডল বলেছেন:




ঢাবি, আরও দুজন অনেকদিন থেকে নেই । সুপারডুপার আর স্বপ্নবাজ সৌরভ ।
আরেকজন রেগুলার ব্লগার লাস্ট থ্রি উইক্স একদমই অফ । সাড়ে চুয়াত্তুর ।
কমেন্ট থেকে জেনেছিলাম সাচুর ওয়াইফের করোনা হয়েছিলো ।
উনিই টেক কেয়ার করেছেন আর রিকভারও করেছে । কিন্তু তারপর হি ইজ মিসিং ।
যদি কোনও ওয়ে থাকে জানার ইফ হি ইজ ওকে ।
থ্যাংকস ঢাবি ।


৩৭| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১১

খায়রুল আহসান বলেছেন: কালীদাস নামে একজন ব্লগার ছিলেন, হার্ড মেটালিক মিউজিক লাভার। তার পেশা খুব সম্ভবতঃ অধ্যাপনা/গবেষণা। পোস্ট লিখতেন খুব কম, কিন্তু যখন ব্লগে উপস্থিত থাকতেন, ব্লগ মাতিয়ে রাখতেন এবং প্রতিদিন প্রচুর মন্তব্য করতেন। তিনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.