নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

নবাবী সেমাই

০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৮



ঈদ চলে গেছে কিন্ত এখনও রয়ে গেছে ঈদ এর রেশ। ব্লগার শায়মা আপুর ঈদ সংখ্যা দেখে স্বাদ হল ঈদ নিয়ে একটা পোস্ট দেয়ার । প্রবাসীদের অবস্য ঈদ নিয়ে এত আনন্দ করার সুযোগ নাই। ছুটি মেলে কেবল ঈদের দিনে। ঐ এক দিনেই প্রবাসী বাঙ্গালীরা একত্রিত হয়ে ঈদ উদযাপনের চেষ্টা করে। পোষাক পরিচ্ছদ , খাবার দাবারে সবাই চেষ্টা করে দেশীয় আমেজ ধরে রাখতে।

আমার আজকের পোস্ট ঈদের সেমাই নিয়ে। সেমাই এর সাথে ঈদের একটা সম্পর্ক আছে। ঈদ মানেই বাসাবাড়ীতে সেমাই রান্না হবেই। ছোটবেলায় আমি দুই প্রকার সেমাই এর সাথে পরিচিত ছিলাম। জর্দা সেমাই ও দুধ সেমাই। এর বাইরে আর কোন প্রকার সেমাই কখনও খেয়েছি বলে মনে পড়ে না। ঈদের দিনে মায়ের রান্না করা জর্দা সেমাই এর কথা মনে হলেই মনটা স্মৃতিকাতর হয়ে পড়ে। কি যে অমৃতের মত স্বাদ ছিল সে সেমাই এর। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাসাতেও এই একই স্টাইলের সেমাই রান্না হতে দেখেছি। সে সময়ে ঘন দুধে বানানো সেমাই গরম গরম খেতে বেশ লাগত।

এখনকার ঈদে কোন বাসায় আমি আর জর্দা সেমাই বা দুধ সেমাই রান্না হতে দেখি না। এখন চল শুরু হয়েছে নবাবী সেমাই এর। নবাবী নামকরনের ইতিহাস আমার জানা নাই। আগের যুগের নবাব বাদসাহেরা কি এই সেমাই খেত কিনা বলতে পারছি না। আমার কাছে জিনিষ্টা সেমাই ও পুডিং এর ককটেল বলে মনে হয়েছে। তবে অনেক রকম বাদাম সহকারে বানানো এই ডেজার্ট খেতে খুবই মজাদার। এক বাসায় খেলাম কুনাফা নামের আরেক প্রকার সেমাই। এরাবিয়ান স্টাইল খুব সম্ভবত। সেটা তেমন ভাল লাগে নাই। কেমন যেন শক্ত , শন পাপড়ির মত খেতে। নাড়িকেল মিশিয়ে সেমাই এর বরফিও বানাতেও দেখলাম আরেক বাসায়। তবে সেমাই এর এত নিত্য নতুন পদ আবিষ্কারের মধ্যে একমাত্র নবাবী সেমাইটাই সবচেয়ে মজাদার লেগেছে।

নবাবী সেমাই এর রেসিপি জিজ্ঞাসা করলে দিতে পারুম না। :) ব্লগার শায়মা আপু ও মিরর ডল আপু রেসিপি দিবে :) । আর ব্লগাররা দেবে এবারের ঈদে কে কোন ধরনের সেমাই খেয়েছে , সেই অভিজ্ঞতার বিবরন :)

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

কামাল১৮ বলেছেন: কানাডায় ঈদের ছুটি নাই।

০২ রা মে, ২০২৩ রাত ৮:৪৯

ঢাবিয়ান বলেছেন: বাঙ্গালীরা মনে হয় ঈদে ছুটি নেয় আমেরিকা, কানাডায় ।

২| ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: আমার টেবিলে জর্দা সেমাই ছিলো। :)

নবাবী সেমাই রেসিপি দিতে পারবে না!!! :|

রেসিপি তো এখন হাতের মুঠোয়

০২ রা মে, ২০২৩ রাত ৮:৫২

ঢাবিয়ান বলেছেন: জর্দা সেমাই ছিল নাকি আপনার টেবিলে? মিস করসি :) । ইউটিউবের রেসিপি ফলো করা কঠিন।

৩| ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: আমি একবার বানিয়েছিলাম ভাইয়া।

আমি ছাড়া কেউ সেটা খায়নি! :((

০২ রা মে, ২০২৩ রাত ৮:৫৩

ঢাবিয়ান বলেছেন: কি বলেন!! এটাতো খুবই মজাদার।

৪| ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই নবাবি সেমাইয়ের রন্ধন প্রনালি দুই একদিন আগে এক মেয়ে কলিগের কাছে শুনলাম। এতো বিশাল প্রক্রিয়া।

আমার কাছে লাচ্ছা সেমাই, ঝুরঝুরে সেমাই, তরল সেমাই সবই ভালো লাগে। আর নবাবি সেমাইয়ের নাম আগে জানতাম না।

০২ রা মে, ২০২৩ রাত ৮:৫৬

ঢাবিয়ান বলেছেন: ইউটিউবের রেসিপিও দেখছি বিশাল ঝামেলাপুর্ন প্রক্রিয়া। নবাবি সেমাইয়ের চল ফেসবুক আসার পর শুরু হইসে।

৫| ০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: নবাবরা জীবনেও নবাবী সেমাই খায়নি। নবাবদের মোগলাই রেসিপিতে সেমাই এর নাম গন্ধ নেই।

এইটা নাটক সিনেমা যাত্রাপালার সাজা নবাবদের সেমাই। :)

০২ রা মে, ২০২৩ রাত ৯:০০

ঢাবিয়ান বলেছেন: নবাব , রাজা বাদশাহেরা ডেজার্ট কি খাইতো কে জানে !! :)

৬| ০২ রা মে, ২০২৩ রাত ৮:৪৪

আরোগ্য বলেছেন: সেমাই ছাড়া ঈদের আমেজ পানসে। কুনাফা আমার কাছেও ভালো লাগেনি। নবাবী সেমাইও খেয়েছি, স্বাদ ঠিক মনে পড়ছে না । তবে গতানুগতিক সেমাই খেতেই ভালো লাগে। এবার জর্দা সেমাই, লাচ্ছা সেমাই, শিরার সেমাই, দুধ সেমাই ইত্যাদি খাওয়া হয়েছে।

০২ রা মে, ২০২৩ রাত ৯:০২

ঢাবিয়ান বলেছেন: কেমন আছেন আরোগ্য ? অনেকদিন পর দেখলাম।

শিরার সেমাই কি জিনিষ ? খাইনি কখনও।

৭| ০২ রা মে, ২০২৩ রাত ৯:১৮

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আসলে এখন ব্লগে তেমন আসার সময় করতে পারি না। আশা করি আল্লাহর রহমতে আপনিও ভালো আছেন।

জর্দা সেমাই শিরা করে রান্না করা হয়। প্রথমে চিনির শিরা করে, শিরাতে নারকেল কুড়া দিয়া অল্প আঁচ করে, চুলা বন্ধ করে ভাজা সেমাই পরিমাণ মত দিলেই হয়ে গেল। বেশি স্বাদের জন্য বাদাম কুচি ও কিশমিশ দেওয়া যায়। মনে রাখতে হবে সেমাই বেশি হলে শিরা সব সেমাই শুষে নিবে, এমন পরিমান দিতে হবে যাতে সুপের মত শিরা হয়, এবং সেমাই বেশি গলে না যায়।

০২ রা মে, ২০২৩ রাত ৯:৫২

ঢাবিয়ান বলেছেন: ভাল আছি আলহামদুলিল্লাহ। এই শিরা সেমাই মনে হচ্ছে নাড়িকেল সহকারে সেমাই জর্দা। খেয়েছি এই জিনিষ, সুস্বাদু।

৮| ০২ রা মে, ২০২৩ রাত ৯:২৩

শাওন আহমাদ বলেছেন: আমার লাচ্ছা সেমাই আর জর্দা সেমাই পছন্দ। তবে ঈদে আমাদের বাসায় লাচ্ছা আর একদম দুধে ডুবিয়ে লাম্বাটে সেমাই রান্না করে; আমার লম্বাটে সেমাইয়ের নাম জানা নেই।

০২ রা মে, ২০২৩ রাত ৯:৫৫

ঢাবিয়ান বলেছেন: দুধে ডুবানো সেমাই আমারো খুব প্রিয়।

৯| ০৩ রা মে, ২০২৩ ভোর ৫:০২

জটিল ভাই বলেছেন:
পোস্টের বর্ণনা নষ্টালজিক হয়েছে প্রিয় ভাই :)

০৩ রা মে, ২০২৩ রাত ৮:৩৮

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ। সেমাই জিনিষটাই নস্টালজিক।

১০| ০৩ রা মে, ২০২৩ সকাল ৭:৪৪

সোহানী বলেছেন: কও কি :-B নবাবী সেমাইতো সেই কয়েক বছর থেকে ক্রেজ। লাস্ট দুই বছর বানিয়েছিলাম, এবার বাদ দিসি। আগে খাও নাই শুনে অবাক!!!!!

এখন সবকিছুতে ফিউশান :P । দেশ বিদেশ আরব বাংলা মিশে একাকার। তারপরও আমাদের অরিজিনাল সেমাই এর স্বাধ কোনদিনই ভুলা যাবে না।

ইউটিউব খুললে নবাবী সেমাই এর হাজার খানেক রেসিপি পাবা। বানানো কিন্তু সহজ, খেতেও ভালো.... তাই এটা বেশ জনপ্রিয় কিন্তু। আর কটমটে সেমাইও ভালো খেতে। যাহোক, শায়মা আর মিরোরডলের রেসিপির অপেক্ষায়।

০৩ রা মে, ২০২৩ রাত ৮:৪৩

ঢাবিয়ান বলেছেন: নবাবী সেমাই আগে খাই নাই মানে ছোটবেলায় কখনও খাইনি। ফেসবুক, ইউটিউবের কল্যানে এখন সবাই শেফ। তবে সব শৌখিন শেফ এর রান্না মজা না। রান্নায় হাতের একটা ব্যপার আছে বলে মনে হয়। তাই অনেক ফিউশন মাঝে মাঝে হাঙ্গেরি এঙ্গুলাশ ( হুমায়ুন আহমেদের কোন এক নাটকের ডায়ালগ) হয়ে যায় :)

১১| ০৩ রা মে, ২০২৩ দুপুর ১২:১৮

রানার ব্লগ বলেছেন: উচ্চ মাত্রার টেস্ট না হলে সেমাই থেকে দূরে থাকি !!

০৩ রা মে, ২০২৩ রাত ৮:৪৫

ঢাবিয়ান বলেছেন: এইটা ঠিক বলসেন। সেমাই খেতে মজা হলে দারুন। আর যদি রান্না খারাপ হয়, তবে সেই সেমাই মুখে দিলেই বিরক্তি লাগে।

১২| ০৩ রা মে, ২০২৩ দুপুর ১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ঈদে কলিগের ওয়াইফ নবাবী সেমাই দিয়েছিলেন। এত মিষ্টি জিনিস এখন আর খা্ওয়া যায় না। ছেলেরাও খেতে পারলো না । তবে সেমাইটা মজার ছিল ।ক্ষতি হবে ভেবে খাইনি।

০৩ রা মে, ২০২৩ রাত ৮:৪৭

ঢাবিয়ান বলেছেন: কি বলেন আপু, দেশের মিষ্টির দোকানের মিষ্টি খাওয়া মানুষ আমরা। নবাবী সেমাই সেই তুলনায় তেমন মিষ্টিই না।

১৩| ০৩ রা মে, ২০২৩ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: আমার ধারনা, পুরো বাংলাদেশের মধ্যে আমাদের বাসার সেমাই টা খেতে ভালো হয়।
বহু জায়গায় সেমাই খেয়ে দেখেছি একদম ফালতু। কিন্তু আমাদের বাসার সেমাইয়ের তুলনা হয় না।

০৩ রা মে, ২০২৩ রাত ৮:৫০

ঢাবিয়ান বলেছেন: ছবি দেন , দেখি কেমন আপনাদের বাসার সেমাই।

১৪| ০৩ রা মে, ২০২৩ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লাচ্চা সেমাই, বাংলা সেমাই, ভাজা সেমাই খাওয়া হয়েছে। ++++

০৩ রা মে, ২০২৩ রাত ৮:৫৩

ঢাবিয়ান বলেছেন: বাহ সেমাই মজাদার সব সেমাই।

১৫| ০৩ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:২১

মিরোরডডল বলেছেন:



আমার এখনই সেমাই খেতে ইচ্ছে করছে, অবশ্যই সেটা নবাবী সেমাই না।
আগেতো এর নামই শুনিনি। আমাদের পরিবারে এই সেমাইয়ের প্রচলন নেই।

নবাবী না বলে আত্মঘাতী সেমাই বলা যায় :) জনমের মিষ্টি !!!!
এখানে খেয়েছি ফ্রেন্ড বানিয়েছিলো তাই, খেয়ে বুঝলাম এই জিনিস আমার খাবার না।

তবে নবাবী সেমাইয়ের মতো অনেকটা সিমিলার হচ্ছে লেবানিজ ডেজার্ট Knafeh or Kanafeh.
মিল্ক অথবা ক্রিমের পরিবর্তে চিজ দিয়ে করে।
যদিও এটাও খুব সুইট কিন্তু নবাবীর চেয়ে কম মিষ্টি, তাই বেটার টেস্ট।

লিংক দিলাম, যদি ঢাবি খেতে চায় নিজ হাতে বানিয়ে :)
এটাও আমার খাওয়ার কথা না কিন্তু আমার এক কলিগ ভালোবেসে আমার জন্য নিয়ে আসছে, তাই না বলতে পারিনি :)

০৩ রা মে, ২০২৩ রাত ৮:৫৮

ঢাবিয়ান বলেছেন: আপু, মিষ্টির পরিমান নির্ভর করে কুক এর উপড়। কন্ডেন্সড মিল্ক ইউজ করলে মনে হয় বেশি মিষ্টি লাগে। আর লেবানিজ যে ডেজার্টের রেসিপি দিলেন সেটা কুনাফা। আমার এখানে এরাবিয়ান/ তার্কিশ রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায়। এক বাসায় খেয়েছিলাম কুনাফা কিন্ত সেটা শক্ত হয়ে গিয়েছিল , শন পাপড়ি টাইপ।

১৬| ০৩ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

শেরজা তপন বলেছেন: সেমাই যেটাই হোক ঠান্ডা না হলে মজা পাই না।
এটা খেয়েছি মনে হয়। স্বাদ ভাল।

০৩ রা মে, ২০২৩ রাত ৯:০০

ঢাবিয়ান বলেছেন: দুধ সেমাই আমার গরম গরম খেতে ভাল লাগে। নবাবী ও জর্দা সেমাই অবস্য ঠান্ডাই বেশি মজা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.