নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

ব্লগ বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি কি মিস করবেন ?

০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:০৬

পোস্টের শিরোনামের প্রশ্নে কে কি মিস করতে পারে তার একটা তালিকা তৈরী করার চেষ্টা করছি।

শায়মা - উনার সাজানো গোছানো তার্কিশ সুলতানাদের রাজকীয় টাইপ বাসা , লাল নীল হলুদ হালুয়া সহ আরো রাজকীয় খানা খাদ্যি এরপর কাকে দেখাবেন ? এইসব মিস করার দুঃখে তিনিতো আমার মনে হয় অসুস্থ হয়ে যাবেন :(

সোনাগাজী - ব্লগারদের দিনরাত বকাবাদ্য না করতে পারলে উনার দিন কাটবে কিভাবে ? কুটনামি, কুটকাচালিই উনার অবসর কাটানোর অন্যতম মাধ্যম। ব্লগকে আমার ধারনা উনি সব চাইতে মিস করবেন।

সাড়ে চুয়াত্তর - ভাবীকে লুকিয়ে চুরিয়ে প্রমীলা ব্লগারদের সাথে আড্ডা না দিতে পারলে কি উনার সামনে ভাত হজম হবে ? =p~

জনৈক ট্যাগবীর- ব্লগারদের উঠতে বসতে বস্তি , ক্লাসলেস, জামাত শিবির, কাটমোল্লা গাইল দেয়ার এমন মোক্ষম স্থান কি ইহজীবনে আর কোথাও পাইবেন?

ভুয়া মফিজ - মাঝে মাঝে উদয় হইয়া ভারতীয় দালালদের যে দৌড়ের উপর রাখেন , তার কি হপে ? =p~

আর ইউ - বেত হাতে তাড়া না করতে পারলে কি উনার ঘুম হবে ? :|

সায়মুজ্জামান - পীর, ফকির , মাজার নিয়ে ওয়াজ এরপর কাদের শোনাবেন? ফেসবুকে শুনাইতে গেলেতো দৌড়ানি খাবার সম্ভাবনা আছে ।

নিমো - এই ব্লগের যদি সবচেয়ে চতুর মাল্টিনিক ধারী কোন ব্যক্তি হন , তবে তা হচ্ছে নিমো। এরকম ধরা ছোয়ার উর্ধে আর কোন মাল্টি নিক ব্লগে নাই। তবে এইসব জারিজুরি এরপর আর কোথায় দেখাবেন ? :-B

সোনাবীজ অথবা ধুলাবালি ছাই - উনার গান বাজনার কি হবে ? ফেসবুকে কি এসবের সমঝদার আছে ?

মাইদুল সরকার - ভাত, ভর্তা, পুডিং , পিঠার ছবি ,রেসিপি এরপর কোথায় আপ্লোড করবেন ?

কামাল১৮ - অগনতান্ত্রিক সরকারের (রাজতন্ত্রের সাথে কোণ পার্থক্য আছে কি?) গুনগান গেয়েও যে সমাজতান্ত্রিক সাজা যায় , তা এই ব্লগ ছাড়া আর কোথাও কি দেখানো সম্ভব ? অবস্য্য তিনি কইবেন যে তিনি নাস্তিক। এইটাই সবচেয়ে বড় প্রমান। কিন্ত এথিস্ট ও কমিউনিস্টের মাঝে যে বিড়াট ফারাক আছে , তা কি উনি জানেন? ফেসবুকে এইসব কইতে গেলেতো খবর আছে ইনার।

অর্ক- দুই চার খান সাদা কাল ছবি পোস্টাইয়া বিড়াট ফটোগ্রাফার সাজার এমন জায়গা তিনি আর কুথায় পাইবেন?

অনিকেত বৈ্রাগী তুর্য - এক পা ওপারে আর এক পা এপারে দিয়া তিনি এপারের ব্লগারদের নাস্তানাবুদ করতে চান সর্বদা।এই সুযোগ কি আর কোথাও পাইবেন?

ঢাবিয়ান - ক্যচাল যার সবচেয়ে প্রিয় টপিক , সেতো ক্য্যচালের অভাবে বিষন্নতায় আক্রান্ত হবে =p~

কা-ভাকে নিয়ে কিছু লিখলাম না ব্যান খাওয়ার ভয়ে :-0

আরো যার যা মনে আসে লিখে ফেলুন কমেন্টে।

অটঃ নিতান্তই ফান করার জন্য এই পোস্ট দেয়া। আশা করি সবাই এটাকে রম্য হিসেবেই নিবেন।








মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:১০

ধূম্র ধূম্রাট বলেছেন: আমি বোলগের ঝিরো ঝিরো ছেবেন লিখন ২০১৬ কে মিস করব বাঁহে !

০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৮

ঢাবিয়ান বলেছেন: :)

২| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৫

নয়া পাঠক বলেছেন: ব্লগে নায়িকা-মডেল দের অর্ধনগ্ন ছবি আপ্লোড না করতে পেরে আর মোল্লা এবং ইসলামবিরোধী বক্তব্য না দিতে পেরে কেউ কেউ হয়ত হার্টফেল করবেন। সেই সাথে ক্যাচাল না বাধাতে পেরেও হয়ত কেউ কেউ হাসপাতালে যেতে পারেন।

০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২১

ঢাবিয়ান বলেছেন: আমারতো ধারনা ক্যচাল এই ব্লগের অক্সিজেন :) ক্যাচাল বাধাতে না পেরে, জড়াতে না পেরে এবং পপকর্ন হাতে ক্যাচালের দর্শক না হতে পেরে অনেকেই অসুস্থ হয়ে যেতে পারেন :)

৩| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৩

ভুয়া মফিজ বলেছেন: নয়া পাঠক বলেছেন: ব্লগে নায়িকা-মডেল দের অর্ধনগ্ন ছবি আপ্লোড না করতে পেরে আর মোল্লা এবং ইসলামবিরোধী বক্তব্য না দিতে পেরে কেউ কেউ হয়ত হার্টফেল করবেন……… =p~ =p~

০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৪

ঢাবিয়ান বলেছেন: আহ হা এইসব হইল গ্রুমিং ক্লাসের রেজাল্ট। আমার , আফনের মত ক্লাসলেস মানুষ এইসব বুঝবে না :)

৪| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৪

ধূম্র ধূম্রাট বলেছেন: রানার বোলগ ওনার লুতুপুতু গল্প কোনখানে লিখবেন ?

০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৬

ঢাবিয়ান বলেছেন: খালি গল্প কেন ? কবিতা গুলোর কি হবে ?

৫| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৬

নিমো বলেছেন: ভাগ্যিস ফান, রম্য শব্দগুলো লিখেছৈন, নইলে libel এর কারণে আদালতে দৌড় করাতাম!

০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৮

ঢাবিয়ান বলেছেন: কন কি ? মানহানি কই করলাম? আপনেও কি অনল সিন্ড্রোমে ভুগিতেছেন?

৬| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগ বন্ধ হয়ে গেলে হার্টবিট মিস করবো :( ব্লগ হলো আমাদের হার্ট, এটা বন্ধ হয়ে গেলে বহুদিন মা-মরা এতিমের মতো মনে হবে নিজেকে। আসলে এটা এখন ভাবতে পারছি না যে এ প্রিয় ব্লগটা কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে।

ব্লগের তুলনায় অবশ্য ফেইসবুকে রিচ একটু বেশি, তবে ব্লগে কোনো রিচ না থাকলেও এটার মূল্য অমূল্য।

০৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৯

ঢাবিয়ান বলেছেন: ফেসবুককে কখনই ব্লগের মত আপন মনে হয় না। ব্লগ থাকবে না , ভাবতেই পারছি না।

৭| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৪

শাহ আজিজ বলেছেন: মন খারাপ হয়ে গেল । :((

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৫৮

ঢাবিয়ান বলেছেন: মন খারাপ করবেন না। ফেসবুক আছে । ব্লগ বন্ধ হলে , ব্লগাররা ফেসবুকে গ্রুপ খুলবেই।

৮| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:২২

ডার্ক ম্যান বলেছেন: ব্লগ বন্ধ হয়ে গেলে কাউকে মিস করবো না।
একজন ব্লগারকে মিস করি যিনি গত ১০ বছর ধরে ব্লগে অনুপস্থিত। তবে তিনি কোন পেশায় আছেন সেটা বের করেছি।
নিমো ব্রো কে সেটা ৯০ ভাগ নিশ্চিত আমি। কিন্তু কারো গোপনীয়তা প্রকাশ করতে চাই না।
বেশ কয়েকমাস আগে আমাকে একজন মেইল করেছেন। চ্যাটিং করার সময় একটা স্ক্রিনশট চলে আসছিলো। তখন বুঝতে পালাম নিমো কে।

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৮:০১

ঢাবিয়ান বলেছেন: তিনি অনল চৌধুরি কিনা কে জানে :) আপনি জেনে থাকলে একটূ ক্লু দেন।

৯| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৪

ধূম্র ধূম্রাট বলেছেন: কলাবাগান: উনি যে বিরাট বিজ্ঞানী এইটা উনি ক্যামনে পমান কৈরবেন ??

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৮:১৩

ঢাবিয়ান বলেছেন: বিজ্ঞানী সাহেবের মাইক্রস্কোপে কেবলই ঢাকার গুলশান , পদ্মা সেতু আর বঙ্গবন্ধু স্যটেলাইট ধরা পড়ে :)

১০| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৬

ধূম্র ধূম্রাট বলেছেন: সত্য পথিক শাইয়ান: উনি ক্যাবা কৈরে কতি পারবেন যে উনি টেকনোলজির উন্নয়ন করিতেছেন ? কত লাভ করিছেন !

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৮:২০

ঢাবিয়ান বলেছেন: বিশাল পল্টিবাজ এতে কোন সন্দেহ নাই :) একবার কয় শিয়া , আবার কয় অনেক আগে নাকি জামাত শিবির করত , তয় এখন আওয়ামিলীগ সমর্থক :)

১১| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৭

ধূম্র ধূম্রাট বলেছেন: কামাল১৮: ওনার বেলাইনের মন্তব্যের কী হবি ??

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৮:২০

ঢাবিয়ান বলেছেন: অনেকেতো কইতাছে আপনে আমার মাল্টি নিক। আপনি আসলে কিডা ? :)

১২| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৮

ধূম্র ধূম্রাট বলেছেন: জুন: উনি যে মাসের মধ্যি কয়েকবার চক্কর মারে সেটা না কতি পারলে তো উনি মৈরে যান । ওনার কী হবি ?

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৮:২১

ঢাবিয়ান বলেছেন: দিতে থাকেন। আমিও আরো কিছু যোগ করেছি :)

১৩| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৯

ধূম্র ধূম্রাট বলেছেন: তানভির অপু: গলুর পেছনে আর কে লাগবি ?

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

ঢাবিয়ান বলেছেন: তাইতো :)

১৪| ০৬ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫০

সামরিন হক বলেছেন: বিচিত্র রকমের তর্ক-বিতর্ক মিস করবো।

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

ঢাবিয়ান বলেছেন: একমত আপনার সাথে

১৫| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৩:০০

ডঃ এম এ আলী বলেছেন:



কিছুই মিস করতে হবেনা ।
লিখে রাখতে পারেন , এ ব্লগ কোনদিন বন্ধ হবেনা
বরং দিনে দিনে আরো শক্তিশালী হবে :)
মৃত্যু আলো নিভিয়ে দেয় না ;
এটা শুধুমাত্র নির্বাণ করা হয়
সামুর আলো জ্বলবে চারিদিকে
যুগ হতে যুগান্তরে ।

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

ঢাবিয়ান বলেছেন: আশা করি তাই যেন হয়। যুগ যুগান্তর বেঁচে থাকুক এই ব্লগ

১৬| ০৭ ই জুলাই, ২০২৪ ভোর ৪:৪৫

কামাল১৮ বলেছেন: ব্লগের লেখা পড়তে পাড়বো না।

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

ঢাবিয়ান বলেছেন: ঠিক বলেছেন

১৭| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকের অনেককিছু মিস করব ভাই। এ ব্লগ যেন বন্ধ না হয় সেই কামনা করি।

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

ঢাবিয়ান বলেছেন: আসলেই

১৮| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫২

রানার ব্লগ বলেছেন: ব্লগ বন্ধ হচ্ছে না তাই মিস করার প্রশ্নই নাই।

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

ঢাবিয়ান বলেছেন: ্মডুতো বলেছে যে কোন দিন নোটিশ আসতে পারে ব্লগ বন্ধ হবার :(

১৯| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৮

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা আমি মন্তব্যগুলো পড়ে হাসতে হাসতে শেষ। ধুম্র ধুম্রাট কেরে ভাই? পোস্টের চাইতেও কমেন্টে তার বিশ্লেষন দেখে আমি হাসতেহাসতে শেষ।


তবে আলীভাইয়া রানার ব্লগ ঠিকই বলেছে। ব্লগ বন্ধ হবার সম্ভাবনা এখনই নেই। কাভাভাইয়াও এটাই বলেছে কিন্তু। শুধু শুধু হা পিত্যেস করে লাভ নেই। তারচেয়ে আরও বেশি লেখো।

আসলেই আমি কখনই চাইনা ব্লগ বন্ধ হোক। ইহা এক নেশার নাম। পেশার চাইতেও নেশা বড়। :)

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

ঢাবিয়ান বলেছেন: আসলেই এ এক বিড়াট নেশা । কোনভাবেই চাই না বন্ধ হোক এই ব্লগ।

২০| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৩৯

ধূম্র ধূম্রাট বলেছেন: অনেকেতো কইতাছে আপনে আমার মাল্টি নিক। আপনি আসলে কিডা ? :)

খাইছে রে, ইসব কারা কতিছে ? তাও ভালো যে ইডা কয়নি আমি শায়মার মাল্ডি তালি পরে তো নিজেরে কল্পনায় শাড়ি পরা , হাড়ি পাতিল নিয়ে কোঁদাকুঁদি করা আর আহ্লাদি দেখতি গিয়ে মৈরে যেতাম । ভাই আপনারে কয়া রাখি কুনো ভাবি যেন এইসব বাইরে না যায় বুঝতি পারিছেন ? তালি পরে আমার সংসার লাটে উইঠে যাবে নে ।

আর আমি কিডা ?

" হয়তো আমাকে কারও মনে নেই
আমি যে ছিলেম এই বোলগেতেই ।

ফিরে আইলেম জবাব দিতি
সব কিছুরই হিসাব নিতি ।"

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

ঢাবিয়ান বলেছেন: শায়মা আপুর মাল্টি হবার দরকার নাই। আপনে আমার মাল্টি হইয়াই থাকেন। এইটাই সবচেয়ে নিরাপদ :)

২১| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: বেশি খুশি হইওনা ভাইয়াজান ধুম্রো আমি তোমার আয়নার পিছের চেহেরা ঠিকই দেখতে পাচ্ছি। হি হি

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

ঢাবিয়ান বলেছেন: আয়নার পেছনে কি আমারে দেখা যাচ্ছে ? :)

২২| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৪

ধূম্র ধূম্রাট বলেছেন: বেশি খুশি হইওনা ভাইয়াজান ধুম্রো আমি তোমার আয়নার পিছের চেহেরা ঠিকই দেখতে পাচ্ছি। হি হি

মিডাম, আয়নার পেছনে পারদ থাকি বুঝিছেন কারো চেহারা থাকে না । আর আমার নামটা কলাম ধূম্র , ধুম্রো নয় কো !!

২৩| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হিন্দু বিদ্বেষী, যারা মনে করে হিন্দু মানেই ভারতপ্রেমী আর নিজেদের সুপ্তভাবে পাকিপ্রেমী প্রমাণ করে, যারা দেশে-বিদেশে ঘুরেও নিজেদের সাম্প্রদায়িক মনোভাব দূর করতে পারে না আমি ভাবি তাদের কী হবে? কোথায় ওয়াজ করবে। আরও ভাবি এরা এমন ঘৃণ্য মনোভাব নিয়ে বিদেশে কেমনে থাকে?

০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

ঢাবিয়ান বলেছেন: যাদের কথা বলতেছেন তারা ফেসবুক দিয়া ব্লগ চালায় না। :) তাই ব্লগ বন্ধ হলে তাদের কিচ্ছু যায় আসে না :)

২৪| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যাক গা , আমি নাই।

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৮

ঢাবিয়ান বলেছেন: আপনিও বলে ফেলেন কি মিস করবেন :)

২৫| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আ্ই অন কিত্তন

কন তো আমি কিতা করবাম

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:২১

ঢাবিয়ান বলেছেন: ্কবিতার মাধ্যমে যার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ উগড়ান , তা কি আর ফেসবুকে সম্ভব ? :)

২৬| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪১

সায়েমুজজ্জামান বলেছেন: ঠিক বলছেন। ব্লগারদের অনেকে লেখাপড়া করা মানুষ। তারা বর্তমানে সৌদী ওহাবী সালাফিদের উদ্ভবের ইতিহাস জানেন। সে কারণে এখানে পীর ফকির দরবেশ মাজার নিয়ে ভক্তিমূলক লেখা যায়। তাদের মন্তব্যে লেখাগুলো আরো তথ্যবহুল হয়ে ওঠে।

ফেসবুকে এখন সালাফি বাম্পার ফলন হয়েছে। সালাফিদের ভিডিওতে সয়লাব ইন্টারনেট। এ কারণে লোকজন তাদের ব্যাখ্যাই গিলছে। আর পীর দরবেশ আউলিয়াদের বেদাতি মনে করছে। এ
রাই জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত। এদের অনলাইন ফোর্স আছে। তারা ফেসবুকে অনলাইনে কে কী লেখে তা মনিটর করে। অনেকে তাদের হাতে প্রাণও হারিয়েছেন।

এ কারণে এ ফেসবুকে লেখাটা যা ব্লগে পরিচয় দিয়েও লেখাটাও একই। তবে ব্লগে ছদ্মনামে লিখলে নিরাপদ থাকা যেতো। আমিতো সেটা করি নি। সাগরে পেতেছি শয্যা শিশিরে কী ভয়!

ফেসবুকে সুন্নীয়ত নিয়ে লেখালেখির কারণে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়েছে। এ
কারণে ব্লগে কারো সাথে ক্যাচাল করিনা। ক্যাচাল হতে পারে এমন মন্তব্য অনুমোদন করিনা।

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:২৯

ঢাবিয়ান বলেছেন: সত্য বলতে কি আমি তেমন একটা লেখাপড়া করা মানুষ না। সালাফী, ওহাবীদের সম্পর্কে আপনার লেখা পড়েই জেনেছি। তবে আপনি এই যুগের মানুষ। আপনার পীর, দরবেশ মাজার ভক্তি আমার কাছে অত্যন্ত বিস্ময়কর ঠেকেছে।

২৭| ০৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৪

লিখন২০১৬ বলেছেন: ধুম্রুবাহে আমারে মিস করবেন। আমার চৌক্ষে পানিা আয়া গেলোরে বাহে। এই শুক্কুরে শুক্কুরে সাত দিনের বলগাররে আন্নে এত বালুবাসা দিলেন বাহে। আন্নে আসুলেই একখান বাগের বাইচ্চা।

২৮| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১০

হাসিব শান্ত বলেছেন: গেছো দাদাঃ রম্যের নামে পুরনো-বাশি জোক্স চালাবেন কোথায়?

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪২

ঢাবিয়ান বলেছেন: আচ্ছা কলিকাতার কি কোন বাংলা ব্লগ নাই ? ইনারা আমাদের দেশি ব্লগে কি মনে কইরা আসে?

২৯| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৭

ধূম্র ধূম্রাট বলেছেন: @লিখন২০১৬ , আরে বাঁহে আপনি যে কামডা করিছেন তা তো এইহানে কারওরি কৈরবেন সাহস ছেলো না । সবাই এই ডাকু থুক্কু ভেড়াটিরে ডাকাইতের মতন ভয় পাতো এহন দেখিছেন আপনি একবার জাইগে উঠিছেন সক্কলে আইসে তাকি রাম ধোলাই দেবার লাইগচে । ইডা তো বড় ব্যাপার রে বাঁহে । আপনাকে মিস করবো না তো কাকে মিস করবো । বোলগি তো আইজকেল সব মিুঁ মিুঁ করতিসে তার মাঝে আপনি গর্জে উঠিছেন ইডা তো চিরস্মরণীয় বাঁহে !!

৩০| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৪

লিখন২০১৬ বলেছেন: ধূম্রু বাহে বুকে আহেন বাহে। মাজে মইদ্দি হামরা ছাগলের ভেড়ার ডাক পাত্তা দেইনা বাহে। তয় ছাগল ভেড়া থন বাড়তি বাড়তি নিজেরে খোদা ভাবা শুরু করে।তহনই রাম ধোলাই শুরু হয়। এগলা অইলো গিয়া গণ অবুত্থান বাহে। এই গণ অবুত্থানে হামে আপনে নিহত হলি পরে আমারে মুনে রাইখেন বাহে। কইলজার মইদ্যে বাইন্ধে রাইখেন হামারে ও নোনাইরে।

৩১| ০৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

দি এমপেরর বলেছেন: আহা! কী দরকার আগেভাগেই কষ্টের কথা মনে করিয়ে দেওয়ার? তবে আশা করি এত তাড়াতাড়ি এ ব্লগ বিলুপ্ত হবে না।

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৬

ঢাবিয়ান বলেছেন: এই আশা সব ব্লগারেরই । আমরা যারা প্রবাসী ব্লগার তারাই মনে হয় সবচেয়ে বেশি মিস করব এই ব্লগকে । প্রতিদিন বাংলায় কথোপকথনের এত সুন্দর জায়গা আর কোথায় পাব?

৩২| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আমি গ্যালারিতে পপকর্ন লয়া বসলাম :)

০৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৮

ঢাবিয়ান বলেছেন: আপ্নেতো ডুমুরের ফুল হয়ে গেছেন ? কোথায় ছিলেন এতদিন ?

৩৩| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ২:১৪

আরোগ্য বলেছেন: এমন দুঃসংবাদ দেখে এতো রাতে লগইন করলাম। পরীক্ষার প্রস্তুতি আর দৈনন্দিন জীবনের ব্যস্ততার চাপে অবসাদ যাপন করছি। ভেবেছিলাম পরীক্ষার পর প্রফুল্লচিত্তে ব্লগে আসবো।

সবচেয়ে বেশি ব্লগে নিজের অস্তিত্ব মিস করবো আর প্রিয় সব ব্লগারদের। মোটেও আমরা কেউ এটা কামনা করি না এবং তা মেনে নিতেও কষ্ট হবে। সর্বোপরি ব্লগ দীর্ঘজীবী হোক।

০৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:০০

ঢাবিয়ান বলেছেন: ঠিক বলেছেন , সবচেয়ে বেশি মিস করব আমাকে, আমার ছদ্মনামকে । দৈনন্দিন জীবনের এক অভ্যাস্যে পরিনত হয়েছে এই ব্লগিং। হয়ত ব্লগাররা কানেক্টেড থাকবে ফেসবুকের মাধ্যমে , কিন্ত সেটা কোনভাবেই ব্লগের মত হবে না।

৩৪| ২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

শায়মা বলেছেন: ভাইয়া ব্লগ আর বন্ধ হলোনা কিন্তু!! বরং ব্লগ নতুন রুপে জেগে উঠেছে। সবাই সব সময় সিরিয়াস সব পোস্ট দিচ্ছে।

৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাঝে মাঝে কবিতা লেখা
আর ব্লগারদের ক্যাচাঁল মিস করব ।

৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: শায়মার রান্না বান্না

৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৯

মামুন ইসলাম বলেছেন: কবিতা গল্প ফিউচার সব থেকে বেশি মিস করবো ক্যাচাল বাজদের ক্যাচাল। তবে অনেক বছর ধরে ইতিহাস নিয়ে লিখেন
এরকম অনেক ব্লগার দের এখন আর দেখা যায় না। কে জানে তারাও কোনোও মাল্টি নিক নিয়ে তলে তলে ক্যাচালেই
জরিয়ে গেছেন কি না।

আচ্ছা ঢাকাবাসী নিকটা কি আপনার ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.