![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৯ই সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহুর্তে সকল দলের প্রার্থীরা শিক্ষাঙ্গনে প্রচারনায় ব্যস্ত। কে জিতবে, কে হারবে তা এখনই নির্নয় করা সম্ভবপর হচ্ছে না। ডাকসু ইলেকশনের ভোটাররা সব ঢাবিয়ান। আশা করা যায় যে, তারা যোগ্য প্রার্থী বেছে নিতে ভুল করবে না। জুলাই গনঅভ্যূত্থান পরবর্তী ঢাবিতে খব স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার শীর্ষে থাকার কথা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নেত্রীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেলের। এই দলে রয়েছে ঐতিহাসিক ৯ দফার ঘোষক আবদুল কাদের , আবু বারেক মজুমদার সহ অন্যান্য নেতা নেত্রীরা। একদা গুপ্ত দল হিসাবে পরিচিত ছাত্র শিবির , বর্তমানে পাবলিকলি আত্মপ্রকাশ করেছে। এই দলের জনপ্রিয়তা যাচাই করা খুবই কঠিন। সাদেক কাইউম জেতার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই অভিমত দিচ্ছে। ছাত্র শিবির বেশ চাতুর্যের সঙ্গে তাদের প্যানেল গঠন করেছে যেখানে রয়েছে মুসলিম-অমুসলিম, হিজাবি-নন হিজাবি, আদিবাসী , চোখ হারানো জুলাই যোদ্ধা। অর্থাৎ সকল ধরনের ছাত্র ছাত্রীদের সম্মিলন ঘটিয়েছে তাদের প্যানেলে। ছাত্র শিবিরের এগেইন্সটে সবচেয়ে হাই প্রোফাইল প্যানেল হচ্ছে বাগছাস প্যা্নেল। ছাত্রদল প্যা্নেলে যারা রয়েছে,তারা তাদের কাজ কারবার দিয়ে ক্যম্পাসে হাস্যরস তৈরী করছে। ছাত্র ছাত্রীদের কাচ্চি খাইয়ে এবং বিনোদন প্রদান করে তারা ডাকসু বিজয়ের অলীক স্বপ্নে বিভোর। ভিপি পদে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও রয়েছে যাদের ক্যম্পাসে ভাল গ্রহনযোগ্যতা রয়েছে। উমামা ফাতেমা এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে।
বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের এক বিতর্কিত মন্তব্য বিগত কয়েকদিন ধরে অনলাইনে ভাইরাল। ছাত্রলীগকে দায়মুক্তি দিয়ে আব্দুল কাদের কেন এ ধরনের বক্তব্য দিয়েছে তা কারোরই বোধগম্য নয়। তার বিতর্কিত বক্তব্যের বিষয়ে কোন ব্যখ্যা না দিয়ে সে এখন '' ক্রাই বেবী'' র ভুমিকায় অবর্তীন হয়েছে! সর্বত্র বলে বেড়াচ্ছে যে , ''আমার ডাকসু'তে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।'' ছাত্র শিবিরের হুমকিতে নাকি তার জীবন বিপন্ন !!! আব্দুল কাদের এর বর্তমান ভুমিকা খুবই সন্দেহজনক। ছাত্রলীগের পক্ষে বক্তব্য ও ছাত্র শিবিরের বিপক্ষে বক্তব্য দিয়ে কি সে ছাত্রশিবিরকেই জনপ্রিয় করে তুলতে চাইছে? অসম্ভব কিছু নয়। কারন একদা আব্দুল কাদের ছাত্র শিবিরের সক্রিয় সদস্য ছিল। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনেও কাদেরকে সবাই ছাত্র শিবির হিসেবেই চিনতো। ভিপি পদপ্রার্থী থেকে বহুরুপি আব্দুল কাদেরকে অবিলম্বে প্রত্যাহার না করলে এর ফলাফল ভোগ করতে হবে বাগছাস প্যা্নেলকে। এক আব্দুল কাদেরের হঠকারিতার কারনে বাগছাস প্যানেলের পরাজয় হলে তা অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত স্থাপন হবে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২০
ঢাবিয়ান বলেছেন: আপনার পছন্দের প্রার্থী কে?
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: গনতন্ত্রের মুয়াজ্জিন সার্জিস আলমের আওয়ামী সময়ে নির্বাচিত কাউন্সিলরদের পুর্নবাসনের চাওয়া টি ঠিক ছিল; তখন কোন হঠকারীতা হয়নি? সকল দোষ রিফাত,আবদুল কাদেরের?
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮
ঢাবিয়ান বলেছেন: সারজিস , হাসনাত সেইদিনই ছাত্রলীগ থেকে খারিজ হয়ে গেছে যেদিন থেকে বৈষম্যিরোধী আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে স্বৈরাচারী আওয়ামিলীগের বিরুদ্ধে দাড়িয়েছে। জুলাইয়ে তারা প্রমান করে দিয়েছে যে , তারা আর কোণ দলের নয়, তারা কেবলই এই দেশের জনগনের পক্ষের।
ছাত্র শিবির হিসাবে পরিচিত আব্দুল কাদের গনঅভূত্থানের পর বাগছাসে যোগ দিয়েছে। কিন্ত অতি ভক্তি যে চোরের লক্ষন , তা এখন স্পষ্ট। ক্রমাগত ছাত্রলীগের পক্ষে ও শিবিরের বিরুদ্ধে বক্তব্য প্রদান প্রমান করে যে ডাল মে কুছ কালা হ্যা! বাগছাসকে বিতর্কিত করে সে ছাত্র শিবিরের পক্ষেই মুলত কাজ করছে।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন:
এদের বেশহিরভাগই স্নাইপার, গত বছর আমেরিকান ক্যু'তে এরা পুলিশের ইউনিফর্ম পরে ছাত্রহত্যা করেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯
ঢাবিয়ান বলেছেন: হা হা হা । আপনার এইসব রুপকথা শোনার মানুষ এই ব্লগেই কিছু আছে কেবল!!
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০
সৈয়দ কুতুব বলেছেন: মেঘমল্লার বসু সাধারণ সম্পাদক হলে খুশি হব কারণ তার জাতীয় ইস্যু নিয়েও উদ্বেগ আছে। শ্রমিকদের বেতন-ভাতা আদায়ের আন্দোলনে সে গত ঈদে পাশে ছিল। জাতীয় রাজনীতিতে পাস করার পর ঢুকে যাবে। পরে আরেকটা মুজাহিদুল সেলিম পাব আমরা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৬
ঢাবিয়ান বলেছেন: বামদের এই দেশের রাজনীতিতে কোন ভাত নাই। এরা আজকে এই দলের, কালকে আরেক দলের লেজুরবৃত্তি করে দিন চালায়। জিএস পদে আবু বারেক মজুমদার আশা করি ভাল করবে। কিছুটা লাজুক ও স্বল্পভাষী বারেক গনঅভ্যূত্থানে গুরুত্বপুর্ন অবদান রেখেছিল।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১২
সৈয়দ কুতুব বলেছেন: উমামার কোনো ফিউচার দেখছি না । তাকে জিগাইসিলাম জাতীয় রাজনীতিতে কোনদিকে যাবে ? সে বলতে পারছে না ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৯
ঢাবিয়ান বলেছেন: উমামার অতি অহংকার তার আজকের অবস্থার জন্য দায়ী। তবে উমামা মেধাবী ছাত্রী ও গনঅভ্যূ্থানের একজন অন্যতম কেন্দ্রীয় নারী সমন্বয়ক। সে বাগছাসে যোগ দিলে ভাল করত।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬
সৈয়দ কুতুব বলেছেন: শিবির পেনেল থেকে জাতীয় রাজনীতিতে জুমার কোনো ফিউচার নাই । বাকিরা ঠিক আছে। ছাত্রদলের গুলাও জাতীয় রাজনীতি করবে । বাকের , মাহিন ও কাদের কেমন জানি মুড সুইং করে। একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায় ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩
ঢাবিয়ান বলেছেন: কাদের এর কল্যানে ছাত্র শিবির প্যনেলই বর্তমানে হট সিটে রয়েছে। ছাত্র দলের আবিদতো একটা জোকার। কাদেরকে না সরালে ছাত্র শিবির পুর্নাঙ্গ প্যানেল নিয়ে জেতার সম্ভাবনা।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৭
সৈয়দ কুতুব বলেছেন: ইংরেজি শামিম কে নিয়ে কি ভাবেন ? উহা কবে থেকে জাসদ করে ?
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪
ঢাবিয়ান বলেছেন: বিড়াট ধড়িবাজ। শামীম হল ছাত্রলীগের ক্যন্ডিডেট
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪
বিজন রয় বলেছেন: আপনার কি আতে ঘা লেগেছে?
সবার মতামত প্রকাশের অধিকার আছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৭
ঢাবিয়ান বলেছেন: ঢাবিতে ছাত্রলীগের পক্ষে বক্তব্য দিলে কার সবচেয়ে সুবিধা হয়? নিজের পায়ে কেউ ইচ্ছে করে কুড়াল মারে বলেন? আব্দুল কাদের মুলত ছাত্র শিবিরের হয়ে কাজ করছে। ডাকসুতে ছাত্র শিবিরের ভিপি দেখতে চাই না।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৯
বিজন রয় বলেছেন: শিবিরের ভিপি হলে সমস্যা কোথায়?
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৬
ঢাবিয়ান বলেছেন: কোটা সংস্কার আন্দোলনের নেতা ভিপি নুরুল হক নুরুর পর ঢাবির ভিপি পদে স্বাভাবিকভাবেই সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী নেতাদের দেখতে চায়। কিন্তু আব্দুল কাদরের কথা বার্তাতে মনে হয় না সে জিততে চায়!!
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯
সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন ।