| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি যুক্তরাস্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে কিছু আওয়ামিলীগের গুন্ডাপান্ডারা এনসিপির আখতার হোসেন কে উদ্দেশ্য করে নোংরা ভাষায় গালাগাল করে এবং তার পিঠে ডিম ছুড়ে মারে। তাসনিম জারা একজন মহিলা হওয়া সত্ত্বেও রেহাই পায়নি এদের নোঙরা আক্রমন থেকে। অকথ্য নোঙ্গরা ভাষায় তাকে গালি দেয়া হয়। তবে তারপরেও মেজাজ বা ধৈর্য হারাননি আখতার বা জারা। খুব স্বান্তভাবে হেটে চলে গিয়েছেন তাদের গন্তব্যে। পরবর্তীতে আখতার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জ্বালাময়ী ভাষন নিয়ে। এবং তাসনিম তার প্রতিক্রিয়ায় জানিয়েছে '' গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া। ''
গতকাল এক আওয়ামিলীগ সমর্থক বিএনপি ও জামাতপন্থী কর্মীদের হাতে নাজেহাল হবার পর , সেই ভদ্রলোকের স্ত্রীর অকথ্য ভাষার গালাগাল ভাইরাল হয়েছে সোসাল্মিডিয়ায় । অথচ মহিলা পুলিশে অভিযোগ করতে পারতো। আমেরিকায় আইনের শাষন আছে। ভিডিওটা দেখার সময় মনে হল এই ব্লগে লেখালেখি করতে গিয়ে প্রায়সই আমিও এই জাতীয় কিছু গালিবাজের নোংরা আক্রমনের শিকার হই। তাদের উদ্দেশ্যে আমিও জারার মতই বলতে চাই '' গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া ''।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৪
ঢাবিয়ান বলেছেন: রাজনৈ্তিক দলের নেতা কর্মীরা যা শুরু করেছে আমেরিকায় , বাংলাদেশীদের ভিসা প্রসেসিং অনেক কঠিন হয়ে যাবে সামনে। রাজনৈ্তিক দলের আন্তর্জাতিক শাখা নিশিদ্ধ ঘোষনা করা উচিত।
২|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯
নতুন বলেছেন: দেশের বাইরে রাজনিতিক দলের কি দরকার আমি বুঝিনা। কি কাজ করে এরা?
কিছু ব্যবসায়ী আছে যাদের টাকা আছে এখন কোন দলের অফিস বানিয়ে পদ নিয়ে বিভিন্ন অনুস্ঠানে মন্চে বসার জন্যই এমনটা করে থাকে।
আমি একবার এমন এক অনুস্ঠানে আমন্ত্রন পেয়ে গিয়েছিলাম, দেখলাম আসল উদ্দেশ্য হইলো যারা উদ্দোগতা তাদের প্রচারনার জন্য বিভিন্ন টিভির রিপোটার এসেছে, আর বেশির ভাগই কোট টাই পরে ক্যামেরার সামনে দাড়ানোর জন্র লাইন দিয়ে দাড়িয়ে আছে।
অবশ্য দেশী খাবার, লাইভ জিলাপি, সিঙ্গারা, দেশী স্টাইলে গরুর মাংস, পোলাও, ভাত, টিকিয়া এই গুলি খুব উপভোগ করেছিলাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১১
ঢাবিয়ান বলেছেন: কিছু প্রবাসী ব্যবসায়ী আছে যারা মানব পাচার, হুন্ডিসহ নানবিধ অপরাধের সাথে জড়িত। এরাই মুলত বিভিন্ন রাজনৈ্তিক দলের সাথে যুক্ত হয়। রাজনৈ্তিক দলগুলো এদের জন্য ঢাল হিসাবে ব্যবহ্রত হয়। এদের কাছ থেকে বিপুল অংকের চাঁদা পায় দলগুলো। সব দেশেই এই ব্যবসায়ীরা আছে। কেবল মন্চে বসাটাই এদের প্রধান উদ্দেশ্য নয়।
৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখাটা ভালো হয়েছে । আরো ভালো করেছেন যে তাসনিম জারার এডুকেশনাল কোয়ালিটি মেনশন করে ফুটেজ না খেয়ে । তাসনিম জারার মতো এডুকেশনাল কোয়ালিটি আওয়ামি লিগের ভুরি ভুরি নেতার ছিলো। বেশি দুরে গেলাম না দিপু মনি এডুকেশনাল কোয়ালিটি তাসনিম জারার মতোই । কিনতু তাকে আমরা হেইট করি কারন তিনি যেই ministry তে গেছেন সেটারই বারোটা বাজিয়েছেন । আসলে রেসপনসিবিলিট নেওয়ার পর মানুষের আসল রুপ বের হয়ে আসে ।
আপনাদের ঢাবির আইবিএর মেধাবি তরুন আশিক কিনতু ভালো করেনি ; তেমন বিনিয়োগ আসে নি । কারণ ইলেকটেড সরকার না হলে বিনিয়োগ আসবে না । ইউনুস সাহেব এটা ভালোভাবে বুঝতে পেরেই ইলেকশন দিয়ে সরে যেতে চান । তবে আশিক মিয়া খারাপ করেছেন এই কথা বলার কারন হলো: গতবছর বিডার একটা সারকুলার হয়েছিলো যেটায় পদ ছিলো চারটি । এখনো এক্সাম হলো না । আশিক সাহেব কিছু পারুক আর না পারুক এই চার পদের fast নিয়োগ দিয়ে কাজ করার সুযোগ ছিলো । তিনি সেটা এখনো করতে পারেন নি । তাহলে বলতে পারতেন আমি চারটি পরিবারের মুখে হাসি ফুটিয়েছি । ছোটো ছোটো বিষয় নিয়ে কাজ করার সুযোগ সবার থাকে । নিজের ডিপারটমেনটের নিয়োগ তিনি দিতেই পারতেন ।
।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬
ঢাবিয়ান বলেছেন: রেসপনসিবিলিট নেওয়ার পর মানুষের আসল রুপ বের হয়ে আসে ।
কথাটার সাথে একমত। তবে এখন পর্যন্ত এনসিপি দেশে ইতিবাচক পরিবর্তন আনার জন্য যা যা করছে তাতে , তা অত্যন্ত প্রসংসনীয়। বৈষম্যবিরোধি আন্দলনে অবদানের কথা নাহয় বাদই দিলাম। আশিক চৌধুরির ৮ মাসের আমলনামা প্রকাশ করেছেন। গুগল সার্চ দিলেই দেখতে পারবেন তিনি কি করেছেন।
৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
"জারা তাসনিমের" মতো একজন তরুণীর সাথে সংগঠিত ঘটনা গালিগালাজ অত্যন্ত নিন্দনীয়, অভদ্রতা, শিষ্টাচার বহির্ভূত। সেই সাথে এনসিপির বিরুদ্ধে বলায় হাসনাতদ্বয় সুশীল নারীদের উদ্দেশ্য করে "ইন্টেলেকচুয়াল বেশ্যা" বলা ও অশোভন, নিম্ন রুচির। নিজে আক্রান্ত হয়ে ভিকটিম প্লে করার কোন কারন দেখছি না এখানে!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০
ঢাবিয়ান বলেছেন: হাসনাতের শিষ্টাচার অতিক্রম করা ঠিক হয়নি। তবে এটাও ঠিক যে, এই দেশের তথাকথিত ভন্ড নারীবাদিদের একটা টু শব্দ উচ্চারন করতে দেখা যায়নি , তানিম জারা আক্রান্ত হবার পর!!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৮
ঢাবিয়ান বলেছেন: আপনাকে সম্প্রতি দেখছি ব্লগে। তবে জেনারেশন ৭১ এর সাথে কথোপকথনে মনে হয় যে আপনি পুরাতন কোন ব্লগার। আপনি কে জানিনা। তবে একজন ব্লগারকে এই ব্লগের সবাই অত্যন্ত ভালবাসত তার সুলিখিত রম্যের জন্য । আপনি যদি সেই ব্লগার হয়ে থাকেন তবে বলব আপনার বর্তমান রুপ আমাদের একেবারেই অজানা ছিল!!
৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৪
নিমো বলেছেন: ফজলুরের বাসার টিনের চালে কাউয়া বসার সময় আপনি কোতায় বসে চিলেন? গালির নামে বাক সন্ত্রাস, মব সন্ত্রাস, ডিম সন্ত্রাসের শুরুটা কারা করেছে?
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪
ঢাবিয়ান বলেছেন: কে কার বাসার চালে গিয়ে গিয়ে কি করেছে , তা জানার আগ্রহ আমার নাই। তারা যদি গালি গালাজ করে থাকে তাহলে তারাও ভাল কাজ করে নাই। তবে ব্লগার শেরজা তপনকে আপনি যে ভাষায় আক্রমন করেছেন, এরপর আপনার সাথে কুতর্ক করার ইচ্ছে আর একেবারেই নাই।
৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৯
নিমো বলেছেন: আমাকে নিয়ে তালিকা দেয়ার সময় ও ইচ্ছেতো ঠিকই আছে। বাকি বিষয়ে কিছু বললাম না। পাঁকে জন্মানো সব কিছুই পঙ্কজ হয় না
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
ঢাবিয়ান বলেছেন: এই তালিকা শব্দটাও আমার বিরুদ্ধে আপনাদের একটা জঘন্য নোংরা প্রপাগান্ডা । লিখেনতো সবাই ছদ্মনামে। বরং ব্লগার জুলভার্ন ও গিয়াস লিটন ভাই সহ আরো বেশ কিছু জাতীয়তাবাদী ব্লগার স্বনামে আপনাদের রক্তচক্ষু এড়িয়ে এই ব্লগে ব্লগিং করে গেছে।
৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্লগে আপনাকে গালি দেয়? আপনার লেখার বিষয়, ভাবনা, ধারণা, ইত্যাদি গার্বেজ; ভালো ব্লগ হলে আপনার লেখা ছাপানো হতো না।
জাতিসংঘের কনভেশশনে যায় রাষ্ট্র প্রধানেরা ও দেশের ডিপ্লোমেটরা; ইউনুস কি কারণে আমেরিকান ক্যু'এর জল্লাদদের সাথে নিয়েছে? আপনার ব্লগিংগুলো গার্বেজ ছাড়া কিছুই নয়।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
ঢাবিয়ান বলেছেন: এতদিন জাতিসংঘের এইসব প্রোগ্রামে আলী বাবা ৪০ ডাকাতের দলবল যেত , এই প্রথমবারের মত ভদ্রলোকেরা গেছে। স্বভাবিকভাবেই আপনার খারাপ লাগারই কথা !!
৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: তথাকথিত ভন্ড নারীবাদিদের একটা টু শব্দ উচ্চারন করতে দেখা যায়নি , তানিম জারা আক্রান্ত হবার পর!! কথিত ম্যাগি হাতার ব্লাউজ, কপালে বড় লাল টিপ পড়া নারীবাদীদের "রানী মাকে" জামাতের সমর্থনে এনসিপিগন দিল্লিতে পাঠিয়েছে। তাই তারা মুখে কুলুপ দিয়েছে।
মনে হয় যে আপনি পুরাতন কোন ব্লগার। আপনি কে জানিনা। না আমি কোন বিখ্যাত ব্লগারের মাল্টি না, "বিয়ার খাইয়া কুল পাই না আবার মাল্টি খুলমু"
এই আইডির বয়স অনেক! কিন্তু সামুতে অন এন্ড অফ মাঝেমাঝেই আসতাম। ব্যাক্তিগত কারনে কিছু অলস সময় পাওয়ায়; এখন নিয়মিত ব্লগিং করা হয়।
তবে ব্লগার শেরজা তপনকে আপনি যে ভাষায় আক্রমন করেছেন, ইহা আওয়ামী সাহিত্যিক দের ভাষা। গালাগালি, শ্লীলতাহানি, ব্যাক্তি আক্রমন, ছাগল, চামার এই সাহিত্যর অংশ। জারাকে তাঁদের সহোদরাই "মাগি" বলেছে। আকবর আলী খাঁনের বই পড়লে মারিয়ানা টেঞ্চের মতো গভীর অনুরুপ এমন সাহিত্য রচনা করতে পারবেন। আমি আপনি মগজহীন তাই এই সাহিত্য বুঝা সম্ভব না।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০৫
ঢাবিয়ান বলেছেন: ইহা আওয়ামী সাহিত্যিক দের ভাষা। গালাগালি, শ্লীলতাহানি, ব্যাক্তি আক্রমন, ছাগল, চামার এই সাহিত্যর অংশ।
দারুন বলেছেন । রাজাকারের বাচ্চা হচ্ছে এই সাহিত্যিকদের কমন গালি। মজার ব্যপার যে নিউইয়র্কে জামাতের নায়েবে আমীর এই গালি না খেয়ে , খেল আখতার ও জারা
ইদানিং আরেকটা গালি দেখতে পাচ্ছি '' আমেরিকান ক্যু'এর জল্লাদ''। ![]()
৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
শিবিরেরা রগ কাটে ও রাজাকার হয়; তাদের মাঝে আপনি একটু বেশী চালাক, রাজার নীতি নিয়ে গার্বেজ লেখেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৭
ঢাবিয়ান বলেছেন: এই ব্লগে সবাই গার্বেজ লিখে আপনি ছাড়া। এত উচ্চমানের আপনার পোস্ট ও কমেন্ট যে, বারবার জেনারেল পদে প্রমোশন দেয়া হয় আপনাকে!!
১০|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
জেনারেশন বাকশাল: আপনি ডিম নিয়ে ইউএন অফিসের সামনে যান। আওয়ামীলীগ ঘন্টা প্রতি $২০ করে দিচ্ছে; ডিম জামাতের সেক্রেটারি মাথায় পড়লে $১০০ বোনাস+দুপুরে লাঞ্চ ফ্রি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৩
ঢাবিয়ান বলেছেন: ভাল একটা পার্ট টাইম কাজের অফার দিলেন তবে একটু রিস্কি । বিএনপি ও জামাতের নেতা কর্মীরা এখন খুব hype এ আছে নিউইয়র্কে। উপড়ের ভিডিওতে দেখেন আওয়ামি সমর্থকের অবস্থা। এর মধ্যে আবার খবর এল যে , একজন লীগ কর্মীকে নাকি এক বিএনপি / জামাতের কর্মী এক থাপ্পরে দুই দাত ফেলে দিয়ে হাস্পাতালে পাঠিয়েছে।
১১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০০
গোবিন্দলগোবেচারা বলেছেন: @ কলিমুদ্দিন দফাদার - গোলু রাজাকার কে একাত্তরে পোলাপান ডিম থেরাপি দিয়েছিল। তারপর থেকে উনি ডিম থেকে ১০০ হাত দূরে থাকেন। ডিম দেখলেই ওনার পাছা ফুলে ওঠে, ব্যথা করতে থাকে। তবে ডিমের বদলে গার্বেজ ছুঁড়ে কিছু কামাইতে পারলে ওনার জন্য মন্দ হয় না।
১২|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৩
জেনারেশন একাত্তর বলেছেন:
@দফাদার,
জাতি সংঘের অধিবেশনের সময়, প্রায় সব দেশের লোকজন প্রতিবাদ করতে যায়; ইহা নতুন নয়; কিছু ইডিয়ট শিবির ইহা ১ম বার দেখেছে; কারণ, ইউনুস ১ম বার শিবির নিয়ে গেছে। শিবির সাথে নেয়ায়, ইডিয়ট ইউনুস ভিআইপি প্রটেকশান পায়নি কেনেডিতে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৭
ঢাবিয়ান বলেছেন: এত বছর বিদেশে থেকেও এই স্বল্প জ্ঞান আপনার!! ডক্টর ইউনুস ও উনার সরকারের সবাই ডিপ্লম্যট পাস্পোর্ট থাকায় এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে বের হয়েছে। রাজণীতিবিদেরা সাধারন টুরিস্ট ভিসায় যাওয়ায় নরমাল যাত্রীদের সাথে বের হয়েছে।
১৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৯
নিমো বলেছেন: @দফা মিয়া, আপনারাতো মধু দিয়ে মন্তব্য করেন। স্ক্রিনশট দিয়ে আর লজ্জা দিলাম না, কারণ ওটা আপনাদের নাই।
১৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৪
নিমো বলেছেন: @ ঢাবিয়ান, তালিকাতো আপনি করেছিলেন। মিথ্যা বললে হবে। ছদ্মনাম টা কী? আমার নামই নিমো। রহিমুদ্দি রফাদার হলে কি সঠিক হত? বাপরে!জুলভার্ণ এত ভীতু এটাতো জানতাম না। আর গিয়াস সাহেবের সাথেতো আমার কথাই হয় নি। চাপাবাজি থামান। নইলে রাতে ব্যাথায় ঘুমাতো পারবেন না।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৮
ঢাবিয়ান বলেছেন: চালায়া যাইতে থাকেন আপনাদের প্রপাগান্ডা !!!
১৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৯
রোবোট বলেছেন: প্যারিসের পীর পিনাকী, নিউ্ইরকের পীর ইলি্যাস, আর ঢাকার পীর ওসমান হাদী গালিগালাজ করলে অবশ্য সমস্যা নাই।
১৬|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৪
ধীবধির বলেছেন: কথা সত্য, ছোটকালে পড়েছিলাম, মানির মান নাকি জুতো মারলেও যায়না।
১৭|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪০
আরইউ বলেছেন:
খুব ভালোবিষয় নিয়ে লিখেছেন!
ব্লগে আপনাকে যারা রাজাকারের সন্তান বলে, যারা আপনাকে মানুষ হত্যাকারী-নারী ধর্ষণকারীদের সন্তান বলে, তারা সঠিক হলেও অন্যভাবে বলতে পারতো, ভদ্র ভাষায় বলতে পারতো। আপনাকে এভাবে গালি দিয়ে রাজাকারের বাচ্চা, হত্যাকারী-নারী ধর্ষণকারীর সন্তান বলাটা একদম ভদ্রলোকের কাজ হচ্ছেনা।
১৮|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:১২
মাথা পাগলা বলেছেন: আপনারা মুক্তিযোদ্ধাকে ছোট করে দেখার প্রয়াস চালাবেন। ৭১ এ ৩ হাজার মানুষ মরেছে প্রমান করতে চাইবেন, ৭১ থেকে জুলাই বড়, ভারতের সাথে এখন যুদ্ধ করে প্রমান করতে চাইবেন ৭১ ভুয়া ছিলো। তাহলে রাজাকার বললে খেপেন কেন?
ভারতের বিরুদ্ধে ৫০ লাখ যুবক যুদ্ধ করবে: আবদুল্লাহ মোহাম্মদ তাহের
ভারতের উচিত বাংলাদেশরে সমস্ত সীমান্ত বন্ধ করে ভাতে মারা। বর্তমান বাঙালীরা কাপুরুষ নাহলে এসব পাকি কাংগালদের শাউয়া ভাইঙ্গা দিত। আর কিছু সুশীল আইসা বলবে লীগ এদের এই সুযোগ করে দিয়েছে কিন্তু ভুলেও এগুলোর কোন সমালোচনা করবে না।
নীলার সাথে এনসিপি যে আকাম করসে, এনসিপি নীলার ঘটনা ঠিক করে হ্যান্ডেল করতে পারে নাই। এখন নিজেরা সেইম ট্রিটমেণ্ট পাইলে কান্নাকাটি করছে কেন? যদিও সেইম ট্রিটিমেন্ট থেকে অনেক দূরে। স্বয়ং আম্রিকা প্রেসিডেণ্টের উপর ডিম-বোতল-বই ছোড়া, মাদা-ফাকা গালি দেবার ঘটনা আছে। গালি দেয়া খারাপ না তবে গালির সাথে হেনস্থা করা খারাপ। আঘাত করা খারাপ। নীলার যা হয়েছে সেটা জঘন্য। এনসিপির মতো এমন ট্রাস সংগঠন বাংলাদেশে বিরল।
আচ্ছা এসব গ্যাঞ্জামে ইউনুস যে এসব ছানাপোনাদের ছেড়ে একলা সেফ সাইডে পালিয়ে গিয়েছে, এই বেইমানকে আপনারা কিছু বলছেন না কেন?
আর আম্রিকায় আখতারকে ডিম মারার ঘটনায় বাংলাদেশে বয়স্ক একজন মানুষের নামে মামলা দিয়ে গ্রেপ্তারের লজিক কি?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০১
ঢাবিয়ান বলেছেন: এই যে আবার শুরু রাজাকার ট্যগিং এর খেলা। আর কবে শিক্ষা হবে আপনাদের ? তরুনদের পালস কবে বুঝতে পারবেন আপনারা ? গনহারে রাজাকার , রাজাকারের বাচ্চা ট্যগিং এর জবাব কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২০২৪ এর ১৬ ই জুলাই দেয়নি ? মানুষ বছরের পর বছর দেখেছে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার ট্যগিং এর ভাঙ্গা রেকর্ড বাজিয়ে আওয়ামিলীগের পিলখানা , শাপলা, জুলাই গনহত্যা, রাস্ট্রীয় গুম, খুন, ছাত্রলীগের ক্যম্পাসগুলোতে তান্ডব, সীমাহীন দুর্নীতি , অর্থ পাচার । যারা ভুক্তভুগী তাদের কেমন লাগতো এই দানবীয় নারকীয় ভন্ডামি, ভেবে দেখেছেন কোণদিন ? শহড়ের এলিট ক্লাসের কলেজে পড়ুয়া ছেলেটা কেন মৃত্যূভয় জয় করে রাস্তায় আওয়ামিলীগের বিরুদ্ধে দাড়িয়ে গেল ? আমার খুব অবাক লাগে যে চোখের সামনে সব দেখা স্বত্তেও আপনারা কিভাবে এখনও এই কুৎসিত ভন্ডামী জারী রাখতে পারেন? তবে আপনাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে দানবীয় ব্যবসার দিন শেষ। আর কোনদিন ফিরবে না। জেন জি থামিয়েছে , জেন আলফা চরম প্রতিরোধ গড়ে তুলবে সামনের বছরগুলোতে।
১৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেখ হাসিনাকে নিয়ে এই ব্লগেও নোংরামি হয়। নরেন্দ্র মোদী যেখানে তাকে বোন সম্বোধন করে সেখানে তার সাথে জড়িয়ে এমন সব কথা বলা হয় যে শেখ হাসিনা একজন রাজনীতিবিদ ছাড়াও যে বৃদ্ধ মহিলা সে জ্ঞানটাও অনেকে রাখে না। গণভবন থেকে তার অন্তর্বাস নিয়ে নাচানাচি নিয়ে হৈচৈ তো আপনার অজানা নয়। ধানমন্ডিতে আওয়ামী লীগের নেত্রীকে নাজেহাল করার ঘটনাও কিন্তু পুরোনো হয়ে যায়নি। এসব ঘটনা যখন ঘটে তখন অনেকে চুপ হয়ে যায়, যখন নিজেদের পক্ষের কারও সাথে ঘটলে কান্নাকাটি শুরু হয়। অথচ নারীর সম্মান ইস্যুতে সবারই নিরপেক্ষভাবে সোচ্চার থাকা উচিত।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০২
ঢাবিয়ান বলেছেন: জাতিগতভাবেই বাংলাদেশিরা নারীদের সম্মান করতে শিখে নাই। একজন ফ্যসিস্ট শেখ হাসিনার দানবীয় রাজণীতির সমালোচনা করার পুর্ন অধিকার সবার রয়েছে। কিন্তু একজন বৃদ্ধা শেখ হাসিনাকে নিয়ে যে ধরনের নোঙরা কার্টূন, ভিডিও ও অশ্রাব্য গালি গালাজ ব্যবহ্রত হয় তা কোন অবস্থাতেই কাম্য নয়। বাংলাদেশে দরকার সাইবার সংক্রান্ত মন্ত্রনালয় খোলা। কিছু রুলস , রেগুলেশন চাপানোর প্রয়োজন। জাতিগতভাবে একটি দেশ কখনই উন্নতি করতে পারবে না, যদি নারীদের সেই সমাজে সম্মান ও স্বাধীনতা না থাকে।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬
নতুন বলেছেন: দেশের বাইরে এমন কামড়াকামড়ি দেশের ইমেজ নস্ট করে।