নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢা কা র কু তু ব

হও সাবধান, আমরা আগুয়ান

ঢাকার কুতুব

যত মত তত পথও, ঢাকার কুতুব থতমত!

ঢাকার কুতুব › বিস্তারিত পোস্টঃ

লালমাটিয়া নামকরণ এক জ্বিনের কারণে !

১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:২৬



ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকাটা কারো অচেনা নয়। লালমাটিয়া অনেক কারণেই বেশ খ্যাত। যার মধ্যে অন্যতম লালমাটিয়া মহিলা কলেজ। কলেজটি থাকার কারণে সারাদিনই লালমাটিয়ার রাস্তাগুলিতে পরীদের চলাফেরা থাকে। আর পরীদের ডানার বাতাস লাগানোর জন্য আমাদের মতো অধমদেরও আনাগোনা থাকে। পরীদের কারণে ঘুরি বলে আমরা কিন্তু আবার জ্বিন নই। তবে লালমাটিয়া এলাকাটির নামকরণই যে এক জ্বিনের কারণে তা হয়তো অনেকেরই অজানা। এখনো লালমাটিয়া কলেজে জ্বিন-পরীদের আনাগোনা কলেজ হোস্টেলের অনেক ছাত্রীরই জানা। তবে ইতিহাসটা জানা নাও থাকতে পারে।



লালমাটিয়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। কলেজ হবার আগে এলাকাটি বেশ জঙ্গলে ভরা ছিল। আর যেখানেই জঙ্গল সেখানেই জ্বিন-ভূতের জন্য মঙ্গল। ঐ এলাকাটিতেও একদল দুষ্টু জ্বিন বসত করতো। জ্বিনগুলোর নেতার নাম ছিল লাল। প্রসঙ্গক্রমে একটা কথা বলে নেয়া দরকার, জ্বিনদের মধ্যে ভাল ও মন্দ দুই প্রকারই আছে। যশোর-নড়াইল এলাকায় যাদের বাড়ি তারা হয়তো জানবেন দুষ্টু জ্বিনদের যশোরের ভাষায় ‌মাইটে জ্বেন বলা হয়, ঢাকাইয়া ভাষায় যার নাম মাটিয়া জ্বিন। দুষ্টু জ্বিনদের এই নামকরণ সমন্ধে জ্বিন জাতিও অবগত এবং তারা সেটা বেশ সানন্দেই গ্রহণ করেছে।



কলেজের নির্মান কাজ করার জন্য যখন জ্বিনদের বিচরণভূমি সাফ হতে লাগলো তখন জ্বিনেরা প্রতিবাদ জানায়। কলেজ তৈরির প্রধান প্রকৌশলিকে লাল নামক মাটিয়া জ্বিন স্বপ্নে হুঁশিয়ার করে দেয়। তারপরও যখন কাজ থেমে থাকলো না, তখন তখন জ্বিনেরা বেশ বেপরোয়া হয়ে ওঠে। অজ্ঞাত ঘাতকের আক্রমনে নির্মাণ শ্রমিকদের অনেকের মৃত্যুর ইতিহাস লালমাটিয়া এলাকার প্রবীণদের অনেকেরই জানা।



অবশেষে কলেজ কর্তৃপক্ষ ও জ্বিনদের মধ্যে এক ওঝার মাধ্যমে একটি চুক্তি হয় এই মর্মে যে জ্বিনেরা তাদের আবাসস্থল ছেড়ে অন্যত্র আস্তানা তৈরি করবে। বিনিময়ে কলেজের নামকরণ করতে হবে জ্বিনদের দলনেতার নামে। জ্বিনদের দলনেতা মাটিয়া জ্বিন লালের নামে তখন কলেজের নামকরণ করা হয় লালমাটিয়া মহিলা কলেজ। পরবর্তীতে কলেজের নামেই পুরো এলাকাটি লালমাটিয়া নামে পরিচিতি পায়।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৬

নিক টা আমার বলেছেন: লোকমুখে প্রচলিত এইসব গল্প মাঝে বিশ্বাস হয় আবার হয় না।

তবে জ্বীন জাতির অস্তিত্ব ব্যাপারে কোন ডাউট নাই মনে।

বাই দা ওয়ে,
জ্বীনেরও যে বাংলা নাম থাকে তা আজ প্রথম জানলাম।

জ্বীনটার নাম লাল ছিল বলেই কি কঙ্কালটাও লাল??

২| ১৪ ই মার্চ, ২০১২ রাত ১১:১৫

রবিনহুড বলেছেন: লালমাটিয়া এলাকাতে লাল মাটির আধিক্য বেশী দেখা যায়।

বলতে গেলে পুরো লালমাটিয়া এলাকার মাটির রং লাল, হয়তো এই করন থেকেই লালমাটিয়া নাম করন হয়েছে।

৩| ১৫ ই মার্চ, ২০১২ ভোর ৬:৪৮

রাইসুল জুহালা বলেছেন: তাজ্জব কাহিনী! আপনি কি সিরিয়াস নাকি? এরকম কাহিনী আমি আজ প্রথম শুনলাম।

৪| ১৫ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৮

পাদুকা বলেছেন:


ঢাকার কুতুব,

জ্বিন লইয়া ভালই গবেষণা করি ফেলিচেন দেকতেছি!

আমার সন্দেহ হৈতেচে আপনিও মাটিয়া জ্বিনের বংশধর কী না!

ডর লাগতেচে ভাই, জ্বিন বংশের হৈয়া থাকলে আদমী হৈয়া কমেন্টাইতে আইসা আমার বংশ নিপাত কর্তে আমি রাজি নই।



:P :P :P

৫| ১৫ ই মার্চ, ২০১২ সকাল ১১:২৯

রুদ্রপ্রতাপ বলেছেন: =p~

৬| ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ১:১৭

রাখালছেলে বলেছেন: আমনে কোন বংশের নোক। মাটিয়া না তো আবার ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.