![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকদিন ধরে দেশে গ্র্যাজুয়েট প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে এক ধরণের দ্বন্দ্ব খবরে আসছে। এ দ্বন্দ্ব অবশ্য নতুন নয়, অনেকদিন ধরেই চলছে। ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি তারা প্রকৌশলী, চাকুরীতে গ্র্যাজুয়েট প্রকৌশলীরা যেমন মর্যাদা বা সুবিধাদি পাচ্ছেন সেই তুলনায় উপযুক্ত মর্যাদা বা প্রাপ্য সুবিধাদি পাচ্ছেন না, অপর পক্ষে গ্র্যাজুয়েট প্রকৌশলীদের মতে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রকত অর্থে প্রকৌশলী নন। প্রকৌশলী হতে হলে ৪ বছরের ইজ্ঞিনিয়ারিং কোর্স করে আসতে হবে।
এক ভারতীয় রাজনীতিবিদ বলেছিল, "What Bengal thinks today, the rest of India thinks tomorrow!" আমরা সেই নিয়ে গর্বে আটখানা হয়ে আছি। ভাবখানা, India না বলে rest of the world কেন বলল না! অন্যদের ভাল কিছু দেখলে তা নেয়ার মানসিকতা থাকলে এখনো সময় আছে অনেক সংকট এড়ানো সম্ভব।
আমাদের দেশে graduate engineer & diploma engineer যাদের বলি, আমেরিকায় তাদের বলে Engineer & Technician. আমেরিকায় হাই ইস্কুল শেষ হয় ১২ গ্রেড করে, অর্থাৎ আমাদের এইচ্এসসির সমান। তার পর ৪ বছরের ইজ্ঞিনিয়ারিং পড়ে একজন ইজ্ঞিনিয়ার হন, আর ২ বছরের টেকনিক্যাল কোর্স করে টেননিশিয়ান হন। প্রকৌশলীরা যেমন অভিজ্ঞতা এবং দক্ষতা সাপেক্ষে উপরের লেভেলে উঠেন, তেমনি টেকনিশিয়ানরাও অভিজ্ঞতা এবং দক্ষতা সাপেক্ষে উপরের লেভেলে উঠেন, বেতন বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে, তবে টেকনিশিয়ানই থাকেন। টেকনিশিয়ান লেভেল ১, টেকনিশিয়ান লেভেল ২ বা টেকনিশিয়ান লেভেল ৩, ইত্যাদি। কমলা এবং আপেল এক না, কমলা ভাল হলেও কমলাই থাকবে, আপেল হবে না। আবার আপেলও যত ভালোই হোক আপেলই থাকবে।
একজন প্রকৌশলী সাধারণত একটা certain level এ উঠার পর সপ্তাহে ৪০ ঘন্টার উপরে কাজ করলেও আর overtime পান না, অপর পক্ষে টেননিশিয়ানরা তা পান। ওভারটাইম সাধারণত ঘন্টা হিসাবে মূল বেতনের দেড় গুণ হয়ে থাকে। অর্থাৎ একজন টেকনিশিয়ানের মূল বেতন ঘন্টায় ৩০ ডলার হলে ১ ঘন্টা ওভারটাইম করলে সে ঘন্টার জন্য ৪৫ ডলার পাবেন। ফলে যে সকল টেননিশিয়ান সাইটে কাজ দেখেন তাদের অনেকেই ওভারটাইম নিয়ে তাদের প্রকৌশলী বসের চেয়ে বেশি বেতন পান! এই বেতনের সাথেই সম্পর্কিত রিটায়ারমেন্ট বেনিফিট, যেমন পেনশন বা সোশাল সিকিউরিটি ভাতাও বাড়ে। একজন টেকনিশিয়ান কর্মজীবন শেষে যখন অবসরে যান ভদ্রভাবে বাঁচার জন্য যথেষ্ট ভাতা, সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ফলে তাদের মাঝে তেমন কোন ক্ষোভ, বিদ্বেষ, বা হতাশা দেখা যায়না, আমার চোখে অন্তত পড়েনি।
আমাদের দেশে আমরা দুই গ্রুপকে এক লাইনে চালিয়ে এ জট বাঁধিয়েছি, দুই গ্রুপকে আলাদা পথে চলতে দিলে, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে উপরের লেভেলে উঠার সুযোগ উভয়েরই থাকলে, আজকের এ প্রতিদ্বন্দ্বিতা বা দ্বন্দ্বের সৃষ্টি হয়তো হতো না!
আমি যথাসাধ্য নিরপেক্ষ ভাবে বিষয়টাকে তুলে ধরতে চেষ্টা করেছি। আমিও একটা গ্রুপের অন্তর্ভুক্ত, তাই সম্পূর্ণ নিরপেক্ষ হতে পেরেছি কিনা জানিনা। স্থায়ী সমাধানের একটা পথ খুঁজে পেতে সহায়ক হবে এই আশা করছি।
২৮ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৪৭
ঢাকার লোক বলেছেন: নির্বাচিত বা অনির্বাচিত, কোনো সরকারের উপরই চাপ প্রয়োগ করে দাবি আদায় করা বাঞ্চনীয় নয় মোটেও .আমি মনে করি যে কোনো সঙ্গত দাবি আদায়ে ন্যায়ের ভিত্তিতে আলোচনাই হওয়া উচিত সর্বোৎকৃষ্ট পথ, ধন্যবাদ .
২| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১০
খায়রুল আহসান বলেছেন: ভালো বলেছেন। ++
এসব গ্যাঞ্জাম কেন বিশ্বের অন্যান্য দেশে হয় না, শুধু আমাদের দেশেই হয়, সেটা নিয়েও ভাবা উচিত এবং ন্যায়বিচার মোতাবেক সমস্যার সমাধান হওয়া উচিত।
এসব সমস্যার শুরুতেই যথা দ্রুত সম্ভব, একটা সুষ্ঠু সমাধান খুঁজে বের করা উচিত। মোটেই বল প্রয়োগ করা উচিত নয়। তা না হলে সমস্যা সমাধানের বাইরে চলে যেতে পারে এবং হাজারও সমস্যায় নিমজ্জিত এ সরকারের পিঠ অতিরিক্ত একটা খড়কুটোর ওজনেই ভেঙে যেতে পারে।
২৮ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:২৭
ঢাকার লোক বলেছেন: যে কোনো মতবিরোধের স্থায়ী এবং টেকসই সমাপ্তির জন্য অবশ্যই প্রয়োজন ন্যায়ের ভিত্তিতে সমাধান. সরকার উভয় পক্ষের বক্তব্য আমলে নিয়ে ন্যায়সঙ্গত উপায় ইমপ্লিমেন্ট করলে কোনো চাপ বা আন্দোলনের দরকার হবে না . সব দেশেই প্রকৌশলী এবং টেকনিসিয়ান/ বা সহকারী আছে ,অন্যান্য দেশে কেন এ সমস্যা নেই , বা কিভাবে তারা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে কাজ করছে জেনে সেই মত ব্যবস্থা নেয়া যেতে পারে. যে কোনো সঙ্গত দাবি আদায়ে আলোচনাই হওয়া উচিত সর্বোৎকৃষ্ট পথ,
আপনার লাইক এবং সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ .
৩| ২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। তাদের কে এত চাপ দেয়া উচিত না। সবাই সুযোগ সন্ধানী।
ইউনুস গং হলো শুধু মাত্র জামাতের।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। তাদের কে এত চাপ দেয়া উচিত না। সবাই সুযোগ সন্ধানী।