নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের কথা কহিতে ব্যাকুল

অপর দশজন বাঙালীর মত আমিও একজন

ঢাকাইয়া০০৭

অতি সাধারণ বাঙালী ক্যারেক্টার

ঢাকাইয়া০০৭ › বিস্তারিত পোস্টঃ

হ্যাকিং

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

শিক্ষক ছাত্রদের পড়া ধরছেন, সবাই পড়া পারলেও রাকীব পড়া পারলো না।

তাই শিক্ষক রাকীবের হাতে বেত দিয়ে আঘাত করার জন্য হাত মেলে ধরতে বললেন।

রাকীব হাত মেলে ধরতেই শিক্ষক চেঁচিয়ে উঠে বললেন, এই হতচ্ছাড়া তোর হাতের তালুতে এগুলি কিসের দাগ গাঁজা ডলে খেয়েছিস নিশ্চয়ই।

রাকীব হতবুদ্ধি হয়ে বললোঃ জ্বী না স্যার......আমি না স্যার............আমার চাচাতো ভাই স্যার........................

না মানে আমার হাতটা হ্যাকড হয়ে গিয়েছিলো তো স্যার, তখন হ্যাকার যা খুশি তাই করেছে।



আমি যখন ঘুমিয়েছিলাম আমার চাচাতো ভাই তখন আমার হাতে গাঁজা ডলে খেয়েছে স্যার। বিশ্বাস না হলে ঐ আসরে আরো যারা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে দেখুন......... বমি বহমান শিয়াল-সহ অনেকেই সেখানে ছিল স্যার !!!!!!!!!!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

পিপাসুক বলেছেন: হাহাহা
আমি যখন ঘুমিয়েছিলাম আমার চাচাতো ভাই তখন আমার হাতে গাঁজা ডলে খেয়েছে স্যার। বিশ্বাস না হলে ঐ আসরে আরো যারা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে দেখুন......... বমি বহমান শিয়াল-সহ অনেকেই সেখানে ছিল স্যার !!!!!!!!!!!!

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

অজানাবন্ধু বলেছেন: ভাইজান কেমন যেন অন্যরকম একটা গন্ধ পাচ্ছি।
জয় বাংলা।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

জিললুর রহমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.