নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিক ইবাদাত হারামে আকবার ও শিরকে আকব ইবাদাত হারামে আকবার ও শিরকে আকবর

ধর্ম নিয়ে লিখিতে অনন্তর প্রচেষ্টা থেকে এই ব্লগ লিখা।

ধর্ম-কথক

আমি আরেকটি বার তোমার প্রেমে পড়তে চাই।

ধর্ম-কথক › বিস্তারিত পোস্টঃ

ফরিয়াদ (প্রার্থনা)।। মুলঃ হজরত শাহ মুহাম্মদ আলতাফুর রহামান আলাভী (রা)

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯



আপনে কু দেখতা হো মাই হো রাহা হো গাফেল

করদো মেরি ইয়ে হালত এখি ঝলক সে যায়েল


অর্থঃ আমি আমিত্বে বিলীন এবং কর্মসম্পাদনে অমনোযোগী হয়ে যাচ্ছি। হে আল্লহ! আমার এ অবস্থা এক কৃপা দৃষ্টিতে দূর করে দাও।



বখশো ইয়া না বখশো মুজকু করো জু করনা

আব ইস লিয়ে তু মাই হো আপনি খত্বাকে কায়েল


অর্থঃ ক্ষমা কর বা না কর, আমকে যা ইচ্ছে কর! এজন্যই তো আমি আমার সব দোষ স্বীকার করছি!



মিলনে কি আরজু হ্যায় শীরি যোবা সে মুজকু

আসু বাহাও হারদম জব তক না হো ইয়ে হাসিল


অর্থঃ মিষ্টি ভাষায় তোমার সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা পোষণ করি। এ আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত কাঁদতেই থাকবো।



লাখো হাজারো আশেক তুজসি লিয়ে হে কুরবা

তুজসা নেহি হ্যায় কুয়ী সব খুবিয়া মে কামিল


অর্থঃ অগণিত প্রেমিক তোমার জন্য উৎসর্গকৃত! তোমার মত কেউ নয়, তোমার সকল গুনাবলি পরিপূর্ণ!



শাহ ও গদা কু একহি কফন হ্যায় আখের

কেহতে হে সব ইয়ে দুনিয়া নামে খেয়ালে বাতিল


অর্থঃ মৃত্যুর পর বাদশাহ কিংবা ফকির সবাইকে এক রকম কাফন পড়তে হবে। দুনিয়ার এসব কিছুই বাতিল চিন্তার নাম।



জেতনি মাআসি হামসে সব কু মাআফি করদো

অয়ারনা মাই হো জাইঙ্গা লাখো সজাকে কাবেল


অর্থঃ আমার সকল পাপ ক্ষমা করে দাও। নতুবা আমি অগণিত শাস্তির উপযুক্ত হয়ে যাবো।



আসো বাহা কর আলতাফ আহ ওয়া ফগা কর আয়সা

ইয়া রব উঠা দে মেরা দিল সে হেজাব ও হায়েল


অর্থঃ হে আলতাফ! অশ্রু বিসর্জনের মাধ্যমে প্রার্থনা করতে থাকো। হে প্রতিপালক! আমার অন্তর থেকে পর্দা ও প্রতিবন্ধকতা দূর করে দাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.