নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত-শিবির রাজাকার, এই মহূর্তে বাংলা ছাড়..

দেশপ্রেম আপাতত ফেসবুকেই সীমাবদ্ধ আছে, আমরা বীর বাঙ্গালী বইলা কথা

হাছুইন্যা

অন্যায়ের প্রতিবাদে সোচ্চার... [email protected]

হাছুইন্যা › বিস্তারিত পোস্টঃ

আসুন জাতীয় নেতাদের সমালোচনার নামে গালিগালাজ-ব্যঙ্গ-কুৎসা রটনা করা পরিহার করি..

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

একজন শেখ মুজিব কিংবা একজন মেজর জিয়া দেশের জন্য কি করে গিয়েছেন সেটা এক পোস্টে বুঝানো সম্ভব না। আর আপনি যদি দলীয় চশমা চোখে দিয়ে ব্লগে লগইন করেন তো কখনই বুঝানো সম্ভব হবে না। শেখ মুজিব দেশের জন্য জীবন বাজি রাখার সময় চিন্তা করেনি যে আপনি আওয়ামীলীগের দালালী করার সময় উনাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, মেজর জিয়া তার সিনিয়র অফিসারকে খুন করার সময় এটা চিন্তা করেননি যে ৪২ বছর পর আপনি উনাকে ব্লগে বেচে দিবেন, উনাদের মাথায় তখন শুধু দেশের কথাই ছিল। আপনার আমার মত ব্লগীয় প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য উনারা জীবন বাজি রাখেন নাই। সুতরাং সীমিত জ্ঞান নিয়ে শেখ মুজিবকে ভারতের দালাল কিংবা মেজর জিয়াকে আএসআই এর দালাল বলার মত মূর্খতা করে নিজের দেশকে ছোট করবেন না। আমি নাম উল্লেথ করে ব্যক্তিগত শত্রুতা সৃষ্টি করতে চাই না, আমি বেশ কয়েকজনকে চিনি যারা যে কোন পোস্টে জিয়ার নাম দেখলে মূল নিক ও মাল্টি নিয়ে আজেবাজে কথা বলা শুরু করেন, জিয়া পাকিস্তানের চর ছিলো, আজীবন পাকিস্তান পন্থী ছিলো কোন প্রমান ছাড়াই এই কথা উনারা সব পোস্টে কপি-পেস্ট করেন। প্লিজ এই ছাগলামী বন্ধ করেন, নির্দিষ্ট করে আরো ২ জনকে চিনি যারা শেখ মুজিবকে গালি দিতে সিদ্ধহস্ত। উনারা কোন দেশের নাগরিক তা নিয়ে আমার কনফিউশন আছে। বাংলাদেশ না পাকিস্তান??



আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশ স্বাধীন না হলে আপনার আমার চেয়ে ওই দুজনের ক্ষতি হতো সবচেয়ে বেশি। শেখ মুজিবকে আজীবন জেলের ভিতরে কাটাতো হতো এমনি গোপনে মেরেও ফেলা হতো, আর মেজর জিয়াকে ফায়ারিং স্কোয়োডে গুলি করে মারা হতো। এরকম জীবনের ঝুকি নেওয়া ব্যক্তিদের আপনাদের কাছে দালাল মনে হয়?? পারবেন ব্লগ বাদ দিতে রাস্তায় নেমে দেশের জন্য এরকম ঝুকি নিতে?? পারবেন না আমি জানি।



সুতরাং আপনারা দয়া করে শোধরান, নাহলে আমরা আমজনতা আপনাদের সোজা করার সবগুলো পদ্ধতি জানি।

মন্তব্য ৬৭ টি রেটিং +৩২/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

মাইক-মজিদ বলেছেন: ব্লগে একপ্রজাতির হুলোমুখো ব্লগার আছে ! এরা জিয়া বড় না মুজিব বড় এই নিয়া তর্ক কইরা জিয়া মুজিবরে ডেইলি হত্যা করে , সে হত্যাকান্ডের বিচার হয় না ।


আপনি প্রফাইল পিকচার কালা বানাইছেন ! ভালো ভালো , কিন্তু আগে যে প্রফাইল পিকচার ছিলো অইটাও তো কালা ছিলো ! অইটা থাকলেও হইতো ।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

হাছুইন্যা বলেছেন: আগামী কাল আবার আগের প্রোফাইল পিক এ ফেরত যাবো।

২| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: +

৩| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: একমত। শেখ মুজিব আর জিয়া যদি আজ একবার বাংলাদেশে একদিনের জন্য ঘুরে যাওয়ার অনুমতি পান, তাহলে উনারা দেশের অবস্থা আর নিজেদের তথাকথিত সমর্থক দের নির্লজ্জ অসভ্য কান্ড দেখে অসম্ভব লজ্জা পেয়েই বিদায় হবেন।

যে দেশের জন্য এত প্রাণ হানি, এত আত্মত্যাগ, সেদেশের কুলাঙ্গার উত্তরাধিকারদের ব্যাখ্যাহীন কর্মকান্ড দেখে উনারা কি করতেন তাও মাঝে মাঝে জানতে ইচ্ছা করে।

উনাদের মত নেতার আজ বড়ই দরকার ছিল। শেখ মুজিব এর মত একজন অভিভাবক নেতা আর জিয়ার মত সৎ এবং কঠোর নেতার আজ বড়ই প্রয়োজন।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

হাছুইন্যা বলেছেন: উনাদের মত নেতার আজ বড়ই দরকার ছিল। শেখ মুজিব এর মত একজন অভিভাবক নেতা আর জিয়ার মত সৎ এবং কঠোর নেতার আজ বড়ই প্রয়োজন।

সহমত ভাই।

৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: Valo bolesen

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ হাসানাত ভাই।

৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

জুল ভার্ন বলেছেন: এমন সুন্দর প্রত্যাশা সকল সুন্দর মনের ব্লগারদেরই। কিন্তু আপনার, আমার কিম্বা আমাদেরমত কতিপয় ব্লগারের এই প্রত্যাশা পুরণ আওয়ামীমনা ব্লগার বন্ধুদের সাথে মডারেশন প্যানেলের কতিপয় সদস্যদের কারনেই বাস্তবায়ন সম্ভব হবেনা। তবুও সুন্দরের স্বপ্ন বাঁচিয়ে রাখবো। শুভ কামনা।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

হাছুইন্যা বলেছেন: আমাদের সুন্দরের চর্চা করে যেতে হবে, কুৎসিত মনের মানুষ এই ব্লগে আগেও ছিলো কিন্তু কেউই টিকে থাকেনী, আপনি আমার চেয়ে ভালো জানেন, কারনে-অকারনে গালিগালাজ করা অনেকেই ব্লগ থেকে বিতাড়িত হয়েছেন, এখনও যারা এগুলো করছে তারাও হবে। মডারেশনকে দ্রুত হস্তক্ষেপের আহবান জানাই।

শুভ কামনা।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

নুর ফ্য়জুর রেজা বলেছেন: +++

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ রেজা ভাই।

৭| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

নেক্সাস বলেছেন: জুল ভার্ন বলেছেন: এমন সুন্দর প্রত্যাশা সকল সুন্দর মনের ব্লগারদেরই। কিন্তু আপনার, আমার কিম্বা আমাদেরমত কতিপয় ব্লগারের এই প্রত্যাশা পুরণ আওয়ামীমনা ব্লগার বন্ধুদের সাথে মডারেশন প্যানেলের কতিপয় সদস্যদের কারনেই বাস্তবায়ন সম্ভব হবেনা। তবুও সুন্দরের স্বপ্ন বাঁচিয়ে রাখবো। শুভ কামনা।


এই ব্লগে জিয়া কে গালি দেওয়া মডারেশনের প্যানেলের কাছে খুব উপাদেয়

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

হাছুইন্যা বলেছেন: জাতীয় নেতাদের গালি দিয়ে যারা মনে করে তারা দেশপ্রেমিক হয়ে গিয়েছে তারা আসলে কাপুরুষ। দেশপ্রেম আরেকজনকে গালি দিয়ে হয়না বরং বাস্তব জীবনে দেশের জন্য কিছু করার মাধ্যমে হয়।

ধন্যবাদ নেক্সাস ভাই। শুভ কামনা।

৮| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

ধ্রুব মহাকাল বলেছেন: পোস্ট স্টিকি করা হোক ।
এই লেখাটা সামুর নীতিমালায় অন্তভুক্ত করা হোক ।+++

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ।

৯| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

তোমোদাচি বলেছেন: পূর্ণ সহমত!

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

হাছুইন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১০| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

আসাদুজ্জামান সোহাগ বলেছেন: সম্পূর্ণ একমত।। পোস্টে +++++++++++++++++++++



কিছু মনে না করলে আপনার লেখার কিছু অংশ আমার লেখায় ব্যাবহার করবো ভাই।।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

হাছুইন্যা বলেছেন: কোন সমস্যা নেই ভাই ব্যবহার করুন।

১১| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

মেহেদী হাসান '' বলেছেন: পোস্ট স্টিকি করা হোক ।
এই ধরনের একটি পোস্ট লিখতে চেয়েছিলাম, যা হোক আপনি লিখেছেন, খুব ভালো লাগলো
পোস্টে অসীম +

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

হাছুইন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মেহেদী হাসান ভাই। ভালো থাকুন।

১২| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

লক্ষ্যভেদী বলেছেন: আন্নে কি হাগোল হইছুন্নী? এই ব্লগ সাইট তৈরীই করা হয়েছে জিয়া-খালেদা জিয়ার চৌদ্দগোষ্ঠীকে অপদস্থ করতে।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

হাছুইন্যা বলেছেন: একমত হলাম না। এই ব্লগেই ব্যান হয়ে কিছু ডাইহার্ড আওয়ামী লুকজন আমু ব্লগে হিজরত করেছেন।

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

ইমুব্লগ বলেছেন: আমি মনে করি-সামুতে আওয়ামী সমর্থকদের যত্ন-আত্তিটা নতুন জামাইর মত =p~ =p~ অন্যদিকে বিএনপি সমর্থদের 'সতিন' জ্ঞান করা হয় :(( :((

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

হাছুইন্যা বলেছেন: আর আওয়ামী লুকজন ব্যান খাইয়া দাবি করে ঠিক তার উল্টাটা :D

১৪| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

ইকবাল পারভেজ বলেছেন: পূর্ণ সহমত। পোস্টে প্লাস। তবে মডারেশন প্যানেলকেও এই ব্যাপারে ভাল ভূমিকা রাখতে হবে।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

হাছুইন্যা বলেছেন: সবচেয়ে বেশী বিপদে আছে মডারেশন। সবাই দাবি করে মডারেশন পক্ষপাতমূলক। আওয়ামীলীগ বলে মডারেশন বিএনপি, আর বিএনপি বলে মডারেশন আওয়ামীলীগ :)

মন্তব্যের জন্য ধন্যবাদ পারভেজ ভাই।

১৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম... যাতে কেউ আওয়ামী বা বিএনপি না কয়...


বঙ্গবন্ধুরে নিয়া প্রশংসা করলে কয় আওয়ামী ... জিয়া রে নিয়া কিছু লেখলেই কয় বিএনপি।
আর ধর্ম নিয়া কিছু বললেই শিবির.. /:) /:)

এই, দুঃখ কই রাখি...


নষ্ট রাজনীতির শিকারে পরিণত .
সমাজ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

হাছুইন্যা বলেছেন: নিরপেক্ষ লোকজনের কোন ভাত নাই ভাই :(

১৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮

দন্ডিত বলেছেন: একমত।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

তাহিতি তাবাসুম বলেছেন: কোন কিছু অর্জন করতে গেলে সবার সহযোগিতা দরকার,আর দেশের স্বাধীনতা কখনও একা একজন মানুষ আনতে পারে না।বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছিলেন ৭ ই মার্চের ভাষণ দিয়ে আর তার অনুপস্থিতিতে দেশের মানুষ যখন দিশেহারা হয়ে পরেছিল তখন মেজর জিয়া যা করেছিলন তার অবদান অনস্বীকার্য।মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিল তাদের কাওকে ছোট বা বড় করা উচিত না।
পোস্টে প্লাস।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

হাছুইন্যা বলেছেন: সহমত আপু।

১৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: পোস্টে ভাল লাগা রইল

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ

১৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

নষ্ট শয়তান বলেছেন: এই দেখুন এক সোনার পোলার লেখা

আমি দুঃখিত এই নোংরা ছবির জন্য কিন্তু থাকুক।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

হাছুইন্যা বলেছেন: মাল্টির এই সব সাইকোকে ব্যান করার দাবি জানালাম মডারেশনের কাছে।

২০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ১৮ তম +++..সহমত....দারুন লিখেছেন।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮

বুনো বলেছেন: সামুতে এটা সম্ভব হবে বলে মনে হয় না। কারণ সামুর মডু প্যানেলে যিনি বা যারা আছেন, তারাই বিএনপি এবং জিয়া বিদ্বেষী।
এবং আমি এটা জেনে, বুঝে প্রমাণ দেখেই বলছি।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

হাছুইন্যা বলেছেন: হুমম

২২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩

গ্রামের মানুষ বলেছেন:
আপনেরে ধইন্যবাদ। এই প্রসঙ্গে আমার এই ছবি ব্লগটা দেখতে পারেন।

Click This Link

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ গ্রামের মানুষ।

২৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এমন একটি সুন্দর দিনের প্রত্যাশায় আজো বেঁচে আছি। আসবে কি সেই সুদিন !!!

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

হাছুইন্যা বলেছেন: আসবে অবশ্যই..

২৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

আমি বোকা মানুষ বলেছেন: চমৎকার বলেছেন। তবে বঙ্গবন্ধু আর জিয়াকে আজ এই এত বিতর্ক করে যারা তাদের মানসিক সমস্যা আছে আর এরা এক এক একটা দলকানা। তাই সবাইকে বিশেষ করে দলকানাদের বলছি এই দুই জাতীয় নেতাকে সব জায়গায় টেনে আনবেন না আর বুঝে না বুঝে এদের নিয়ে সমালোচনা করবেন না। এরা দুজন সব সমালোচনার উর্ধে।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

হাছুইন্যা বলেছেন: সহমত ভাই।

২৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত জনাব, লিখাটা পড়ে ভাল লাগল...


কান্ডারী অথর্ব বলেছেন:

এমন একটি সুন্দর দিনের প্রত্যাশায় আজো বেঁচে আছি। আসবে কি সেই সুদিন !!!

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ

২৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:০১

শায়েরী বলেছেন: একমত একমত

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ শায়েরী।

২৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:০২

অলওয়েজ ড্রিম বলেছেন: তারা সমালোচনার উর্ধে আমি তা মনে করি না। বরং ঐতিহাসিক ভুলগুলো নির্ণয়ের খাতিরেই ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্রের সমালোচনা হওয়া দরকার। তবে সে সমালোচনা হতে হবে অবশ্যই ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে। সে সমালোচনা মানে নোংরামি নয়।

আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। ভাবতে গেলে অবাক লাগে কী বিশাল আর উদার মনের অধিকারী ছিলেন তিনি। সেই দিনগুলোতে এই জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করতে তার বিকল্প কোনো নেতা ছিল না। সাতই মার্চের সেই ভাষণ মন দিয়ে শুনলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। কী অপূর্ব শব্দ চয়ন আর তার প্রয়োগের ভঙ্গিঃ "রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।" কিংবা "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।
কিন্তু তিনি নেতা হিসাবে সফল হলেও প্রশাসক হিসাবে সফল ছিলেন না। তিনি ছিলেন নরম মনের, প্রশাসকের কঠোরতা তার ছিল না। প্রশাসক হিসাবে প্রজ্ঞার পরিচয় তিনি দিতে পারেন নি।

অন্যদিকে মেজর জিয়াকে আমি, "বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত প্রশাসক" হিসাবে মূল্যায়ন করি। তিনিই পারতেন আমাদের 'মাহাথির মোহাম্মাদ' হতে। আমাদের দুর্ভাগ্য তিনি বেশি দিন সময় পেলেন না।
কিন্তু আমি তাকে পূর্ণ শ্রদ্ধা করতে পারি না কারন তিনি জানতেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অথচ তা প্রতিরোধের চেষ্টা তিনি করেন নি। তবে এতে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের অনেকের চেয়ে অনেক বেশি দেশপ্রেমিক ছিলেন। দেশের জন্য তিনি যে পরিমাণে ভাবতেন তার সামান্য অংশও বর্তমান রাষ্ট্রপ্রধানরা, সরকারপ্রধানরা ভাবেন না।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

হাছুইন্যা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

২৮| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০০

সন্জু ৩০৭ বলেছেন: অনেক দিন পরে একটা লিখা পড়ে অত্যন্ত ভাল লাগলো। স্যালুট ভাই।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ সনজু ভাই।

২৯| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩১

কামরুল হাসান শািহ বলেছেন: একমত

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ কামরুল ভাই।

৩০| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

ধীবর বলেছেন: পুর্ণ সহমত। তবে চোরা না শুনে ধর্মের কাহিনী।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

হাছুইন্যা বলেছেন: চোরা না শুনলে তাই সেই ট্রিটমেন্ট দিতে হবে :)

৩১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: একমত।+

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২

হাছুইন্যা বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যানসাব।

৩২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

শিপু ভাই বলেছেন:
ভাল বলেছো!!!++++++++++++++

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

হাছুইন্যা বলেছেন: থেংকু শিপু ভাই।

৩৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

আমি তুমি আমরা বলেছেন: ভাল বলেছেন। প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দিতে হবে।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

হাছুইন্যা বলেছেন: সহমত ভাই।

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন: আগে একবার দিছিলাম এখন আরো একবার প্লাস দিয়া গেলাম ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

হাছুইন্যা বলেছেন: তাহলে আবারো ধন্যবাদ দিলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.