নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Particles of debris rain down, as the dense-cloud-of-dust settles. The storm calms. I made it through one more day. I\'m a little stronger and now know that I\'m a little more prepared. This confidence I will carry into tomorrow if her dark-dust-storm

ধুলো মেঘ

ধুলো মেঘ › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালের গৌরবজনক মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কি অবদান ছিল?

১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৬

এক কথায় উত্তরঃ শূন্য!

মার্চ মাসে স্বাধীনতার ঘোষণা দিতে রাজী না হবার কারণে ছাত্রলীগ এবং জাসদ ওনার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে বলে উনি প্রাণভয়ে ধানমন্ডির বাড়িতে স্বেচ্ছা গৃহবন্দী হয়ে থাকেন এবং পাকিস্তান আর্মিকে বলেন যে ওনাকে যেন প্রটেকশন দেয়া হয়। ফলে শেখ হাসিনা সহ ওনার পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব নেয় পাকিস্তান আর্মি।

২৫শে মার্চ রাতে পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন্স, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলযোগ শুরু হলে ওনাকে পশ্চিম পাকিস্তানে চালান দেয়া হয়। গন্ডগোলের পুরো সময় উনি পাকিস্তানে কাটান। উল্লেখ্য, এই সময়ে ওনার পরিবারের নিরাপত্তা এবং ভরণপোষণের সকল খরচ দেয় পাকিস্তান আর্মি।

গন্ডগোলের সময় হাসিনা প্রেগন্যান্ট ছিল, ফলে সন্তান ডেলিভারী এর ব্যাবস্থাও করে পাকিস্তান আর্মি। সজীব ওয়াজেদ জয় এর জন্ম হয় পাকিস্তান আর্মির তত্ত্বাবধানে। জয়ের জন্ম নিয়ে 'অর এক নমরুদ পয়দা হোয়া থা' শীর্ষক ভিডিও ক্লিপটি নিশ্চয়ই এর মধ্যে সকলের দেখা হয়ে গেছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৬

ডার্ক ম্যান বলেছেন: তখন কি জাসদ ছিল।
১৯৭১ সালে কি গণ্ডগোল হয়েছিল নাকি অন্যকিছু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.