নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুম্রজাল

ধুম্রজ্বাল

আমি চুম্বক। অন্যকে প্রভাবিত করা আমার নেশা

ধুম্রজ্বাল › বিস্তারিত পোস্টঃ

আমিরা হক কে স্বাগতম

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল আমিরা হক আজ বাংলাদেশে আসছেন। তাকে স্বাগত জানাই।



তিনি Western College in Oxford থেকে ব্যাচেলার অব আর্টস, Western College for Women, Columbia University এবং New York University. থেকে বিজনেস এডমিনের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন।তিনি ১৯৭৬ সালে জাতিসংঘে যোগদান করেন।



এপ্রিল ২০১২ তে তাকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী সংগঠন " ডিপার্টমেন্ট অব পিস সাপোর্ট" এর প্রধান হিসাবে নিয়োগ দেয়া হয় যা বাংলাদেশী হিসাবে সবচেয়ে বড় অর্জন। এর আগে Special Representative of Secretary-General হিসাবে এবং United Nations Integrated Mission in East Timor (UNMIT) এর প্রধান হিসাবে ইস্ট তিমুরে নিয়োজিত ছিলেন।



বর্তমান পলিসি হিসাব জাতিসংঘের প্রধান (Secretary-General) হিসাবে এই প্রতিষ্ঠানের পুরোনো কাউকে বেছে নেবার কথা। সে হিসাবে জাতিসংঘের পরবর্র্তী এবং প্রথম মহিলা হিসাবে আমরা আমিরা হক কে আশা করতে পারি।



আমি জানি তিনি জাতিসংঘের কর্মরত সকল বাংলাদেশীদের বিপদে আপদে পাশে থাকেন। উনার দেশে শুভাগমনের প্রাক্কালে আমি ছোট একটা দাবী পেশ করতে চাই।

জাতিসংঘের বিভিন্ন পার্মানেন্ট পোস্টে আরও বাংলাদেশীদের দেখতে চাই। যারা চাকরী করেন তাদের থেকে মেধা মননে বাংলাদেশীরা কোন ভাবেই পিছিয়ে নেই। এই পরিবেশে চাকরী করার সুবাদে আমি নিঃশংক চিত্তে বলতে পারি বাংলাদেশীদের সবাই সমীহের চোখে দেখে ।

তবে আর সব প্রতিষ্ঠানের মত এখানে পার্মানেন্ট পোস্টে চাকরী পেতে ব্যাক আপ লাগে। সুপারিশ লাগে।



সন্মানিত অতিথিকে এদিকে একটু নজর দেবার বিনীত অনুরোধ করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.