নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুম্রজাল

ধুম্রজ্বাল

আমি চুম্বক। অন্যকে প্রভাবিত করা আমার নেশা

ধুম্রজ্বাল › বিস্তারিত পোস্টঃ

র‌্যাগিং- কর্মস্থলে প্রথম দিন

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

র‌্যাগিং নিয়ে চারিদিক গরম।

কর্মস্থলে প্রথম দিনের কথা মনে পড়ে গেল।

কর্মস্থলের বড়রা দেশের সমস্যা নিয়ে অস্থির। সবাই দেশের মাথার উপর কাঁঠাল ভেংগে খাচ্ছে। আজ তারাও খাবে।

আমি নুতন মুড়গা। রাতের বেলা সবাই আমাকে ঘিরে গোল হয়ে বসলেন। আমার মাথায় একটা ইয়া বড় কাঁঠাল দিয়ে ধরে রাখতে বলা হল। সর্বজেষ্ঠ্য এক ঘুষিতে কাঠাল ভাংলেন।এরপর বাকিরা ঝাপিয়ে পড়লেন।সবাই কাঁঠালের কোয়া খেয়ে বিচিটা আমার মুখে ঢুকিয়ে দিল।

ইয়া বড় কাঁঠাল। আমার ধরে রাখতে কষ্ট হয়নি।

কষ্ট হয়েছিল আমার পিছনে ভিসিআর এ চালানো উহু-আহা শব্দে। দেখতে পারছিলাম না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: নুতন মুড়গা। মুড়গা পেয়ে যারা সাময়িক খুশি হয় কালের বিবর্তনে নিজেদেরই মুড়গা হতে হয়।

র‌্যাগিং বন্ধ হোক!

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮

ধুম্রজ্বাল বলেছেন: আপনার ব্যাথায় সমব্যাথী

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

মেটাফর বলেছেন: সমব্যথী।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭

আহসান২০২০ বলেছেন: খুবই ব্যায় বহুল পোষ্ঠ। আপানার ব্যাথায় কষ্টিত হইলাম। র্যাগিং বন্ধ হউক।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

সাজ্জাদ আলী চৌধুরী বলেছেন: এক পৈশাশিক আনন্দের নাম

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

কুন্তল_এ বলেছেন: ভিসিআরএ উহু-আহা ... জটিল অভিজ্ঞতা। তবে এক্ষেত্রে মনে হয় র‌্যাগিং না, হবে পাঙ্গা ... :((

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ধুম্রজ্বাল বলেছেন: হুমম। পাংগা ই সঠিক ব্যবহ্রত শব্দ

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভিসিআর এর ঘটনা পড়ে আপনার কর্মস্থল এর ব্যাপারে যথেষ্ট আগ্রহ বোধ করছি....... একটু খোলাসা করেন ভাই প্লিজ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

ধুম্রজ্বাল বলেছেন: ধুম্রজাল ই হয়ে থাক সবকিছু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.