![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় ও স্বাধীনতা দিবস- সকলকে শুভেচ্ছা জানাচ্ছি
চারিদিক এত অশান্তি, হানাহানি,মতের অমিল, বিভেদ-বিচ্ছেদ।
তার মাঝে ফুল হয়ে ফুটে উঠুক আমাদের জাতীয় দিবস।
কাছে টানুক সকলকে। একতাবদ্ধ হয়ে এগিয়ে যাক আমার প্রানের দেশ।
কষ্টে হয়তো আছি আমরা। তবে না খেয়ে কেউ মারা যায় না।১৬ কোটি মানুষের দেশেএটা এক বিশাল অর্জন।বিপুল সম্ভাবনার এই দেশ।আমাদের বর্তমান প্রজন্ম কে এক হয়ে কাজ করতে হবে যেন আমাদের সন্তানরা নিরাপদ ভবিষ্যত পায়।
সকল মানুষ দিনের কাজ শেষে নিরাপদে নিজের ঘরে ফিরুক, পুলিশ - প্রশাসন হোক জনবান্ধব, শিক্ষা ব্যাবস্থা হোক আন্তর্জাতিক মানের, চিকিৎসা ব্যাবস্থা হোক সর্বাধুনিক, সকল শহর গুলো হোক যানজটহীন মসৃন সড়কের অন্তর্জালে আবদ্ধ, পর্যটন এলাকাগুলো হোক সপরিবারে নির্মল বিনোদনের ঠিকানা।
সব মিলিয়ে ভালো থাকি সবাই।
জাতীয় ও স্বাধীনতা দিবসে এই আমার প্রত্যাশা।
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:০৬
ধুম্রজ্বাল বলেছেন: ধন্যবাদ।
মেয়েদের মিস করছি।সে সাথে তাদের মা কে।
কাউয়াটা দেশে গেছে। দেখে রাখবেন। এরকম সরল ছেলে সত্যি বিরল।
৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হুম !!
''মিসেস কাউয়া'' ভাবি কে মেসেজটা দিয়ে দেবনে
... হে হে
ব্যাপার না ... নেক্সট বাবা দিবস আছে না ? ... ইন শা আল্লাহ সবাই একসাথে থাকবেন তখন
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
বাবা দিবসের শুভেচ্ছা ভাই ...
ভালো থাকুন সব সময়