![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষগুলির এমন অমর্যাদায় আর ক্ষোভ আটকে রাখতে পারছি না
কি নির্মম রসিকতা
প্রায় চার দিন রোদে-বৃষ্টিতে পড়ে থেকে অবর্ণনীয় অবস্থা তৈরি হয়েছে ইউক্রেন সীমান্তের গ্রাবোভো গ্রামে৷খোলা মাঠে ছড়ানো ধ্বংসস্তূপ থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক পচাগলা দেহ৷ কালো বডিব্যাগগুলো একের পর এক টেনে তোলা হচ্ছে হিমায়িত ট্রেনের কামরায়৷ কিন্ত্ত মৃতদেহগুলির প্রতি বিন্দুমাত্র মর্যাদা না দেখিয়ে এর পাশা পাশি চলছে অবাধে চলছে লুঠতরাজ৷ এমনকি, রাস্তার পাশে জড়ো করে রাখা বডিব্যাগ খুলে লাশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে দামি জিনিসপত্র৷
এ কি এক নির্মম আচরন।
কে করছে বা কারা দায়ী এ বিষয়ে কাদা ছুড়াছুড়ি না করে বিশ্ব সম্প্রদায়ের
উচিত যারা মারা গেছে তাদের ন্যুনতম সন্মান দেখানো।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪১
খেলাঘর বলেছেন:
বিশ্বের বহুদেশে সমস্যা চলছে।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
সভ্যতা সময়ের সাথে উঠে, নামে
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৩
শেখ মফিজ বলেছেন: মানুষের সব কিছু এখন দানবেরা দখল করে নিচ্ছে ।