নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

অন্ধ প্রজাপতি

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

প্রজাপতির চোখে মানব চোখে দৃশ্যমান বস্তু দেখার শক্তি নেই

তারপরও মানব চোখে মানসপটে সুন্দর সব ফুলগুলোতে তার বিচরণ

কোন জড়তা নেই অন্ধ মানুষের মতন!!

সারাক্ষণ চঞ্চল হাওয়ায় ভেসে ফুলে ফুলে বেড়ায়

গায়ে পরাগরেণু মেখে ফুলে ফুলে নতুন সৃষ্টির স্পর্শ দানে

নতুন সজীবতা নতুন জীবনের আহবানে মালতি লতায় দূর্বাঘাসে

চোখ নেই অনুভূতি আছে তার সুন্দরের সুঘ্রাণের অবাক অনুভূতি

সুতীব্র সুতীক্ষ্ণ ইস্পাত কঠিন

সুগন্ধার সুঘ্রানে ব্যকুলতার পরিমিতি

আমিও প্রজাপতির মতন অন্ধপ্রেমে বিচিত্র প্রেম আঁকি।

কোমল প্রাণে প্রেমের ঢেউ ওঠে

তোমার জন্যে কোমলমতি আমি

আবার আমি কঠিন অতি

রংতুলিতে অণ্ধ আমি তোমার কোমলে অনেক ভিতরের অধিপতি

আমি প্রেমাগ্নি আমি কাম দেব আমি অন্ধ প্রজাপতি।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

সেলিম আনোয়ার বলেছেন: রংতুলিতে অণ্ধ আমি তোমার কোমলে অনেক ভিতরের অধিপতি
আমি প্রেমাগ্নি আমি কাম দেব আমি অন্ধ প্রজাপতি।

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

shfikul বলেছেন: কবিতাটা ভালো লেগেছে,কিন্তু কষ্ট করে পড়তে হয়েছে,বিরাম চিন্হের ব্যবহার যথেস্ট নয় বলে মনে হলো,আমার ভুলও হতে পারে।শুভ কামনা আপনার জন্য।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।শুভকামনা ।সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

শায়মা বলেছেন: প্রথম কবিতায় +

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

ধূর্ত উঁই বলেছেন: কবিতা আপনার নামে উৎসর্গ করা হল। অনেক ধন্যবাদ শায়মা আপু।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতায় ৩য় ভালোলাগা........ :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

ধূর্ত উঁই বলেছেন: অনেক ধন্যবাদ।রহস্যময়ী কন্যা আপু। শুভকামনা।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

কালোপরী বলেছেন: :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।কালপরী আপু।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা আপু প্রথম ভাল লাগা আমার।ধূর্ত উই প্রথমটা আমার।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২

ধূর্ত উঁই বলেছেন: shfikul

৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মাক্স বলেছেন: ভালো লেগেছে!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।মাক্স।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লেগেছে। ধন্যবাদ। ওয়েলকাম।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪

ধূর্ত উঁই বলেছেন: আমি ভোর হব
হব আলোর দিশারী নদী হব
পাখি হব
হব নির্জন রাত্রি
সুগন্ধি হব
হব খরস্রোতা নদী
ঢেউ হব
কাব্য হব
প্রেম হব
হব ধরিত্রি অনাদি।

ধন্যবাদ আমার সবচেয়ে প্রিয় ব্লগার।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভোর হব
হব আলোর দিশারী নদী হব
পাখি হব
হব নির্জন রাত্রি
সুগন্ধি হব
হব খরস্রোতা নদী
ঢেউ হব
কাব্য হব
প্রেম হব
হব ধরিত্রি অনাদি।

আমি এই কবিতাটি আমার পেজ এ আপনার নামে পোস্ট করতে চাই।

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

ধূর্ত উঁই বলেছেন: কবি ধন্যবাদ।আবারও আমার ব্লগে কমেন্ট করার জন্য। সত্যি চান?বিশ্বাস হচ্ছে না।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

ধূর্ত উঁই বলেছেন: সবাইকে নববর্ষের শুভেচ্ছা

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বলেন কি? আমার মত ব্লগার প্রিয় আবার সবচেয়ে প্রিয়? ডোন্ট মেক ফান অব মি :(

অনেক শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

ধূর্ত উঁই বলেছেন: সত্যি একটুও মিথ্যে বলছিনা।যুদ্ধাপরাধীর বিচারের দাবীতে আপনার ভূমিকা অসামান্য।এই অখ্যাত এক ব্লগারের পোস্টে দুইবার কমেন্ট করার মত মহত্ব বড় মন কয়জনের আছে।এটাই আপনার অসাধারন একটা গুণ।নববর্ষ নব আনন্দ নিয়ে আসুক আপনার জন্য।আপনি আমার প্রথম পছন্দের ব্লগার।সহজ বাংলায় ১ নম্বর প্রিয় ব্লগার।

১২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

লিরিকস বলেছেন: দিলাম সিল ১ম পোস্টে :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.