নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

সঙ্গোপনে

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

এই খানে নিরবতা প্রিয়া

এই খানে প্রেম চাই হিয়া;

এইখানে কেউ নেই;

এইখানে স্বপ্নেরা সঙ্গোপনে ছুটে আসে।





এই নির্জনে এসে একটু হাস একটু ভালবাস

একটু কাছে এসো একটু চুমে দিই,

একটু বুকে নিই;





একটু খানি আদরে সোহাগে যতনে

তোমাকে নিজের করে নেই।





কেউ জানবে না তোমার আমার প্রেম

আমাদের এই মধুর আলীঙ্গণ

এ যেন এক মহা লগণ।



কয়েকটা দীর্ঘশাস

প্রেমের মাঝেই বাস

এসো প্রিয়া প্রেম হয়ে আনমনে

এসো প্রিয়া মোর বাহুবন্ধনে।



গোপন অভিসারে

আপন করে সখি মায়ার বাঁধনে বাঁধ মোরে;

এই খানে নিরবতা প্রিয়া

এই খানে প্রেম চাই হিয়া !!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: গোপন অভিসারে
আপন করে সখি মায়ার বাধনে বাধ আমারে;

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ধূর্ত উঁই বলেছেন: কবি ধন্যবাদ।সে আসবে দেখবেন ঠিকই আসবে।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রথম মন্তব্য করতে পারলাম না :(

অনেক ভাল লাগল। এই খানে প্রেম 'চাই' না 'চায়' হিয়া হবে? শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ধূর্ত উঁই বলেছেন: অনেক ধন্যবাদ। হিয়া শব্দের অনেক ব্যবহার।এইখানে হিয়া কিন্তু প্রেমিকা।লাইনটা এমন এইখানে প্রেম চাই প্রিয়া(হিয়া)।ঠিক আছে না?মন্তব্যের অপেক্ষায় থাকলাম।আমি পর্যবেক্ষনেই থাকতে চাই।এটা শ্রেফ দুইজন প্রেমাস্পদের কিছুটা দূর্লভ মুহুর্তের সুযোগ করে দিবে।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা, ঠিক আছে। আপনি জ্ঞানী ব্যক্তি :P

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় ব্লগার।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রেমিক কিন্তু সবার চোখে ধূলো দেয়ার জন্য রূপ চেন্জ করে আসে।প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য।শুধু প্রিয়াই বুঝতে পারে প্রেমিক হৃদয়।এটা প্রেম আহবান শুধু তাকে বলার জন্য ভালবাসার জন্যই।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। :P আজ শুধু দুজনেই ভালবাসা হবে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

ধূর্ত উঁই বলেছেন: আজ আর কাউকে ডাকবোনা
আজ রাতে শুধু তুমি আর আমি।
বিষাদসিন্ধু হবে ,হবে আনন্দময়ীর আগমন।
হবে প্রেম হবে পরিণয়।
প্রেমের জন্যে ছোট হলেম
ও কিছু নয়।
বড় হতে হলে
ছোট হতে হয়।
প্রেমিকাকে কাছে পেতে হলে
এভাবেই সব ছেড়ে
আদরে
প্রিয়াকে কাছে টেনে নিতে হয়।

৬| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

কালোপরী বলেছেন: কে কার মাল্টি হাহা


কবিতায় হাতের মিল যথেষ্ট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.