![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
প্রচন্ড কষ্ট পেলাম মনে
ভালবাসার সাজা পেলাম প্রেম নিবেদনে
মনটা ভেঙে গেল প্রচন্ড অভিমানে
সে ছিল মরিচীকা মরুভূমিতে জলছাপ আনে।
নিমিষেই সে এখন প্রেম হত্যা করতে জানে।
তবু সে নাকি দয়ার আধার
জীবনজুড়ে আজ তাইতো আধার
বিরহ সুর বাজে বেহালার ।
দেখা হয়নি মুখটি তার
মেতেছিলেম প্রেমে তার
প্রেম বুঝেনা সে সে বুঝে ছলনা
প্রেমের কি দাম আছে তার কাছে যে বুঝে না সাধনা।
সে ছিল আমার শেষ তপস্যা এই ভূমে
ভেবে ছিলাম কষ্ট আসুক ব্যথার পাহাড় ভুলব তারে চুমে।
ব্যথার পাহাড় বিাশাল হলো
বাড়তে বাড়তে আঁকাশ ছুল।
এখন আমি সাগর খুঁজি
গহীণ অরণ্য খুজি
নিরবতা খুজি
একাকিত্ব বেশতো বুঝি!
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
ধূর্ত উঁই বলেছেন: এটা ফরীদির বিখ্যাত একটি নাটক ও চরিত্র ।নামটি আমার খুব পছন্দ হয়েছে। উইপোকা যেমন বই খেয়ে ফেলে এই্ ব্লগে আমিও তেমনি ।অন্যের জ্ঞানগর্ভ লেখা পড়ে/খেয়ে ফেলব।
সুপ্রিয় ব্লগার ধন্যবাদ।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
আরজু পনি বলেছেন:
ফরীদির প্রতি আপনার আগ্রহ এতই প্রবল যে, এমন একটা নিক নিয়ে নিলেন!!!!
যাই হোক, শুভ ব্লগিং
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪
ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
নামে কি বা যায় আসে
কর্মগুণে লোহা ভাসে।
নিরন্তর শুভকামনা থাকলো।
৩| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:২২
সেলিম আনোয়ার বলেছেন: কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬
সায়েদা সোহেলী বলেছেন: কবিতা সম্পর্কে মন্তব্য পরে করছি , আগে ২টা প্রশ্ন করি
উই কেন ধুর্ত?
আমি যতদূর জানি উইপোকারা চোখে দেখে না । কথা টি সত্যি?