![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
তোমার অনাগমনে আমিও লিখবো না নতুন কোন কবিতা
ভালবাসার মূল্য কি বলতে পার তা?
ভালবাসার প্রতিদান কি অবজ্ঞা!
কেমন প্রিয়া তুমি? এ কেমন মানবী !
কি তোমার মানবতা কি নিয়ে লড়বে তুমি
কিসে তোমার মুগ্ধতা
আমি একাকি নিসঙ্গতায়
কেমন মানবী তুমি আমার কাছে আসার উদারতা নাই
যা বলে বলুক লোকে তোমার কি সখি ভাল লাগা নাই
পৃথিবীর সবটুকু ভালবাসা দিয়ে তোমায় ডেকেছি
সবগুলো ব্যাথা বুকে নিয়ে সুখ চেয়েছি
আশ্রয় চেয়েছি সুখের স্পর্শ চেয়েছি
দিয়েছি বিনিময়ে সব দিয়েছি মন প্রাণ সব উজাড় করেছি
মহল গড়েছি হৃদয়ে তোমার জন্যে প্রেমের তাজমহল গড়েছি ।
তোমায় ডেকেছি,ভালবাসার দাবী নিয়ে তোমায় তোমায় কাছে চেয়েছি,
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: অসম্পূর্ণ কবিতা মনে হলো ।