নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভালবাসার রঙে রাঙাবো

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

তোমাকে ভালবাসার রঙে রাঙাবো বলে কৃষ্ণচূড়ার লাল নিয়ে ছিলাম হাতে,কোন এক সন্ধ্যারাতে ,নিয়নের আলোয় হলুদ চারিদিক ,তোমাকে হলুদে স্নান করাবে তাই,প্রকৃতি সাজিয়েছে তারে অপার মহীমায়, শত সহস্র মানুষের ব্যস্ততামুখর সেদিনের রাজপথ, আর আমার ব্যস্ততা শুধু তোমাকে ঘিরে,তোমায় দিব বলে নিয়েছিলাম হাতে সাতটি লাল পদ্ম ,এক দিঘী জল,একটি শীতলপাটি ,এক টুকরো আদর,চোখে স্বপ্নিল নীল ,তোমাকে দেখার অফুরন্ত তৃষ্ণা নয়নে,মনের গহীনে সুতীব্র আবেগ,অব্যর্থ এক ইচ্ছে শক্তি খেলেছে নিউরনে আমার,স্বপ্নের কুহেলিকা,বুড়িগঙ্গায় ভাসিয়েছিলাম ঢেউ ,সবুজ ছড়িয়েছিলাম মধুপুর ভাওয়ালের গড়ে,ছড়িয়ে দিয়েছি মায়াকানন পাতালপুরে,ছায়াপথ ধূমকেতু আর সমুদ্রের বাস্তবতায় অচিন কোন সুরে ছড়িয়ে দিয়েছি রবীন্দ্র গান তোমার অন্তরে,কন্ঠে দিয়েছি বিহাগের সুর,অপসারর রূপে তুমি বিমুগ্ধ দুচোখ ।



তোমার দর্পচূর্ণ হলে জানি রমণী শ্রেষ্ঠাতুমি ,তোমার নিয়েই ট্রয় নগরীতে ঘটে গেছে মহাপ্রলয় তোমার জন্যে হয়েছিল সে স্বপ্নের তাজমহল,তোমার অবজ্ঞায় খলনায়ক তোমার প্রেমে নয়,তোমার ভালবাসায় পথের ভিখেরী হয়েছিল স্বপ্নের রাজকুমার দিয়েছিল জাভা সুমাত্রা পাড়ি ।



তোমাকে ভালবাসার রঙে রাঙাবো তাই করেছি পরখ পুষ্পবিহার আর কালোভ্রমরের গুনগুন ধ্বনি,তোমাকে সাজাতে সাঁঝ প্রভাতে সূর্যের আালোকচ্ছটা,পড়ন্ত বিকেলে বহে সমীরণ সূর্যস্নাত দুপুর ,বর্ষাস্নাত সবুজ অবারিত সবুজ , ঘাস ফড়িঙের দল ,তোমার প্রেমে বিশ্ব ঘুরে রবিতে দিশেহারা ,জোয়ারভাটা জোৎস্নার রাত আর ঘুটঘুটে আঁধার রেস্তোরায় কফি আর মাগের জটিল রসায়ন ,তোমার কাজল কালো চোখে বাঁকা ঠোটের বাঁকে ঢঙে আহলাদে বিমুগ্ধ এ প্রাণ স্বপ্নের জাল বুনে ।



অভিমান ক্রোধ হারিয়ে যায় সেখানে প্রেমেরা ভর করে পাখা মেলে উড়ে যায় স্বপ্নের কোন দেশে দূর নীলিমায় ,অবচেতন মন দূর আঁকাশে শূণ্যে মেলায় ।





তোমাকে ভালবাসার রঙে রাঙাবো তাই।





মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন।

ভালোবাসার আর্তিগুলো সব সময়ই ছুঁয়ে যায়।

অজস্র শুভকামনা জানুন।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

ধূর্ত উঁই বলেছেন: ১ম কমেন্টে অনেক কৃতজ্ঞতা। ভালথাকবেন। :)

২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

বেকার সব ০০৭ বলেছেন: দারুন লিখছেন ভাই, ভালো লাগলো পড়ে

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে কৃতজ্ঞতা। ধন্যবাদ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ। :)

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
গদ্য কাব্য? !

লেখাটা বেশ লেগেছে।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। :)

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

খেয়া ঘাট বলেছেন: একগুচ্ছ প্লাস।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩

ধূর্ত উঁই বলেছেন: +++
+++
+++ একগুচ্ছ প্লাস বুঝে পেলাম।ধন্যবাদ। :)

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! লাইনের পর লাইনে খুব সুন্দর করে ছন্দে ছন্দে কিছু অনুভূতি জানিয়ে দিলেন সবাইকে !
ভালোলাগা জানবেন !

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ। স্বপ্নবাজ অভি।

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বলতে না বলতে নির্বাচক পোষ্ট নির্বাচিত করে ফেলেছে। নির্বাচক জিন্দাবাদ।

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ।ভাল থাকবেন সবসময়।

৯| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: ভালবাসাময় লেখা!!!

শুভকামনা রইলো

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ধূর্ত উঁই বলেছেন: আপনার মত অসাধারণ একজন ব্লগারে ক্রিটিক পাওয়া সৌভাগ্যের ব্যাপার। :)

১০| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সুন্দর একটি লেখা!! অনেক ভালো লেগেছে।

শুভ কামনা রইল।

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ধূর্ত উঁই বলেছেন: কাল্পনিক_ ভালবাসা ভাই কমেন্টে ধন্যবাদ।



ভাল থাকবেন। :)

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধারুন লেখা
চমৎকার
ভাল বন্ধু , কথা হবে আবার ।।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

অদৃশ্য বলেছেন:




আহা... ভালোবাসা... আহা...


লিখাটি চমৎকার লেগেছে আমার... আবারো আসবো আপনার লিখা পড়তে


শুভকামনা...

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বারবার আসুন যতবার আসুন ভাল লাগবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.