নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

তোমাকে আসতেই হবে (কবিতা)

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

তোমাকে আসতেই হবে। এই খানে সখি।তোমার অঙ্গদখানি সোনায় মোড়াবো জোছনাভেজা রাতে ,কাকডাকা ভোরে সাজাবো তোমাকে অনেক আদরে।ভালবাসার রঙিন চাদরে।তোমার আগমন উদযাপন করবো বলে নীল আকাশটা আমার করেছি।হৃদস্পন্দনে মিশিয়ে দিয়েছি তোমার ঐ মধুনাম খানি।অপসরা প্রাণ স্পন্দন আমার।ভালবাসার খামার।মায়বতী কঙ্কাবতী ,ভালবেসে এসো যদি সাগরের নীল তোমার।শরতের কাশবন.দীঘির কালোজল ,আমাজান নদী ,নায়াগ্রা জলপ্রপাত তোমার। তাই এসো,আমায় ভালবেসো।



প্রাণের দেবী।তোমাকে আসতেই হবে।সূর্যালোকের মতন। রাতের আঁধার ঠেলে,কুয়াশার চাদর মেলে,মেঘের আড়াল ঠেলে,বরষার বারিধারায় ভিজে,ধূলিধূসরিত বায় কালবৈশাখী ঝড় আরও যত বাধা হটিয়ে হটিয়ে স্বার্থপরতা। ঠিক তেমনি।



প্রেমের দেবী। তোমাকে আসতেই হবে।তুফান যেমন আসে। চলার পথের সকল বাধা শূণ্য হাওয়ায় ভাসে।গ্রীস্মের খরতাপ শুষে শীতল করে ধরা।তোমার আমার প্রেম সে যেন তেমনই পরম্পরা।তাই আসতেই হবে।



তোমাকে আসতেই হবে ।নদীর স্রোতের মতন কখনো ঝর্ণা ধারা হয়ে সমুদ্র মন্থনে;ছুটে চলার মতন।



তোমাকে আসতেই হবে প্রিয়া ।কড়ি দিয়ে নয় কিনেছি প্রেমের দামে।এই নশ্বর ধরাধামে ।তোমার সুখের লাগি রেখেছি জীবনবাজী।সকল মন্ত্র,স্নায়ু তন্ত্র আবেগ অনুভূতি যা কিছু আছে স্বর্গ মর্ত্য মাঝে সব দিয়েছি তোমায়।বিনিময়ে মন চেয়েছি ,তোমার রূপের পরশ মেগেছি। এ আমার ন্যায্য অধিকার ।তোমাকে আমার করে পাবার।





তাই তোমাকে আসতেই হবে হৃদয় মন্দিরে মম;আসতে হবে তোমায় , ভালবাসার দেবী হয়ে অপার মহীমায় ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরকম লেখার পর প্রিয়া না আইস্যা যাইবো কই :)

লেখা পড়ে ভালা লাগছে

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

ধূর্ত উঁই বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। প্রিয়া আসুক। রাগ অভিমান সব ভুলে আমার কাছে আসুক।



ভাল থাকবেন। :)

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

বৃতি বলেছেন: এতো সুন্দর সুন্দর বিশেষণ! আপনার মায়াবতী কঙ্কাবতী রাগ অভিমান ভুলে চলে আসুক আপনার কাছে :)

শুভকামনা ।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও শুভকামনায় । :)

৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

রহস্যময়ী কন্যা বলেছেন: প্রাণের দেবী।তোমাকে আসতেই হবে।সূর্যালোকের মতন। রাতের আঁধার ঠেলে,কুয়াশার চাদর মেলে,মেঘের আড়াল ঠেলে,বরষার বারিধারায় ভিজে,ধূলিধূসরিত বায় কালবৈশাখী ঝড় আরও যত বাধা হটিয়ে হটিয়ে স্বার্থপরতা। ঠিক তেমনি।

এইভাবে বললে প্রাণের দেবী না এসে কোথায় যাবে ;)

কবিতা ভালো হয়েছে অনেক ভাইয়া :)

শুভকামনা :)

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

ধূর্ত উঁই বলেছেন: বললাম না ব্যাঙ পারলে পোকারা পারবে না কেন?


কমেন্টে থ্যাংকু।



শুভকামনা থাকলো ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

রহস্যময়ী কন্যা বলেছেন: হুম তাই তো দেখছি ভাইয়া :)

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

ধূর্ত উঁই বলেছেন: আমার জানামতে আমি ব্লগের একমাত্র পোকা। ব্লগে সব বড় বড় প্রাণী। খুব ডর লাগে।কখন খেয়ে ফেলে। তবে খাওয়ার লাইনে আমি ওস্তাড। আমি সব খাই।

কমেন্টে আবারো ধইন্যা ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

সপন সআথই বলেছেন: "রাতের আঁধার ঠেলে,কুয়াশার চাদর মেলে,মেঘের আড়াল ঠেলে,বরষার বারিধারায় ভিজে,ধূলিধূসরিত বায় কালবৈশাখী ঝড় "
--------------
awesome :)

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। :)

৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !

১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আর শুভকামনা।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০

অদ্ভুত_আমি বলেছেন: সুন্দর ।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

ধূর্ত উঁই বলেছেন: থ্যাংকস। :)

৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:


তোমাকে আসতেই হবে ।নদীর স্রোতের মতন কখনো ঝর্ণা ধারা হয়ে সমুদ্র মন্থনে;ছুটে চলার মতন।

দুর্দান্ত!!
এরকম ভাল লিখে যাওয়ার জন্য প্রিয়া না আসলেই ভাল হয় বোধয় ;)

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে থ্যাংকস।


বলেন কি?

তাহলে তো লিখা খারাপ করতে হবে। :)

৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

মায়াবী ছায়া বলেছেন: খুব সুন্দর :)

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধইন্যা মায়াবী ছায়া ভাল থাকবেন।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

একজন আরমান বলেছেন:
দারুণ লিখেন আপনি। শুভকামনা। :)

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ। কবিতা পাঠেও মন্তব্যে ।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর আকুতিময় কবিতা। ভালো লাগলো।

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসান মাহবুব ভাই । আপনার কমেন্টে দারুণ উৎসাহিত হলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.