নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

বিপ্রতীপ

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

তোমাকে আসতেই হবে, হৃদয়ের আকুতি

সত্যি প্রেমিক মনে এ এক প্রচন্ড শক্তি;

জানি আসবে না, তোমাকে হারানোর ভয়

প্রেমে হাজার সন্দেহ মেনে নিবে নিশ্চয়।



দুটি অনভূতি মিলেই পরিপূর্ণপ্রেম।



একই মনে যেন দুটি সত্ত্বা

দ্বিধা দ্বন্দ্বে নিত্য বারতা ।



করেছে উপজীব্য প্রেমিকেরে

প্রিয়া তুমি জান তোমারে।

কি খেলিছে তোমার হৃদয় মাঝারে

তোমারও কি এমনই হয়?



সত্য প্রেমে নেই ভয়;



তাইতো প্রেমে সংসার ছেড়ে,

মানুষে বিবাগী হয়।


মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

ডানাভাঙ্গা চিল বলেছেন: ভালো লেগেছে।
আপনার লিখায় সেলিম আনোয়ারের লিখার প্রভাব আছে , ওনার মতই ঘনঘন পোষ্ট দেন। ঘটনা বুঝতে পারছিনা , আপনি কি সেলিম আনোয়ারের মাল্টি নাকি।
লোকটা সিরিয়াস টাইপের বোকা আর খারাপ, ভুলেও ওনার মাল্টি হইয়েন না, ব্লগের কিছু লোক আপনারে শান্তি দিবোনা কৈয়া দিলাম। ;) ;) ;) ;)
মজা করলাম আর কি একটু।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ডানাভাঙা চিল। আসলেই সত্য বলেছেন।মজা উপভোগ করলাম।


ভাল থাকবেন সবসময়। :)

২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: পুরপূর্ণপ্রেম- পরিপূর্ণ প্রেম হবে

কবিতা মোটামুটি।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে অনক ধন্যবাদ।

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

শাবা বলেছেন: তোমাকে আসতেই হবে, হৃদয়ের আকুতি
সত্যি প্রেমিক মনে এ এক প্রচন্ড শক্তি;
জানি আসবে না, তোমাকে হারানোর ভয়
প্রেমে হাজার সন্দেহ মেনে নিবে নিশ্চয়।

প্রেমে কেন আবার সন্দেহ.... :D

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

ধূর্ত উঁই বলেছেন: তাইতো মানুষ বলে।


কমেন্টে ম্যানী ম্যানী থ্যাংকস। :)

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

শ্যামল জাহির বলেছেন: দুটি অনভূতি মিলেই পরিপূর্ণপ্রেম।

কবিতায় ভাল লাগা।।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.