নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূর্ত উঁই

প্রেম মহৎ যদি তা বিশুদ্ধ থাকে

ধূর্ত উঁই

এজগতে যা কিছু আছে চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

ধূর্ত উঁই › বিস্তারিত পোস্টঃ

তুমি কি হতে পারোনা কেবল ভালবাসার আশ্রয়

০৮ ই মে, ২০১৫ রাত ৯:৫৭



এই ঘর্মাক্ত দেহ আর পরিশ্রান্ত পদযুগল

সময়ের জিঘাংসায় গড়েছে কেবল সততার বৃথা আস্ফালন।

ক্লান্তির আকাশ জুড়ে গড়ে ওঠেনি সুরম্য অট্টালিকা,

কালিমার দীপ জ্বেলে সৃজেনি বিলাসিতার জলসা।

তুমি কি কেবলই ক্রীড়নক ঐশ্বর্যের পাহাড়ে,

বিত্তের দেয়ালে ঘেরা ফুলদানীতে সুশোভিত।

কিংবা শ্যাম্পেইনের পেয়ালায় কামনার ধূম,

শুধু অর্থের বিনিময়ে নটীর প্রণোদনা,

তুমি কি হতে পারোনা কেবল ভালবাসার আশ্রয়।

কষ্টের প্রচন্ড দাহে শান্তির পরশ,

শুধু হৃদয়ের বিনিময়ে হৃদয় সম্প্রদান ।

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:০০

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অসাধারণ লেগেছে । প্রশ্নগুলো ব্যাপক অর্থ বহন করে ।

০৮ ই মে, ২০১৫ রাত ১০:০৬

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ । শুভাশিস থাকলো ।

২| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:

লাইন গুলো ভালোই লাগলো; মানুষের অনন্ত আশা, শুধু ভালোবাসা!

০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৩৯

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৮ ই মে, ২০১৫ রাত ১১:১৮

এফ.কে আশিক বলেছেন: তুমি কি হতে পারোনা কেবল ভালবাসার আশ্রয়।
কষ্টের প্রচন্ড দাবদাহে শান্তির পরশ,
শুধু হৃদয়ের বিনিময়ে হৃদয় সম্প্রদান..............

০৯ ই মে, ২০১৫ সকাল ৯:০০

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

৪| ০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৫১

সুফিয়া বলেছেন: তুমি কি কেবলই ক্রীড়নক ঐশ্বর্যের পাহাড়ে

খুব ভাল লাগল কবিতাটি।বিশেষ করে এই লাইনটি। ভাল থাকুন আপনি।

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:২৯

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৫৬

যাযাবর জিয়া বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ধূর্ত উঁই বলেছেন: ভাল লাগায় কৃতজ্ঞতা ।ভাল থাকবেন ।

৬| ০৯ ই মে, ২০১৫ দুপুর ২:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন:
কবিতা ভালো হইছে। যদিও পড়ার সময় ফ্লুয়েন্ট লাগেনাই সেইভাবে, কিন্তু আলাদা আলাদা লাইন হিসেবে ভালোই। :)

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

ধূর্ত উঁই বলেছেন: লিখলাম আরকি ১১ লাইন। ভাললাগছে জেনে খুশি হলাম । ধন্যবাদ । :)

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

ধূর্ত উঁই বলেছেন: শায়মার কবিতার চেয়ে ভাল হইসে । ;)

৭| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:০৩

তৌফিক মাসুদ বলেছেন: দারুন অনুভুতির প্রকাশ। চালিয়ে যান।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৯ ই মে, ২০১৫ রাত ৮:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: একজনের ব্লগে আমি আরেকজনের সাহিত্য নিয়া মন্তব্য করিনা। ;)

০৯ ই মে, ২০১৫ রাত ৮:০৩

ধূর্ত উঁই বলেছেন: আরে ওই যে ভূমিকম্প কন্যা । হাটলে সিড়ি কাঁপে। আর খালি তারছেড়া কমেন্টু । #:-S ;)

৯| ০৯ ই মে, ২০১৫ রাত ৮:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: পুকা ভাই, একজনের ব্লগ ছাইড়া আরেকজনের ব্লগে ঢুকলেই আমার গোল্ডফিশ মেমোরী সিন্ড্রম দেখা দেয় আরেকজনের ব্যাপারে। কিচ্ছু মনে পড়তেছেনা । ;)

০৯ ই মে, ২০১৫ রাত ৮:১৪

ধূর্ত উঁই বলেছেন: নদীতে এত মাছ থাকতে গোল্ডফিশ মেমুরিতে ধরলো ???

গোল্ডফিসতো একুরিয়াম এ ।যাকগা । ভূমিকম্প কন্যা কিন্তু পোকার মনেও কম্পন ধরায়ে দেয়। ;) এটা আবার কাউকে বলবেন না ।সিক্রেট । :) !:#P মাইয়াটা ভালু ।

১০| ০৯ ই মে, ২০১৫ রাত ৯:২১

জেন রসি বলেছেন: কবিতা খারাপ হয় নাই কিন্তু পুকার দেখি মাঝে মধ্যে hallucination হয়। ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

ধূর্ত উঁই বলেছেন: কমেন্টে ধন্যবাদ । হয় মাঝে সাঝে ।

১১| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:৪১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ ভাল লাগায় ।

১২| ১১ ই মে, ২০১৫ রাত ২:৪০

ফ্লাইং সসার বলেছেন: কষ্টের প্রচন্ড দাহে শান্তির পরশ,
শুধু হৃদয়ের বিনিময়ে হৃদয় সম্প্রদান ।-----চমৎকার :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

ধূর্ত উঁই বলেছেন: এ যে মনের আকাঙ্খা চমৎকার তো হবেই ।

বাস্তবে এরকম হয় না ।

১৩| ১২ ই মে, ২০১৫ রাত ২:২৯

ভ্রমরের ডানা বলেছেন: কি সুন্দর ভাষার প্রয়োগ। মন জুড়ানো কবিতা। অনুসরনে নিলাম ভাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

ধূর্ত উঁই বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.