![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির ট্রেলারের দৈর্ঘ্য ৭ ঘণ্টা ২০ মিনিট!
সম্প্রতি ‘অ্যাম্বিয়েন্স’ নামে পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরির কাজ শুরু করেছেন সুইডিস পরিচালক অ্যান্ডার্স ওয়েবারগ। সিনেমাটির সাত ঘণ্টা ২০ মিনিটের ট্রেলার মুক্তি পেয়েছে চলতি বছর। দুইজন পারফর্মেন্স আর্টিস্ট এখানে অভিনয় করেছেন। অধিকাংশ দৃশ্য ধারণের কাজ করা হয়েছে সুইডেনের সমুদ্রতটে।
পরিচারলক অ্যান্ডার্স ওয়েবারগ বলেছেন, পরিচালক বলেছেন, পরীক্ষামূলক কাজ। পূর্ণ ছবিটি দেখতে লাগবে পুরো একমাস। ছবিটি তৈরি করা এক শটে। কোনো সম্পাদনাও করা হয়নি। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমার ৭২ মিনিটের টিজার। এ বছর মুক্তি পেয়েছে ৭ ঘণ্টা ২০ মিনিটের প্রথম ট্রেলার। ২০১৮ সালে নাকি আরো একটি ট্রেইলার মুক্তি দেয়া হবে যার আকার হবে ৭২ ঘণ্টা! পুরো ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত।
আশা করছি চলচিত্রটি কোন একটা রেকর্ড গড়বে! আমি তো অবাক হয়ে গেছি রীতিমত... একটা চলচিত্র দেখার জন্য ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তার উপর আবার ৭ ঘণ্টা ২০ মিনিটের ট্রেলার! অবিশ্বাস্য...
০১ লা মে, ২০১৬ সকাল ১০:০২
হীরক পাখি বলেছেন: আমি খুব চিন্তায় আছি! ভাবছি কতদিন বসে সেটা শেষ করা যাবে।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ রাত ১২:৫৪
রিপি বলেছেন:
আসলেই অবিশ্বাস্য..। শুনে মাথা রীতিমতো ঘুরাচ্ছে।