![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে আমরাই লফালাফি করলাম "তনু হত্যার বিচার চাই" বিচার চাওয়া নিঃসন্দেহে ভাল কাজ। যে যেখানে পেরেছে, ইচ্ছা মত লাফিয়েছি। কেউ ফেসবুক, কেউ টুইটার, কেউ ইউটিউব। অনেক যায়গাতে তার জন্যে মানব বন্ধনও হয়েছে।
তারপর আসলো কি? ৮ মিনিট ১৭ সেকেন্ড! তনু নিয়ে যারা ফেসবুক বা অন্য সামাজিক মিডিয়া কাপিয়ে দিয়েছে সেই ৮ মিনিট নিয়ে তারাই লাফালাফি করছে। বিষয়টা কিছুটা এমন ছিল, "ভাই, লিংকটা দেন" "ওহহহ! সেই মজা পাইছি মাম্মাহ" কি জিনিস রে বাপ" একেই বলে শস্যের মধ্যে ভুত থাকা।
তারপর আবার এই বদরুল। আমরা সামনে পিছে একরকম না। সামনে মুখ ভরে বাতাস দিয়ে উড়িয়ে দিতে পারি। আবার পিছনে বাঁশ নিয়েও খুঁজতে থাকি, কার কোথা দিয়ে ভরা যায়!
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৪
হীরক পাখি বলেছেন: ঠিক তাই।
তবে কেন আমরা এমন করি? বুঝে উঠতে পারি না। আশ্চর্য!! হয়ে যাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৮
রক্তিম দিগন্ত বলেছেন:
সময়ের হিসাবে বদরুল ইস্যুর পরিবর্তে অন্য কিছু এসে পড়ার কথা। বিলম্ব হচ্ছে। তবে ইস্যু এসে যাবে কোন নতুন একটা।
তারপর আবার শেষ কয়েকদিন পরই।