![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে এখনো অনেক রহস্যময় স্থান রয়েছে। যার অনেক কিছুই আমাদের অজানা। তার মধ্যে এমন একটি জায়গা গ্রিসে অবস্থিত।
ছবি- ইন্টারনেট থেকে সংগ্রহীত
জায়গাটি দর্শনীয়, তবে তার বেশি কাছে গেলেই ভয়ানক বিপদ। কেননা, তা মৃত্যুর দুয়ারে টেনে নিয়ে যায় মানুষকে। তাই বহু বছর ধরে এই জায়গার ধারে-কাছেও কেউ যায় না। অবশেষে সেই রহস্য উদ্ঘাটিত হল...
জায়গাটি ‘Hades’ Gate’ নামে পরিচিত। বর্তমানে এটি তুরস্কের ওয়েস্টার্ন ডেনিজিল প্রদেশে অবস্থিত। জানা গেছে, এটির ধারে-কাছে যেকোনো মানুষ থেকে পশুপাখি যেই যাক তার মৃত্যু হয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এটা শুধু গল্পকথা নয়। এটা আসলেই সত্যি।
সম্প্রতি বিজ্ঞানীরা প্রত্নতত্ত্বের উপর লেখা একটি জার্নালে জানিয়েছেন, ওই অঞ্চলে সমানে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড নির্গত হচ্ছে। আজও পর্যন্ত একইভাবেই বেরিয়ে আসছে বিষাক্ত গ্যাস। আর তাই সেখানে গেলেই মৃত্যু অবধারিত। তবে কোনদিকে সূর্য উঠছে আর কোনদিকে হাওয়া বইছে, তার উপর নির্ভর করে কোনদিক থেকে কার্বন-ডাই-অক্সাইড বের হবে। এখানে রাতে এতো বেশি পরিমাণ গ্যাস বের হয় যে, এক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৮
হীরক পাখি বলেছেন: ভয়ানক বলেই ভয় দিলুম!
২| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: কেন এমন গ্যাস বের হয় সেটি জানা যায়নি ?
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৯
হীরক পাখি বলেছেন: নাহ. সেটার বিষয়ে এখনো কিছু আমিও জানি না, আর বিজ্ঞানীরাঅ জানে না।
৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভয়ানক ব্যপার!
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৭
হীরক পাখি বলেছেন:
৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩০
আবু তালেব শেখ বলেছেন: গ্রীসের ভেতর তুরস্ক এলো কি করে
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৩
হীরক পাখি বলেছেন: আমিও ভাবছি, আসলে আমি ইংরেজি থেকে পড়ে নিজে লিখেছি, যেমন লেখা ছিল তেমনি লিখেছি। সমস্যা টা বুঝলাম না। তবে দুঃখিত!!
৫| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬
ফেরদৌসা রুহী বলেছেন: গ্রীস আর তুরস্ক এক করে ফেলেছেন।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৭
হীরক পাখি বলেছেন: লজ্জাহ!!
৬| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৩
*** হিমুরাইজ *** বলেছেন: পৃথিবীতে রহস্যর শেষ নেই।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৮
হীরক পাখি বলেছেন:
৭| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: *** হিমুরাইজ *** বলেছেন: পৃথিবীতে রহস্যর শেষ নেই।
সহমত।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৮
হীরক পাখি বলেছেন:
৮| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫
নূর-ই-হাফসা বলেছেন: জানা ছিল না ধন্যবাদ জানানোর জন্য
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৯
হীরক পাখি বলেছেন:
৯| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সুমন কর বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: গ্রীস আর তুরস্ক এক করে ফেলেছেন। -- হুম !!
০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৮
হীরক পাখি বলেছেন:
১০| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৫
আবু তালেব শেখ বলেছেন: তুরস্কের এই গুহাটা বন্ধ আছে এখন। সরকার কতৃক এটা বন্ধ করা হয়েছে
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:২২
হীরক পাখি বলেছেন: ওহ আচ্ছা! আমার জানা ছিল নাহ। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬
কামরুননাহার কলি বলেছেন: ও মাই গড বেশ ভয়নাক তো কথা তো।