![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিভাবে একজন শিক্ষক কোন কম্পিউটার ছাড়াই কম্পিউটার প্রযুক্তির ক্লাস নেন???
ঘানার কুমসি শহরের এক স্কুলে রিচার্ড আপিয় আকাটো নামের এক তরুন শিক্ষক মাইক্রোসফট অফিস আইটেমের উপর ক্লাস করান কিন্তু মজার কথা হচ্ছে তার ক্লাসে বা প্রতিষ্ঠানে কোন কম্পিউটার নেই। তিনি ব্ল্যাকবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ডের নকশা তৈরি করে তা থেকে ছাত্রদের কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে শিক্ষাদান করেন।
ফেসবুকে এই ছবিটি পোস্ট করার সময় আকাটো মন্তব্য করেছেন এই বলে যে ঘানার ক্লাসরুমে আইসিটি শেখানোর অভিজ্ঞতা খুব মজার।
তিনি আরো বলেন, আমি আমার ছাত্রদের খুবই পছন্দ করি। তারা যাতে আমার ক্লাসের পড়া ভালভাবে বুঝতে পারে, তার জন্য যা করার দরকার আমি তাই করবে।
ইন্টারনেটে তার ছবিটি হাজার হাজার বার শেয়ার হওয়ার পর মাইক্রোসফট কর্পোরেশন ঘোষণা করেছে যে তারা তাকে নতুন কম্পিউটার পাঠাবে।
আকোটো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার স্কুলে ২০১১ সাল থেকে কোন কম্পিউটার নেই। কিন্তু সেই শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ওপর একটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়।
ছাত্রদের প্রতি একজন শিক্ষকের এই পরিমাণ নিষ্ঠা দেখে অনলাইনে অনেকেই তার প্রশংসা করেন!
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৬
হীরক পাখি বলেছেন: মানুষটির ধৈর্য দেখে সত্যিই হতবাক আমি!
২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
উনার সাথে পরিচয় থাকলে, আপনি উনাকে একটা ল্যাপটপ কিনে দেন।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৭
হীরক পাখি বলেছেন: সত্যিই পরিচয় থাকলে আমার ল্যাপটপ এবং একটা প্রোজেক্টর কিনে দিতাম! তবে মাইক্রোসফট তার প্রতিষ্ঠানে কম্পিউটার দেওয়ার কথা বলেছেন।
৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২
মলাসইলমুইনা বলেছেন: অনলাইনে এই শিক্ষককে দেখে মাইক্রোসফট তাকে ও তার ক্লাসের জন্য কম্পেউটার দেবার ঘোষণা করেছে কয়েক দিন আগে | হয়তো এর মধ্যে পৌঁছে গেছে সেসব কম্পেউটার |
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৪
হীরক পাখি বলেছেন:
৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪
আবু তালেব শেখ বলেছেন: এরা প্রকৃত শিক্ষক। প্রশ্ন ফাসের ট্রেনিং এদের নেই
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬
হীরক পাখি বলেছেন: সহমত!
৫| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: সত্যিই ব্যাপার টা চমৎকার । এমন শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার ।
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০২
হীরক পাখি বলেছেন: বিশ্বের তিনটি স্থানে ছাড়া অন্য স্থানে পাওয়ার সম্ভাবনা আছে!
৬| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভাল লাগল। আমাদের দেশের বর্তমান শিক্ষার অবস্থা দেখে আফসোস করা ছাড়া কোন উপায় দেখছি না।
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০২
হীরক পাখি বলেছেন: হুম.
৭| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: গ্রেট।
০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০২
হীরক পাখি বলেছেন:
৮| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫১
টারজান০০০০৭ বলেছেন: এ আর এমনকি ! ইউনিভার্সিটি লেভেলে DBMS কোর্সও কম্পিউটার ছাড়াই পড়াইতে দেখিয়াছি ! আর ইহা তো ইস্কুল লেভেলে !
তবে শিক্ষকের ধৈর্য্য, উদ্ভাবনী প্রচেষ্টা প্রশংসাযোগ্য !
৯| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৪
মাষ্টার দা’ বলেছেন: আমাদের অজুহাত দানকারী আর ফাকিবাজ কোচিংবাজ শিক্ষকরা কি শিখবেন উনার কাছ থেকে????
দারুন ঘটনা জানানোয় আপনাকে ধন্যবাদ
১০| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি বিস্ময়কর!
যাক। অবশেষে মাউক্রসফটের সুদৃষ্টি পেল। এগিয়ে যাক এবার তথ্য প্রযুক্তিতে
+++
১১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৫
সিফটিপিন বলেছেন: কম্পিউটার নেই বলে আমরা তার পরিচয় জানতে পারলাম।
১২| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:১০
রায়হানুল এফ রাজ বলেছেন: ইচ্ছা থাকলে উপায় হয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
শাহিন বিন রফিক বলেছেন: স্যালুট অদম্য এই মানুষটিকে।