| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমকালের গান
আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।
ভারতে গনতন্ত্রের জয় হয়েছে বলে আমার মনে হয় না। বরং নৈতিক পরাজয় হয়েছে বলে মনে করছি। এটা বুঝতে কোন সমস্যা হয় না যে কংগ্রেসের ব্যর্থতাই তাদের পরাজয়ের এবং বিজেপির জয়ের মুল কারন। সেক্ষেত্রেও আম আদমী ছিল যথেষ্ঠ ভাল বিকল্প।
কেজরী ওয়াল ও আম আদমী ইতিমধ্যে খুব ভাল প্রমান দিয়েছেন তাদের যোগ্যতার। ভারতীয়রা বরং যোগ্য নতুনকে বরন করে নেবার সাহসের প্রমান দিতে পারত আম আদমীকে জিতিয়ে। তারা দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে সাম্প্রদায়িক শক্তিকে জিতিয়েছে। এর জন্য ভারতকে কতখানি মূল্য দিতে হয় সেটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু বাংলাদেশ ও বিশ্বকেও যদি কোন ক্ষতি স্বীকার করতে হয় তো সেটা খুব দুঃখজনক ব্যাপার হবে।
©somewhere in net ltd.