![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বেড়ে উঠা মূলত চট্টগ্রামে, হালিশহরে। এরপর কিছুদিন ঢাকায় থেকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ছিলাম কয়েক বছর। গ্র্যাজুয়েশন করি চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি থেকে। ২০০৪ এর শেষ থেকে আবার ঢাকায় বাস। কাজ করি www.abac-bd.com তে। আমাদের অন্যতম প্রোডাক্ট হলো notunbazar.com। আশা করি একদিন কৃষক, মজুরদের জন্য কিছু করতে পারব। ভালবাসি আধুনিকতা। বিশ্বাস করি মধ্যম পন্থা। কষ্ট পাই সীমারেখার বিভেদে। "এক পৃথিবী, এক দেশ"। স্বপ্ন দেখি আমার ছেলে একদিন আধুনিক, সমৃদ্ধ, শান্তিপূর্ন বাংলাদেশ দেখবে।
বন্ধুরা, গত পরশুদিন সকালেই পিনাক-৬ উদ্ধার কার্যক্রম থেকে ইস্তফা দিয়েছে সরকার। জানি আমাদের ইভেন্টটাও এক সময় স্তিমিত হয়ে যাবে। তারপরে জীবন সবসময় যেরকমভাবে চলে, সেরকমই চলতে থাকবে।
আমরা চাই পিনাক-৬ ডুবি, বাংলাদেশে লঞ্চডুবির একটা নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ানো, একজন দুষ্কৃতকারীর নৌ মন্ত্রীর পদ দখল করে রাখা - এসব কিছুর বিরুদ্ধে একটা প্রতীকী এবং অহিংস প্রতিবাদ করে আমরা ইভেন্টটা শেষ করি।
এই লক্ষ্যে আমাদের ইভেন্টের শেষ দিনে অর্থাৎ ২২শে অগাস্ট সকাল ১১টায় আমরা ঢাকা এবং আশেপাশের অন্যান্য সব জেলাগুলো থেকে মাওয়া ঘাটে যেয়ে একত্রিত হয়ে শাহজাহান খানের কুশপুত্তলিকা পদ্মায় নিমজ্জন করবো। আসুন আমাদের দেখা হোক মাওয়া ঘাটে। আমরা আর কিছু না পারি, নৌমন্ত্রীর কুশপুত্তলিকার সলিল সমাধি করে প্রতীকি মাধ্যমে আমাদের প্রতিবাদটা সবাইকে জানাই।
এই একই ব্যাপার, অর্থাৎ 'নৌ-মন্ত্রীর কুশ পুত্তলিকা নিমজ্জন' প্রক্রিয়া, বাংলাদেশের যে কোনো ব্যাক্তি বা গ্রুপ তাদের নিজ নিজ জেলায় বসে যে কোনো নদী, খাল, বিল, পুকুর এমনকি চৌবাচ্চার মধ্যেও সংঘটিত করতে পারেন। আর এই ইভেন্টের সব ছবি আর খবর আপনারা চাইলেই আপলোড করতে পারেন আমাদের এই ইভেন্ট পেইজটায়।
আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে মন্ত্রীর এই অপরাধী দায়ীত্বহীনতার, এই নিরন্তর লঞ্চডুবির একটা শেষ চাই। এবং দেশবাসীকে মুখ তুলে বলতে চাই যে এই অন্যায়, এই নির্যাতনের শেষ চেয়ে আমরা একটা কিছু করেছিলাম। তা নাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আপনাকে, আমাকে, আমাদেরকে কখনোই ক্ষমা করবে না।
ইভেন্ট লিংক: নৌ মন্ত্রীর অপসারণ চাই
#RemoveShahjahan #ShahjahanMustGo #ProtestBangladesh
পোষ্ট:
ঐক্যবদ্ধ বাংলাদেশ
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩
সমকালের গান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৯
তিক্তভাষী বলেছেন: কুশপুত্তলিকা প্রজ্বলনের পরিবর্তে নিমজ্জন। গ্রেট আইডিয়া।