![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।
বিয়ে বাড়ি বা হোটেলে খাবার খাওয়ার পরেই আসে মাজাদার এক গ্লাস বোরহানি। অতিরিক্ত তেলযুক্ত মসলাদার খাবার খেয়ে জিহ্বার আড়ষ্টতা দূরীকরণে তা খুবই কার্যকর। শুধু তাই নয়, বোরহানির প্রধান উপকরণ টক দইয়ে আছে আমিষ, ভিটামিন, মিনারেল ইত্যাদি। টক দইয়ে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া যা আমাদের সঠিক হজমে সাহায্য করে। এতে দুধের চেয়েও বেশী ভিটামিন বি, ক্যালসিয়াম ও পটাশ পাওয়া যায়। যা দেহের সুস্থতার জন্য খুবই উপকারী। তাই আসুন আজই বাসায় বসে নিজের হাতে এক মিনিটেই বানিয়ে ফেলি বিয়ে বাড়ির বোরহানি।
যা যা লাগবে
টক দই আধা কেজি, পানি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ চা চামচ, আদা বাটা এক চিমটি, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া সামান্য, সাদা গোলমরিচ গুঁড়া এক চিমটি, বীট লবণ ১ চা চামচ, লবণ ১ চা চামচ, পুদিনা পাতা বাটা ২ চা চামচ, কাঁচা মরিচ বাটা আধা চা চামচ।
যেভাবে করবেন
টক দইয়ের সঙ্গে সব উপকরণ দিয়ে দিন ভালোভাবে এক মিনিট ব্লেন্ড করে নিন। বাড়িতেই তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ির মজার স্বাদের বোরহানি। এখন আপনার পছন্দের পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার বোরহানি ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
ইমরান আশফাক বলেছেন: ঠিক ধরেছেন, ছাকলে ভালো হয় তবে না ছাকলেও চলবে।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
" ধনিয়া গুঁড়া আধা চা চামচ, "
- ধনিয়া গুঁড়া কিডনীর জন্য ভয়ংকর খারাপ; ধনিয়াকে বাংলাদেশ থেকে উৎখাত করুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
ইমরান আশফাক বলেছেন: হতে পারে, পরিমানটা আপনার সুবিধামত কমবেশী করে নিন।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮
সুমাইয়া রহমান বলেছেন: ভালো রেসিপি..
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: বাহ !!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯
ইমরান আশফাক বলেছেন: বানিয়ে ফেলুন, উপাদানগুলি নিজের পছন্দমত কমবেশী করে নিতে পারেন।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫
শায়মা বলেছেন: বানিয়েছিলাম অনেকবার। আর নিজের বানানোটাই সবচেয়ে মজার হয়।
২৪ শে মে, ২০১৫ রাত ১১:২৯
ইমরান আশফাক বলেছেন: উপাদানগুলি কমবেশী করে কিছু এ্যাড করে কিছু বাদ দিয়ে আপনি রকমারী বোরহানী তৈরী করতে পারেন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি নিজে এই সব বানাতে পারবোনা তবে বোরহানী আমার অনেক প্রিয় পানীয় ।
৭| ২৪ শে মে, ২০১৫ রাত ৩:৩৬
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ,শিখে নিলাম
২৪ শে মে, ২০১৫ রাত ১১:৩১
ইমরান আশফাক বলেছেন: আমি নিয়মিতই ঘরে বানিয়ে খাই কোন উপলক্ষ ছাড়াই, আপনাকে অনেক ধন্যবাদ।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩
নতুন নকিব বলেছেন:
গুড! থ্যাঙ্কস এ লট।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
ঢাকাবাসী বলেছেন: ব্লেন্ড করার পর ওটাকে ছাকতে হবে মনে হয়। ভাল পোস্ট, ধন্যবাদ।