![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।
বাংলাদেশীদের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় রাজনীতিবিদ ওমর আবদুল্লাহ, তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মূখ্যমন্ত্রী। সিডনী ক্রিকেট গ্রাউন্ডে (এসজিসি) অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ভারতের হয়ে ক্ষমা চাইলেন বাংলাদেশী সমর্থকদের কাছে। টুইটারে নিজের অফিসিয়াল একাউন্টে তিনি বলেন," প্রিয় বাংলাদেশ, আমরা জানি কাপ পাওয়ার জন্যে ছল-চাতুরী করে জিতেছিলাম। কিন্তু এবার অন্তত: অভিশাপ দেওয়া বন্ধ কর। ধন্যবাদ।"
@abdullah_omar
4:30 PM - 26 Mar 2015
Dear Bangladesh, we are sorry you were cheated out of taking the cup home but please take back nazar you have applied to team India. Thanks.
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৪
ইমরান আশফাক বলেছেন: ওরা এক্ষেত্রে চোখ বন্ধ করে রাখে।
২| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬
সেলু বলেছেন: আমরা ঠিকই অষ্ট্রেলিয়াকে হারাতে পারতাম কেননা আমরা খেলার সময় ষোল কোটি মানুষ এক হয়ে যাই। লেখককে ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৩
ইমরান আশফাক বলেছেন: সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়াকে হারানোর যদি সেমিতে যেতে পারতাম।
৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৬
সেলু বলেছেন: আম্পাইয়ার দিলে তো সেমিতে যাবো ভাইয়া, একদিকে আ্ইপিএল এর হাতছানি.....এরাই বা যাবে কোথায়? টাকার লোভ কার নাই, বলুন।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১
ইমরান আশফাক বলেছেন: সবকিছুর প্রয়োজন আছে, তবে অবশ্যই মাত্রাছাড়া নয়। আইসিসির টাকার প্রয়োজনটা রীতিমত লোভে পরিনত হয়েছে এবং এর জন্য এহেন কাজ নেই যা তারা করতে পারে না। তাদের বুঝা উচিৎ কোথায় থামতে হবে।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
উনি রাজনীতিবিদ; আর ক্রিকেট হলো খেলা
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৭
BM SALEK MAHBUB বলেছেন: প্রত্যেকটা ইন্দিয়ানের এই উপলব্ধি হওয়া উচিত।