![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I know that I am intelligent because I know that I know nothing.
কাজের ক্লান্তিতে যখন বিশ্রাম নেব ভাবছিলুম ঠিক তখনই মনে হলো অনেকদিন ভালবাসা জিনিসটাকে নিয়ে একদম ভাবার অবকাশ হয়না। ভাবতে বসে যেটা ভেবেপেলুম সেটা ভেবেই এখন নিজেকে দিব্যি পাগল ভাবতে ইচ্ছে করছে। আরেহ! যে ভালবাসার জন্য জীবনে এত পাগলামি, কত আয়োজন, শত শত ভালবাসার খেজুরের তাজা রস মেশানো মিষ্টি কথার রেহার্সাল আর কতটা সময় যে নষ্ট করেছি - সেই ভালবাসাটাকেই আমি আসলে ভালবাসিনা, ভালবাসিনিও কোনদিন হয়তো, পুরাটাইকি ছিল তাহলে একটা সাময়িক ঘোর? জানি এর উত্তর সহজে পাওয়া সহজ নয়, সম্ভবও না। তাহলে?
এই ভালবাসা নামক বস্তুটাকে আমার কাছে এখন বিরাট দেয়াল মনে হয়! জেলখানার লোহার শিকগুলোর চেয়ে এই ভালবাসাকে আমি বেশি ঘৃনা করি। যাবত জীবন শাস্তি পাওয়া আসামির মত মুক্তি নেশায় রাত টাকে মনে হয় সপ্তাহ আর প্রতিটা দিন যেন কয়েকটি মাসের মত ল--ম্বা।
জীবনটাকে খেজুর গাছে ঝুলানো গলায় দড়ি দেয়া মাটির ছোট কলসের মত মনে হয়, মানুষ মিষ্টি রসের কথা চিন্তা করেছে আর আমি গলায় বাধা রশিটার যন্ত্রনায় মৃত প্রায়। দেখা যাক কি হয়।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১
ঘোর বলেছেন: বাংলাদেশের প্রথম সামাজিক গণমাধ্যম
http://madeinbangladesh.biz
ক্লিক করুন, সঙ্গে থাকুন