![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I know that I am intelligent because I know that I know nothing.
কচ্ছপ হয়ে দেখেছি, আবার কখনোবা চিতা বাঘ!
সাপের মত সাতরে পাড়ি দিয়েছি নদী পেরিয়ে সাগর।
আবার গা এলিয়ে চিত সাতারে ভেসে থেকেছি দিনের পর দিন।
আনমনে দুহাটুতে মাথা গুঁজে কাটিয়েছি বহুক্ষন, পরক্ষনেই
ছুট! মাছির গতিতে, কিংবা আরো দ্রুত!
শুধু বদলায়নি ঐ ঘড়ির কাটার স্রোত। নিষ্ঠুর,
সমান তালে কেটে যাচ্ছে জীবনের পথ! আর কতদূর?
সেযে মানব জ্ঞানের উর্ধে! হয়তো,
পরের ধাপটাতেই শেষ হবে সব, এরপর আঁধার, গভির,
বড্ড গভীর! শ্বাস প্রশ্বাসে মাপার সাধ্যি নেই।
তবু প্রস্তুতির ঘাটতি কই, জমকালো সব থেকে যাবার আয়োজন।
দুটো স্বত্ত্বা, একটিতে বুঝে, অন্যটি বড্ড অবুঝ!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
ডিজিটাল প্লানেট ট্রাকার বলেছেন: ধন্যবাদ, আসলে পথের শেষ বুঝাতেই আমি ফটোখানা ব্যবহার করেছি। সাথে রহস্য যোগ হয়েছে নিচের অংশটুকু না বুঝতে পারার জন্য।
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
নাজনিন সন্ধি বলেছেন: মন খারাপ হয়ে গেল
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
ডিজিটাল প্লানেট ট্রাকার বলেছেন: মন খারাপ থেকেই লেখা।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১
ডিজিটাল প্লানেট ট্রাকার বলেছেন: ধন্যবাদ, কথাকথিকেথিকথন
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার কবিতা।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
ডিজিটাল প্লানেট ট্রাকার বলেছেন: উতসাহের পালে হাওয়া, আরেকটু অগ্রসর হইবার পাথেয় জুটিল। ধন্যবাদ, দিগন্ত!
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্ দারুন লিখেছেন তো।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫
ডিজিটাল প্লানেট ট্রাকার বলেছেন: অনেক ধন্যবাদ উৎসাহের জন্য, মনে জোর পেলুম
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
কাজী মেহেদী হাসান। বলেছেন: পরের ধাপটাতেই শেষ হবে সব, এরপর আঁধার, গভির,
বড্ড গভীর-- ভিন্নরকম যদিও চিরন্তন
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮
ডিজিটাল প্লানেট ট্রাকার বলেছেন: চিরন্তনে যত অবহেলা মানবের
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে এবং প্লাস।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
ডিজিটাল প্লানেট ট্রাকার বলেছেন: ধন্যবাদ সুমন, অনুপ্রেরনা বড্ড দরকার
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
সাতপাঁচ বলেছেন: সিম্পলিক ছবিখানা দারুন হয়েছে, জীবন থেকে মৃত্যু, এরপর রহস্য