![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I know that I am intelligent because I know that I know nothing.
মনটা আজ নিষিদ্ধ পল্লি, নকল রঙে রঙিন সাজ, কখনো টুংটাং
বেসুরো ধ্বনিতেও আসলে ভক্তি, কিন্তু বড্ড ক্ষনিকের!
আবার মিলিয়ে যায় সব, কতসব জমকালো পর্দা, এগুলো
ভেদ করা কি চাড্ডিখানি কথা! তবু মসজিদ, মন্দির, গীর্জায়
জনতার সরব উপস্থিতি, সেটাই বা কিসের টান!
শরীরের সুখেও মনের অস্বস্তি, আবার মনের তৃপ্তিতে
শরিরে আফসোস! বিচত্র! রসের সাগরেও নোনতা স্রোত!
সাম্যতা নেই কি তবে প্রকৃতিতেও? নাকি ভাবনার উর্ধে!
বিশ্বাসে অবিশ্বাস মিশে একাকার, তবু দেখতে ঠিক জীবনের মত!
জীবনকে দেখা হয়নি কখনো কিন্তু সেটাই যেন
সবচেয়ে আপন! তাকেই সুখে করতে তাকেই মেরে ফেলা,
একটু অবাক হবারই কথা, সেখানেও উদাহরন অহরহ!
সবচেয়ে বুদ্ধিমানরাই হয়তো সর্বাধিক বোকা হয়!
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
সাতপাঁচ বলেছেন: ভাল লিখেছেন, ভাবনাগুলোকে একবার নাড়িয়ে গেল+
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
নাজনিন সন্ধি বলেছেন: বেশি বুদ্ধিমানরাই বোকার মত আচরন করবে সেটাই স্বাভাবিক, বিষয়টা হতাশার, অবাক হবার মত কিছু নয়। তবে ভাল লিখেছেন