নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I don\'t have time to hate people who hate me because I am too busy in loving people who love me.

ডিজিটাল প্লানেট ট্রাকার

I know that I am intelligent because I know that I know nothing.

ডিজিটাল প্লানেট ট্রাকার › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধিমান বোকা!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

মনটা আজ নিষিদ্ধ পল্লি, নকল রঙে রঙিন সাজ, কখনো টুংটাং
বেসুরো ধ্বনিতেও আসলে ভক্তি, কিন্তু বড্ড ক্ষনিকের!
আবার মিলিয়ে যায় সব, কতসব জমকালো পর্দা, এগুলো
ভেদ করা কি চাড্ডিখানি কথা! তবু মসজিদ, মন্দির, গীর্জায়
জনতার সরব উপস্থিতি, সেটাই বা কিসের টান!

শরীরের সুখেও মনের অস্বস্তি, আবার মনের তৃপ্তিতে
শরিরে আফসোস! বিচত্র! রসের সাগরেও নোনতা স্রোত!
সাম্যতা নেই কি তবে প্রকৃতিতেও? নাকি ভাবনার উর্ধে!

বিশ্বাসে অবিশ্বাস মিশে একাকার, তবু দেখতে ঠিক জীবনের মত!
জীবনকে দেখা হয়নি কখনো কিন্তু সেটাই যেন
সবচেয়ে আপন! তাকেই সুখে করতে তাকেই মেরে ফেলা,
একটু অবাক হবারই কথা, সেখানেও উদাহরন অহরহ!
সবচেয়ে বুদ্ধিমানরাই হয়তো সর্বাধিক বোকা হয়!





মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

নাজনিন সন্ধি বলেছেন: বেশি বুদ্ধিমানরাই বোকার মত আচরন করবে সেটাই স্বাভাবিক, বিষয়টা হতাশার, অবাক হবার মত কিছু নয়। তবে ভাল লিখেছেন :)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

সাতপাঁচ বলেছেন: ভাল লিখেছেন, ভাবনাগুলোকে একবার নাড়িয়ে গেল+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.