![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I know that I am intelligent because I know that I know nothing.
এক ফোটা কান্নার সুর আর দুমুঠো ভালবাসা ভরা ছোট্ট কৌটো,
গোটা কয়েক আবেগের মোড় পেরিয়ে স্বপ্নের চৌরাস্তা,
ব্যস, থমকে দাড়াবার জোগাড়! ঘোলাটে, সব ঘোলাটে!
সেখানেই জড়ো করা নানা রঙের প্রতিক্ষার সব প্রহর গুলো,
কোন এক পথ বেয়ে হয়তো ফিরে আসবে তুমি,
কিংবা প্রতিক্ষাই হবে এ ভালবাসার বর্ণমালা।
ফেলে আসা পথগুলো জলীয় বাষ্প, সে পথ শুন্যতায় একাকার,
ভেসে থাকে স্মৃতির মেঘ, চোখভেজা সকাল, সন্ধে কিংবা স্বলজ্জ নীশি।
এক-দুই-তিন শুন্যতা গুনি, লিখে যাই না'মেলা হিসেবের খাতায়।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
সাতপাঁচ বলেছেন: অসাধারন লিখেছেন গুরু