নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা বাকের ভাই এর ডায়েরী ,

ডিজিটাল বাকের ভাই

০০০০০১১১১১১

ডিজিটাল বাকের ভাই › বিস্তারিত পোস্টঃ

শহিদ মিনার কি পবিত্র ?

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬

পবিত্রতার সংজ্ঞা কি ?
শহিদ মিনার কি পবিত্র ?

এই প্রশ্নের উত্তর দেয়ার আগে বলা দরকার ,
শুধুমাত্র বিয়েনপি- জামায়াত ইসলাম ছাড়াও আওয়ামিলিগ ও মানুষের ধর্মীয় আবেগ - অনুভূতি নিয়ে রাজনীতি করে ......

কারন ,
প্রতিদিন শহীদ মিনারের পাদদেশে জুতা পায়ে লোকজনের চলাচল ,
প্রতিদিন শহীদ মিনারে সিগারেট-গাজার আড্ডা চলে ... ( এটা সন্ধ্যার পরে গেলেই দেখা যায় )

সেই সময় কি শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হয় নাহ ?
তখন সরকার কি জনগণের কাছে রাজাকারের বিচারের মুলা ঝুলাইয়া মাস্টারবেশন করে ?

যতটুকু জানি ,
পিয়াস করিমের লাশ বায়তুল মোকাররম মসজিদে নিয়ে যাওয়া হবে ,
-তখন কি মসজিদের পবিত্রতা নষ্ট হবে না ?
-তখন সেখান থেকে শহীদ মিনার জায়গাটিকে ' নাস্তিকদের আখড়া ' এমন ঘোষণা করা হবে না , এটার কি গ্যারান্টি আছে ?

হঠাত করে কোন জায়গাকে বিশেষভাবে পবিত্র(!) ঘোষণা করার অর্থই হল , আবারো সাধারণ জনগণকে নিশ্চিতভাবে ধর্মীয় উগ্র মৌলবাদী শ্রেনীর মুখোমুখি দাঁড় করানো ......
যার পরিণতি হয়ত খুব শুভ হবে নাহ ...... খিয়াল কইরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.