নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিগন্তের শেষ বলে কিছু নেই।

দিগন্তপথ

চেতনা, চিন্তা এবং বোধ প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ আছে। আমাদের উচিত এই পৃথক অর্থ গুলোকে পৃথক করে বোঝা। জীবনের প্রতিটি মুহূর্ত কে উপভোগ করা বুদ্ধিমানের কাজ। আমি নস্টালজিক নই, নই ধর্মীও বোধে অন্ধ। আমি সবার সাথে পথ চলতে চাওয়া এক পথিক।

দিগন্তপথ › বিস্তারিত পোস্টঃ

*****এ্যাল্ফাবেট*****

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫১

*****এ্যাল্ফাবেট*****

হয়তো এমনও হতে পারতো
তুমি আসলে না
আমি বড় রাস্তার পাশে দঁড়িয়ে
একের পর এক রিক্সা দেখে যেতাম
সিগারেট টানতে টানতে শুষ্ক কন্ঠে
কন্ডেন্সমিল্কের চা রাস্তার ধারের
আধো-ধোয়া পেয়ালায় তৃপ্তির চুমুক দিয়ে
আবারও ধরাতাম ধুম্রশলাকা।
এমনও হতে পারতো
তুমি বর্ণমালার মতো ক্ষুদ্রক্ষুদ্র শব্দ চয়নে
বাক্যগঠনে করোনি সৃষ্টি মায়া
আমিও ভালোবাসিনি
কাছেও আসিনি
দেইনি দেখতে আমার ছায়া!
এরকম হতে পারতো
আমাদের আর হলোনা ফেরা
কোন এক ধুম্রবিভ্রাটে আমরা ভুলেছি ঠিকানা
যেমন ছোট শিশু মাঝে মাঝে ভুলে যায় বর্ণমালা।
অথবা আমাদের থাকতোনা বেতার যোগাযোগ
মোবাইল কোম্পানিগুলোর থাকতো না
কোন রাতজাগা অফার
আমাদের মধ্যে হতোনা কোন প্রতিজ্ঞা।
অথবা এমন হতো
আমাদের দিনগুলোতে শুরু হতো
কোনো মহাযুদ্ধ
মহামারীতে খাদ্যের খোঁজে ক্ষুধার রাজ্যে
আমি হোতাম দেশান্তর
তুমি হতে কোন রাজার সম্রাজ্ঞী
দুধে-আলতায় হতে বিলাসী।
হয়তো তুমি হতে পারতে
আদরের দুলালি অথবা
পিয়ারাভনের 'সনেট'!
পুনর্জন্মে কোন একদিন উজ্জ্বল নক্ষত্র হয়ে
আমি ফিরে আসতাম
আমি জন্ম নিতাম
হোয়ে কোনো অনবদ্য 'এ্যাল্ফাবেট'!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪২

শায়মা বলেছেন: খুবই সুন্দর কবিতা ভাইয়া। সত্যিই আমার খুবই ভালো লাগলো!

২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

দিগন্তপথ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

২| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: বেশ মায়াময়, সুন্দর কবিতা। + +

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৯

মিরোরডডল বলেছেন:




বাহ! জীবনের সাথে সম্পৃক্ত করা যায় এমন একটা লেখা।

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

৫| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.