নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেতনা, চিন্তা এবং বোধ প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ আছে। আমাদের উচিত এই পৃথক অর্থ গুলোকে পৃথক করে বোঝা। জীবনের প্রতিটি মুহূর্ত কে উপভোগ করা বুদ্ধিমানের কাজ। আমি নস্টালজিক নই, নই ধর্মীও বোধে অন্ধ। আমি সবার সাথে পথ চলতে চাওয়া এক পথিক।
আমি একটি অশরীরী গন্ধ পেয়ে
ঘুম থেকে জেগে উঠলাম
গন্ধটা ছিলো না কোনো গলিত লাশের
গন্ধটা ছিলো না কোনো আস্তাকুঁড়ের
আমি তাই বারবার উঁকিঝুঁকি দেই
গন্ধের উৎস খুঁজতে।
আমি জেগে উঠলাম বুদবুদ শব্দে
হাঁড়িতে রাধুনির চামচের শব্দে
ফোঁড়ন দেয়া মশুরের ডাল
মাছের ঝোলের গন্ধে আমি জেগে উঠি
নিজেকে সংযত করতে।
আমি নিজেকে গুটিয়ে নেই আড়ালে।
আমি জেগে উঠলাম পালানোর জন্যে
হাঁড়ির ভাত বারা হয়েছে পাতে
মশুরের ডাল, সাথে মাছের ঝোল
আমি দৌড়াতে থাকি
চিৎকার করে ভিক্ষা চাইতে থাকি
"ভাত দিস না শুয়োরের বাচ্চারা"
আমাকে বাঁচতে দে!
©
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
জিনাত নাজিয়া বলেছেন: কবিতা ভালো লেগেছে। এরকম ইন্ডাইরেক্টলি সব বুঝিয়ে দেয়াটা আমার অন্তত ভালো লেগেছে। কবির জন্য শুভকামনা।
৩| ০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪১
দিগন্তপথ বলেছেন: ধন্যবাদ
৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩০
এসো চিন্তা করি বলেছেন: ভালো লিখেছেন ভাই ❤️ আমার লেখাগুলো পড়বেন ভাই
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩৬
সোনাগাজী বলেছেন:
কবিতা ভালো লাগেনি।