নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

প্রশ্রয় চাই!

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

যারা ভালোবাসার কাঙ্গাল, তাদের কখনো ভালোবাসার লোভ দেখাতে নেই, যদি নাই পারো সঙ্গী হতে, মিছে হাত বাড়িয়ে ডেকো না,

ভবঘুরে অভিমানী এই মনটাকে আর কত বুঝিয়ে শান্ত রাখা যায় বল?

আজকে তুমি করছো মিছে ঠাট্টা, জানো কি তোমার এই ক্ষণিকের ঠাট্টা এই হৃদয়ে কতটা গভীর ক্ষত তৈরি করে? জানো না!

আমি হাসি, আমার ওই হাসির আড়ালে লুকানো কষ্ট তুমি দেখোনা, দেখোনা আড়াল পেলে চোখের জলে করি তোমার ছলনা গুলো ধুয়ে-মুছে একাকার করার ব্যর্থ চেষ্টা...

তুমি জানো না, চোখের কোনে হাজার রঙিন স্বপ্ন নিয়েও আমি ছন্নছাড়া, লক্ষ্মীছাড়া!

জানো না আমার এই ভীষণ শক্ত খোলসে মোড়া মনের ভেতর, আরেকটি নরম মন লুকিয়ে রাখি অনেক যত্নে...!

এসবের কিছুই জানো না তুমি, আমি জানতে দেইনা বলে, জানো না বলেই ঠাট্টা করা অনেক সহজ তোমার কাছে!

তুমি জানো না বলেই প্রতিবার আমিও হেসে উড়িয়ে দিতে যাই...

দুর্ভাগ্য আমার, পোষা কবুতরের মতো অনেক দূরে উড়ে গিয়েও বেলা শেষে আমার কাছেই ফিরে আসে ওরা...

একটা অনুরোধ করবো? তোমার হাতটা একটু ধরে রাখার দুঃসাহস দেখাতে চাই?

আমার এই দুঃসাহসটাকে একটুখানি প্রশ্রয় কি দেবে???

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ছন্নছাড়া সিফাত বলেছেন: ব্লগে স্বাগতম।প্রথম কমেন্ট ও প্রথম ভালো লাগা দিয়ে গেলাম।হ্যাপি ব্লগিং

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০

অজয় বলেছেন: আমি জানি তুই পারবি.।.।.।।। carry on.....সবসময় থাকব কথা দিলাম

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

দিলরুবা মুন বলেছেন: আপনাকেও "ভালো লাগা" দিয়ে দিলাম :-P :-P :-P

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বাউন্ডুলে আমি বলেছেন: ব্লগ পাইছি ,ব্লগার ও পাইছি ।এখন আপনারে দিয়াই ইন্টারনেট চালামু ।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আমি দার্শনিক বলেছেন: শেষ পর্যন্ত তুমিও নাস্তিক হয়ে গেলা?

----
শ্রাবন।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

কালোবক বলেছেন: ভালা হয় নাই B-) B-) B-)
আরেকটু বড় লেকতে হইব.... :P :P :P :P

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

দিলরুবা মুন বলেছেন: বক ভাই, আমি ছুডু করিই লিকি! বড়ু করি লিক্তাম ফারিনা! /:)

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কালোবক বলেছেন: আরে আপু, ফন্ট বড় করি দেন তাইলেই তো হয়। হি হি

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

আলিমুজ্জামান বলেছেন: আ্ওলা লেকায় বাউলা হা্ওয়া দিলেই জাতে উঠে যাবে ইনশাআল্লাহ। হেপ্পি বলগিঙ.... /:)

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

রক্ত নজরুল বলেছেন: মাঝে মাঝে আমারো কারো কাছে প্রশ্রয় পেতে ইচ্ছা করে, কিন্তু কোথাও আশ্রয়-ই পাই না, তাই প্রশ্রয় চাওয়ার প্রশ্নই উঠে না।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

দিলরুবা মুন বলেছেন: চেয়েছি বলে পেতেই হবে, এ আশায় চাইলে কি হয়??? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.