নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষা !!!

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

খুব একটা রূপবতী নই আমি, তবু মাঝে মাঝেই আমার খুব রূপা হতে ইচ্ছে করে, নীল রঙ টা অনেক পছন্দের হলেও, নীলরঙা কোন শাড়ী নেই আমার, তবু মাঝে মাঝে ইচ্ছে করে রূপার মতো বাতাসে গাঢ় নীল শাড়ীর আঁচল উড়িয়ে দিতে ইচ্ছে করে,

নদীর ধার ঘেঁষে খুঁজে বেড়াতে ইচ্ছে করে কোন হিমালয়কে, ছোট নামে হিমু...!

অনেক অনেক দিন আগে আমারও একটা হিমু ছিল, ততটা ছন্নছাড়া না হলেও ভীষণ ত্যাঁদড় ছিল। কারো কথা, কারো বারণ শুনত না কখনো, কেউ কিছু বোঝাতে গেলে উল্টো তাকে বুঝিয়ে দিয়ে আসতো...!

অথচ, সেই ত্যাঁদড় ছেলেটাই একসময় আমার কোলে মাথা রেখে সুবোধ হয়ে যেতো! আনকোরা হাতে তাকে শুধরানোর বিশাল দায়িত্ব নিয়ে চুলে-মাথায় হাত বুলিয়ে দিতাম, একটা লক্ষ্মী বাচ্চা-ছেলের মতো গুটিসুটি মেরে চোখ বুজে থাকতো, মাঝে মাঝে অদ্ভুত সব প্রশ্নের উত্তর জানতে চাইতো...

দুর্ভাগ্য আমার, সে এমন সাধারণ করে চায়নি আমায়, চেয়েছিল অসাধারণ কারো হতে...

আমাকে ছন্নছাড়া করে দিয়ে সেই হতচ্ছাড়াটা আজ হারিয়ে গেছে জীবন থেকে, অনেক অনেক দূরে...

তবু অসাধারণ হবার অদম্য ইচ্ছে নিয়ে চলছি ছুটে, তাকে দেখাবো বলে...

কিন্তু, ভেতরে ভেতরে সেই মায়াগুলো পুষে রাখি এখনো, কোন একদিন একবুক মায়া নিয়ে হাত ধরতে কোন হিমালয়ের,

প্রতীক্ষায় থাকি, কোন এক ছন্নছাড়াকে অনেক দায়িত্ব নিয়ে শুধরে দিতে...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আমি দার্শনিক বলেছেন: বাহ, মারহাবা, মারহাবা...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.