নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

আমরা যখন তিন গোয়েন্দা!

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

05/02/2013.... 7.15 pm...



>>> ক্লাসে বসে আছি, এই ক্লাসটা প্রচণ্ড বোরিং, স্যার তোতাপাখির মতো গরগর করে ননস্টপ বলতে থাকে। স্যারের কথাগুলো আমাকে টানে না, আমি বসে বসে আশেপাশের বাকীদের কাজ-কর্ম দেখি, কেউ ছবি আঁকছে, অনেকেই হাই তুলছে, দু'একজন ঘুমিয়ে পড়েছে... হরতালের দিনেও যে কেন ক্লাস হয় বুঝিনা!







হঠাৎ নাহাদির ফোন, ক্লাস থেকে বেরিয়ে রিসিভ করলাম,



"হ্যাঁ, বল!"



"আপু কই তোমরা?"



"আমি ক্যাম্পাসে, নাহিয়ান বাসায়... কেন?"



"নাহিয়ান বের হয়নি তো কোথাও? আমাদের রোডে গ্যাঞ্জাম হচ্ছে... মারামারি..."



"না, বেরোয়নি... আমি ক্লাস শেষ হলেই চলে আসবো..."



"ওকে"



...



নক নক নক...



নাহিয়ানঃ "কে?..."



"আমি! দরজা খোলো!"



দরজা খুলে দিলো, আমি ঢুকলাম, নাহিয়ান আমি ভেতরে চলে আসার পরও বাইরে কি যেন খুঁজল!



"কিরে! কি হল?"



"না, কিসু না"



...



চুলায় রান্না চাপিয়ে দিয়ে নাহাদির রুমে গিয়ে নাহিয়ানের পাশে বসলাম, টিভি দেখছিলাম,



হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ...



ঘড়ি দেখলাম, নাহাদি আজকে এত তাড়াতাড়ি? নাহিয়ান আমার দিকে ভয়ে ভয়ে তাকালো,



আমি গিয়ে দরজা খুললাম, কিন্তু একি???? দরজায় তো কেউ নেই?? একেবারে চিচিং ফাঁক!!!



খুব বেশী সময় তো নেই নি দরজা খুলতে...... এত অল্প সময়ে সরে পড়া তো সহজ কাজ না!!!



রুমে ঢুকলাম, নাহিয়ান বলল, সে বেশ দুয়েকবার দরজা খুলে ভয় পেয়েছে... মেজাজ খারাপ হল... রসিকতা করার মতো কেউ নেই এই বিল্ডিং-এ!!



তবে???



...



আবার দরজায় নক!



দরজার সামনে দাঁড়িয়ে শিউর হলাম, দরজায় আসলেই নক হচ্ছে... দরজার নব টাও নড়ছে...



এবার ঝট করে দরজা খুলে ফেললাম... না... সামনে কেউ নেই, পুরো সিঁড়ি টাই ফাঁকা... শিউরে উঠলাম...এ কি করে সম্ভব???



তাছাড়া অনেক দিন ধরে আছি... আগে কখনো এমন হয়নি তো !!!



...



নাহাদিকে ফোন করলাম,"বাসায় আসবা কখন?"



"উমম, এইতো আসতেসি..."



...



"ভাইয়া কোথায়?" নাহিয়ানের প্রশ্ন।



"আশে পাশেই কোথাও হবে...আসতেসে!"



"আপু! পাশের ফ্ল্যাটের ওদের জিগ্যেস করোনা, ওরা কোন আওয়াজ শুনসে কিনা!"



"তুই দরজায় দাঁড়া তাইলে..."



...



নক নক নক



"ভাবী! আপনারা কি কেউ দরজায় কড়া নাড়ার আওয়াজ পাইসেন?"



"কই না তো!"



"ও আচ্ছা! না আসলে আমার মনে হল কিসের যেন আওয়াজ হল...। আচ্ছা যাই"



...



আমরা আবার টিভির সামনে...অনেকক্ষণ পর আবার...



নক নক নক



"কে?"



"আমি! খোলো!"



"ওহ! নাহাদি! জানিস অনেকক্ষণ থেকে একটা ব্যাপার ঘটছে.......................................।"



নাহাদি অনেক মনোযোগ দিয়ে শুনলো, তারপর তার প্রশ্ন, "ভূত এফ এম তো নাহিয়ান শুনে, তুমি না! তোমার তো উল্টা-পাল্টা ভাবার কোন কারন পাচ্ছিনা..."



"আরে আজিব... আমি ভুতের কথা তো বলিনাই... আচ্ছা ওয়েট।। একটু পরই দেখিস।।"



নাহিয়ান একটু বেশীই ভয় পেয়েছে...



নাহাদিকে বলল, "ভাইয়া, বাসা চেঞ্জ করো প্লিজ..., দেখো, সন্ধ্যার পর তুমি বাইরে থাকো, আর আপু থাকে ক্লাসে... আমাকে বাসায় একা থাকতে হয়... "



"আচ্ছা, আমি আম্মুর সাথে কথা বলে দেখতেসি..."



...



খাওয়া-দাওয়া করলাম, আড্ডা দিলাম, তারপর ঘুমাতে আসলাম...



তারপর আবার...



...



নক নক নক



নাহাদিকে চুপি চুপি ডাকলাম,



এবার দরজা খুলল নাহাদি... এবারো একই কাহিনী... চিচিং ফাঁক!



দূরে একটা ইঁদুর দ্যাখা গেলো... কিন্তু ইঁদুর কি করে দরজা নক করবে????



...



নাহাদিও ভয় পেল এবার...



তিনজন মিলে এবার দরজার সামনে দাঁড়ানো...



এই রহস্যের একটা কিনারা না করলেই নয়...!











অনেকক্ষণ পর......



নক নক নক



দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দেখলাম আমরা! দরজার নবটা নড়ছে...



এটা অবশ্য এম্নিতেই একটু ঢিলে... দরজা নড়লে এটা নড়বেই!



ঝট করে দরজা খুললো...



একটা বড়ো সাইজের ইঁদুর দৌড়ে গেলো পায়ের কাছ থেকে...



ওহ খোদা! এটা কি করছিলো এখানে?



নিচে কুচি কুচি করা কিছু কাঠের টুকরো! এত শক্তি একটা ইঁদুরের গায়ে???



একে অন্যের দিকে তাকিয়ে এবার হাসার পালা... যাহ্‌ বাবা! হাফ ছেড়ে বাঁচলাম...







রাত অনেক বড়ো, দরজা কেটে ফেলতে পারলে ঘরের কি হাল করবে ভেবেই শিউরে উঠলাম... দরজা আটকানোর সময় দরজার প্রোটাকশান সরূপ দরজার বাইরে পাপোশটাকে দাঁড় করিয়ে রাখলাম, আর দরজায় সামনে কিছু ভারি জিনিস রাখলাম আমরা... পারলে সরা... :P :P :P







..একটু আগে বুয়া আসলো, দরজা খুলে দেখি বুয়া নিচে তাকিয়ে আছে... আমিও ফ্লোরে তাকিয়ে দেখলাম...পাপোশটা একদম কুচি কুচি হয়ে পড়ে আছে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.