![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় অনেক স্বপ্ন দেখতাম, স্বপ্ন গুলো অনেক জীবন্ত মনে হতো, ঘুম ভাঙ্গার পরেও যেন রেশ কাটতো না।
ছোট ছিলাম, তাই ভুলে যেতাম আবার,কিছুদিন পর কোনও ব্যাপার বা ঘটনা দেখে আবার স্বপ্নটা মনে পড়তো, সেই স্বপ্নটাই যে বাস্তবে দেখছি তা না...
স্বপ্ন তো রুপক ঘটনা, কিছু ঘটার পরই শুধু বুঝতাম স্বপ্নে কি বোঝানোর চেষ্টা ছিল!
সাধারনত স্বপ্নের মানুষ আর ঘটনার শিকার একই হয়,
ভয় পেতাম খুব, আমি ভবিষ্যৎ জানতে চাইনা............।
একটা স্বপ্ন বেশ কবার দেখেছি, শেষ কবে দেখেছি মনে নেই, তবে খুব ছোট বেলায়....
..
একটা পুরনো জমিদার বাড়ি, পুরনো কাঠের সিঁড়ি, নড়বড়ে...
একজোড়া পা দ্রুত সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে...
পরনে মাড় দেয়া সুতি শাড়ি, মা খালারা সাধারনত ঘরে এমন শাড়ী পরে, আমি শুধু শাড়ীর পাড়টুকু দেখি, আর একজোড়া পায়ের সিঁড়ি বেয়ে ওঠা...
একটা একটা করে সিঁড়ির ধাপ বেয়ে উঠছি আর ধাপগুলো একটা একটা করে ভেঙ্গে পড়ছে....
শেষ ধাপ পেরিয়ে যখন নিচে তাকাই, শুধু শূন্যতা দেখি,
আমি চুড়োয় দাঁড়ীয়ে দেখতে থাকি ফিরে যাওয়ার কোনও পথ নেই, আর অনুভব করি চোখের উষ্ণ জলকণার এঁকেবেঁকে বয়ে যাওয়া!
...
এর পর আর কোনও স্বপ্ন ধরা দেয়নি আমাকে,
এখন আমি স্বপ্নহীন চোখে জীবনের সিঁড়িগুলো একটা একটা করে পার করি, আর প্রতিদিনই একটু একটু করে আরো বেশি একা হয়ে যাই,আমার কিছুই করার থাকেনা............।
©somewhere in net ltd.