নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান!

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১

একটা ছোট্ট গল্প বলতে খুব ইচ্ছে করছে,

আচ্ছা বলেই ফেলি...



এক দেশে ছিল এক স্বঘোষিত রাজপুত্তুর! তার ছিল অনেকগুলো গার্লফ্রেন্ড! একটা অপশনাল গার্লফ্রেন্ডও ছিল! মানে টাইম পাস করার জন্যে তো অনেক গুলো ছিলই, একজন ছিল সবসময় অপশন হয়েই থাকতো, গার্লফ্রেন্ড আর তার হয়ে ওঠা হয়নি, রাজপুত্তুরটি তাকে রাখতেও পারেনা, তার আবার অনেক দয়া... তাই ছাড়তেও পারেনা এমন অবস্থা...

এভাবে অনেক দিন, মাস, বছর পার হবার পর মিস অপশন সিদ্ধান্ত নিলো, এভাবে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো! ধীরে ধীরে নিজেকে শক্ত করল আর একসময় সে তার সিদ্ধান্ত রাজপুত্তুর কে জানালো! রাজপুত্তুর প্রথমে পাত্তাই দিলো না, কিন্তু কেমন যেন একটা পিছুটান অনুভব করতে লাগলো...

করবে নাই বা কেন, কুকুর-বিড়াল পুষলেও তাদের বিদায়ে মানুষের কষ্ট হয়...

একসময় মনে হল, আসলে এটা শুধুই "পিছুটান" কিংবা "মায়া" না! তার থেকেও একটু বেশি কিছু!

এদিকে মিস অপশন অনড়, সিদ্ধান্ত যখন নিয়েছি, তখন আর ফিরছিনা! ওসব সস্তা দয়া-মায়া নিয়ে কাজ নেই আমার!

মিস অপশন কে নাজেহাল করার জন্যে রাজপুত্তুর একটা ফন্দি আঁটে, তার সাথে ঘুরে বেড়ানোর সময় অনেক দ্বৈত ছবি তুলে রেখেছিলো, যেগুলো তাদের প্রেমকাহিনীর সাক্ষ্য বহন করে, সেগুলো একটা "সিডি"তে কপি করে, সেটা যত্ন করে ঘরে লুকিয়ে রাখে, এবং বেশ কয়েকবার হুমকি দেয়, ফিরে আসো, নইলে ফল ভালো হবে না!

এরপর কেটে গেছে অনেক দিন, ঘটে গেছে অনেক কিছু... সেগুলো আমরা না জানলেও ক্ষতি নেই...



রাজপুত্তুর এখন রাজা, তার ঘর আলো করে দিতে আনা হয়েছে ফুটফুটে এক রানী...

মিস অপশন এখনো একা... কিন্তু নিজেকে নিজের নামে পরিচিত করতে অনেক ব্যস্ত!

সব কিছুই ঠিকঠাক চলছিলো, কিন্তু মাঝে বাধ সাধল ওই সিডিটা, পড়বি পড় রানীর হাতেই? :P

হাহাহাহাহাহা..................।।



মোরালঃ অন্যের জন্যে গর্ত খুঁড়লে, সেখানে নিজেকেই পড়তে হয়... সুতরাং, সাধু সাবধান!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.