![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের বার অসুস্থ অবস্থায় একটা স্ট্যাটাস দিসিলাম, "অসুস্থতার সময় সবচে বেশী অনুভূত হয় একাকীত্বতা আর মায়ের অভাব..."
আজ সেটা বলার আর কোন অবকাশ নেই... নাহ! একেবারেই নেই...
সারাদিনে অনলাইনে না দেখে সন্ধ্যায় কৌশিক ফোন দিলো, কি অবস্থা???
অবস্থা বেগতিক দেখে নিজেই চলে আসলো, এসেই ডাক্তার, ওষুধ, ফল-ফলাদি... উফফ! পারেও!
পৃথিলকে বললাম, ডাক্তার ব্লাড টেস্ট দিসে, আবারো ব্লাড নিতে হবে...
তখনই সে বলল, "কচুশাক খাও" বলেই ক্ষান্ত না, বাজারেই চলে গেলো, বলে দেখি কাউকে দিয়ে রান্না করাতে পারি কিনা...
ফোন রাখার আগে তার শেষ ডায়ালগটা ছিল "পাইসি "
লতাকে জিগ্যেস করলাম, হ্যাঁ রে!!! কচুশাক ক্যামনে রান্ধে?? আমার এক্ষন খাইতে ইসসা করতেসে..
ঠিক, বিশ মিনিট পর ফোন, "দরজা খোল"
খুললাম দরজা, ঢুকতে ঢুকতেই এক নিঃশ্বাসে বলে গেলো, "কৌশিকরে পাঠাইসি বাজারে... অয় বাজার নিয়া আইতাসে... তোমার কচুশাক, চিংড়িমাছ আনতে কইসি......................."
ঘরে ঢুইকাই প্রথমে আমারে পানিতে চুবাইলো !!!
"উঁহু নড়ে না, উফফ কি অস্থির, চুপ করে বসো"
"আমি কি বাচ্চা??? "
"হুম, বাচ্চাই তো! "
কৌশিক আইলো ঠিকই, না খাইয়াই গেলো গা , কয়, "ঢাকার বাইরে জামু, তাড়া আছে..."
ফ্রিজ থেকে যত সবজি আছে সব নামাইয়া মাইয়াটা রান্না শুরু কৈরা দিসে...
আবার মেঙ্গো-মিল্কশেক বানাইয়া দিলো...
এতসব ভালোবাসার চাপেই মনে হয় জ্বরটা গেলো গা...!!!
যারা খালি আমার কেউ নাই কেউ নাই কৈরা কান্দে, তাদের আমার খালি একটা কথাই কইতে চাই,
দ্যাখ, ভালোবাসা কারে কয়...
তোদের "বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই" কইয়া কান্না-কাটির জন্নি আমার বুড়া আঙ্গুল...
:!>
©somewhere in net ltd.