![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেতে যেতে পথে হল দেরি...
তাইতো পারিনি, যেতে পারিনি...
না, আমি যেতে পারিনি বলে আপনারাও যাওয়া মিস করবেন এটা ঠিক না...
আপনাদের এখনও সময় আছে অফুরন্ত...
ঘুরে আসুন, দেখে আসুন আমাদের প্রিয় লক্ষ্মীপুর - এক টুকরো বাংলাদেশ!!!
আসুন জেনে নেই কি ভাবে যেতে হবে...
বাস, ট্রেন, লঞ্চ তিনটি ভিন্ন যানবাহনের যেকোনো ভাবেই যেতে পারেন,
***প্রথমে জেনে নেই বাসে কিভাবে যাওয়া যায়...
ঢাকার ভেতর থেকে ছেড়ে দেয়া সব বাসই সায়দাবাদ হয়ে যায়, আপনি সায়দাবাদ থেকে যেতে চাইলে সেখানে "জনপথ মোড়" থেকে "ইকোনো" কিংবা "ঢাকা এক্সপ্রেস" কাউণ্টার খুঁজে নিতে পারেন... ভাড়া ৩০০ থেকে ৩৪০ টাকা লাগবে!
চেয়ারকোচ ছাড়া অন্য নরমাল বাসে ২৫০ থেকে ৩০০ টাকা লাগবে!
"ইকোনো" কিংবা "ঢাকা এক্সপ্রেস" ঢাকার ভেতর থেকে কিছু সার্ভিস দিয়ে থাকে,
#টঙ্গি থেকে ছেড়ে দিয়ে উত্তরা হয়ে বাড্ডা- মালিবাগ- সায়দাবাদ হয়ে ছেড়ে যায় একটা...
#মিরপুর থেকে শ্যামলী- সাইন্সল্যাব- সায়দাবাদ হয়ে ছেড়ে যায় আরেকটা...
#জিগাতলা থেকে সরাসরি সায়দাবাদ হয়ে ছেড়ে যায় আরও একটা...
এগুলোতে ভাড়া লাগবে ৩৩০ থেকে ৩৭০ টাকা!
***এবার আসুন লঞ্চে যাওয়া যাক...
লঞ্চে আপনি সরাসরি লক্ষ্মীপুর যেতে পারবেন না, আপনাকে সদরঘাট থেকে চাঁদপুর ইচুলিঘাট পর্যন্ত যেতে হবে, ভাড়া ৮০ থেকে ৭০০ পর্যন্ত...
সেখান থেকে বাসে যাওয়া যায়, কিন্তু সিএনজিতে মাত্র ৯০ থেকে ১০০ টাকায় আপনি চলে যেতে পারবেন...
***এবার চলুন ট্রেন থেকে ঘুরে আসি...
এবারেও আপনি সরাসরি লক্ষ্মীপুর যেতে পারবেন না, আপনি কমলাপুর থেকে চৌমুহনী পর্যন্ত ট্রেনে যেতে পারবেন, তারপর "উপকুল" কিংবা "আনন্দ"তে চেপে যেতে হবে আমাদের লক্ষ্মীপুরে... ট্রেনের ভাড়া সম্পর্কে আমার তেমন ধারনা নেই, তবে আপনি গেলে অবশ্যই আমাদের জানাবেন!!
ও হ্যাঁ, আরেকটা কথা... চাইলে খোঁজাখুঁজির ঝামেলায় না গিয়ে, একটা মাইক্রো ভাড়া নিয়ে (৩০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে) একটা ছোট্ট পিকনিক করে ফেলতে পারেন...
আপনার যাত্রা শুভ হোক...!
©somewhere in net ltd.