![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন মুনিরের সাথে আড্ডা দিচ্ছিলাম, বন্ধুর হাতকে ট্রে বানিয়ে পিঠা খাচ্ছিলাম, কনকনে শীতে কাঁপছিলাম মাঝে মাঝেই। হঠাৎ একটা ফোন,মোবাইলে শো করা নাম টা দেখে ৩ সেকেন্ডের ও বেশী সময় লাগলো বুঝতে, আসলেই ফোনটা এসেছে, এবং রিসিভ করার পর নিশ্চিত হলাম ফোনটা ভুল করে আসেনি, আশে পাশে যতদূর দ্যাখা যায়, খুঁজলাম, কোথা থেকে দেখছিলে আমায়?!
আরও একটা সারপ্রাইজ অপেক্ষায় ছিল আমার জন্য, তোমার লেখাপড়া শেষ, মানে ক্যাম্পাসে আর আসতে হচ্ছেনা জেনে "আমার ক্যাম্পাসটা শুন্য হয়ে গেল রে" বলে ঝর ঝর করে কেঁদে ফেলেছিলাম, হঠাৎ করে তোমায় ক্যাম্পাসে দেখে আমি চমকে গিয়েছিলাম!! সবচেয়ে বেশী অবাক হয়েছি যখন আমি কিছুক্ষন পর আবার তাকালাম, আর তুমি তড়িঘড়ি করে অন্যদিকে চোখ ফিরিয়ে নিলো! এক সময় এইটুকুর জন্যেই কত কি করেছি...
আজকাল মাঝে মাঝেই দেরী করে ক্যাম্পাসে যাই, ওই যে সেদিন ক্যাম্পাসের গ্রাউণ্ড ফ্লোরে মুখোমুখি দ্যাখা হয়ে গেলো, তাই!
তুমি নিজে থেকেই কথা বললে আমার সাথে, আমার তখন অনুভূতিগুলো থমকে গিয়েছিলো, তাই ঠিক বুঝতে পারিনি ভাল নাকি খারাপ লেগেছিলো...
এটুকু বুঝলাম, কথা বলতে গিয়ে এই প্রথম তোমার সামনে আমি হাসলাম, খুব অন্যরকম লাগছিলো তোমাকে! কি যেন লেখা ছিলো তোমার চোখে? পড়তে পারিনি! কিছু কি খুঁজছিলে? নাহলে কেন একটা ছোট্ট সহজ প্রশ্ন বুঝতে তোমার তিনবার শুনতে হলো?? কেনইবা আবার প্রশ্ন ছুঁড়ে দিলে আমার দিকে, যখন আমি ঘুরে দাঁড়িয়েছিলাম চলে আসবো বলে???
©somewhere in net ltd.