নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

রসিকতা

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আমাকে নিয়ে আমার সবচেয়ে বড়ো রসিকতা হল আমার বয়স!

আমি নির্দ্বিধায় বলে ফেলি, "সাতাশ বছর পেরলো, কেউ কথা রাখেনি..."

একথা শুনে প্রায় সবাই হাসে, ভাবে নির্মল রসিকতা...

কেউ কথা রাখুক আর না রাখুক, আমার কথায় বিশ্বাস আর রাখতে পারে না!

এভাবে আরো অনেক সত্যিই বলে ফেলি হাসতে হাসতে রসিকতার ছলে...

কেউ কেউ সন্দিহান হয়, কিন্তু বিশ্বাস করার সাহসটুকু পায়না...

কখনো সখনো কিছু কিছু কথায়, কিছু কিছু জবাবে,

মুখে বলি এক, আর মনে থাকে আরেক...

কাছের মানুষগুলোকে হারানোর ভয় আমার মুখ খুলতে দেয়না...

কখনোবা নিছক ঠাট্টা ভেবে কারো বাড়িয়ে দেয়া হাতটা দিয়েছি ফিরায়ে...

হয়তো সেও আমার মতই ছিল সন্দিহান, তাই ঠাট্টাচ্ছলেই বলেছিলো...

হয়তো ভয় পেয়েছিলো কি হবে আর কি হবেনা ভেবে,

কি পাবো, নাকি হারাবো ভেবে্‌, দূরে থাকাই ভেবেছিলো ভালো,

তাই অনেক অজানা কথা অহেতুক অকারন অভিমানে চাপা পড়ে গ্যাছে দোটানার যাতনায়!



জানিনা, হারানোর ভয়ে ভয়ে দূরে সরে থেকে হয়তো আরো কাছে থাকার পথটাই হারালাম...

কিংবা বেঁচে গেলাম নির্মম কোন রসিকতার স্পর্শ থেকে...

জানিনা, যা কিছু গিয়েছে চলে, তাকে আর নতুন করে জানতে চাইও না...

থাকুক না নিজের মতো, আমি যেমন আমার মতো হাজার রহস্যে রয়েছি ঘিরে...

যদি কিছু হারিয়েই থাকি, খুব কি ক্ষতি তাতে????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.