নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিলরুবা মুন

I'm who I'm, Your approval isn't needed...!

দিলরুবা মুন › বিস্তারিত পোস্টঃ

ইহা একটি প্রতিবাদমূলক লিখা

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

(মূইহা একটি প্রতিবাদমূলক লিখা, যারা আমাকে বে-"গুন" হিসেবে চিনে, আশা করি বুঝবে!)



গুরুতর অসুস্থ হলেও আমি কখনো কাউকে বুঝতে দেইনা আমি অসুস্থ, সেবার ডাক্তার যখন আমার কাজিনকে ডেকে ইনটেনসিভ কেয়ারে ভর্তির কথা বলল, সে খুব অবাক হল, এবং আমাকে একটা ঝারি দিলো, "সারাদিন আমার লগে পুরা ঢাকা চক্কর দিয়া বেড়াইলা, তুমি এতো সিক বলোনাই কেন?"

আমি মুচকি হেসে আমার জন্য নির্ধারণ করা বিছানায় চলে গেলাম, আর ভাই চলে গেলো বাসায় খবর দিতে...



কোন একদিন কেউ একটু নুডুলস কিংবা কিছু একটা রান্না করে এনে খাওালেই উপাধি পেয়ে যায় "কি দারুন সংসারী" আহ! একটু মুচকি হাসি দিয়ে আহ্লাদে গদ-গদ হলেই সে মায়াবতী কিংবা কিউট...

ওরা সাজুগুজু করে মন ভোলানো ঢঙ্গ করে বলে কলিজায় ঢেউ ওঠে ছলাৎ করে...



আর সারাদিন ঘরে-বাইরে দৌড়ঝাঁপ করে তিন ভাইবোনের একটা ছোট্ট সংসার সামাল দিয়ে তবুও আমি বে-"গুন"...

কারন, অসুস্থ কাউকে মুখে তুলে খাইয়ে দেবার সময় আমি ছবি তুলে ফেবুতে আপ দেইনা, এই ঝামেলা সেই ঝামেলা স্ট্যাটাসে লিখে বোঝাইনা যে, আমারো অনেক কিছু দেখতে হয়...

আমি রূপ কিংবা ঢঙ্গ দেখিয়ে কাউকে আকৃষ্ট করার প্রয়োজন বোধ করিনা, তার চেয়ে ছোট ভাইটা যখন একটু স্নেহের জন্য কোলের মধ্যে মাথা গুঁজে দেয়, সেটাতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি...



আমি লোক দেখানো কাজ করে সুনাম নেবার থেকে, কাজ দিয়ে ভালোবাসা নেয়ার পক্ষপাতী...!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.