![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অস্থির একটা দিন কাটালাম গতকাল,
দুপুর পর্যন্ত অফিস এ পায়চারি, খুটুর খাটুর শেষে বের হলাম...
বের হয়েই মনে হল, আজ ঘরে আর ফিরবো না,
মাঝে মাঝে কতো পাগলামি যে ভর করে মাথায়...!!!
ভেবেছিলাম যেকোনো একটা বাসে উঠে পড়বো, যেতে যেতে কোথাও নামতে ইচ্ছে হলে নেমে পড়বো!
রাস্তায় কোন বাস পেলাম না, তাই রিক্সা নিলাম, গন্তব্যহীন ভাবে ঘুরলাম অনেকক্ষণ, লিয়ামনির বাসার সামনে গিয়ে ওকে বের করলাম, আড্ডা দিলাম কিছুক্ষন, কিন্তু আড্ডাটা ঠিক মনের মতো হলো না!
ওকে বিরক্ত করলাম বললেই বেশি ভালো শোনায়...
ঘরে ফিরতে ইচ্ছে একেবারেই ছিল না, তবু ফিরতে হল...
তখন সন্ধ্যা প্রায়, দোকান-পাট খুলতে শুরু করেছে, একটা দুইটা বাস চলছে রাস্তায়,
এবার বাসে উঠলাম, একটু পরেই বড়ো বড়ো ফোঁটায় বৃষ্টি নামলো,
বৃষ্টি আমার অনেক প্রিয়, জানিনা কি মনে হল, আর আমি হুট করে নেমে গেলাম বাস থেকে,
হাঁটতে হাঁটতে বাড়ি যাবো,
অনেক অনেক বছর বৃষ্টিতে ভেজা হয়না আমার, কোন এক অজানা কারনে আমার উপর ওই ঝুম বৃষ্টিটার অনেক অভিমান, আমি তাকে ছুঁতে চাইলেই পালিয়ে যায় সে...
এবারো তাই হল, অস্থির মনটাকে আর বেশীরকম অস্থির করে দিয়ে পালিয়ে গেলো সে...
আর আমাকে ছুঁড়ে দিয়ে গেলো স্মৃতির স্তূপে...
©somewhere in net ltd.