![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেক বছর আগে তাকে বলেছিলাম, বৃষ্টি আমার অনেক ভালো লাগে...
সে বলেছিলো, তোমার জন্য এবার তাহলে বৃষ্টি নিয়ে আসবো...
আমি শুনে হেসেছিলাম...
কিন্তু সত্যিই সে বৃষ্টি নিয়ে এসেছিলো,
ক্রমাগত তীব্র রোদে ঝলসানো উত্তপ্ত নগরীতে এক ভোরে তার ফোনে ঘুম ভেঙ্গে জানলা দিয়ে চেয়ে দেখি বৃষ্টি নেমেছে...
আমার প্রিয় বৃষ্টি,...
এক ছুটে হোস্টেলের গেইট পেরিয়ে রাস্তার মোড়ে গিয়ে দেখি, ঝুম বৃষ্টি মাথায় নিয়ে সে হাসিমুখে দাঁড়িয়ে...
আমাকে এক পশলা বৃষ্টি দিতে এসেছিলো অন্য শহর থেকে...
তারপর, হারিয়ে গেছে সে, সাথে নিয়ে আমার যত বৃষ্টি ভেজা দিন!
প্রায়ই এমন হয়, যে, বৃষ্টি নামে, কিন্তু আমি ভিজতে গেলেই থেমে যায় হুট করে,
এইতো সেদিন ভিজব বলে বাস থেকে নেমে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টি টা বুঝলো না আমায়...
এখন আর আমি চাইলেও ভিজতে পারিনা,
আমার উপর কিসের এতো অভিমান তার জানিনা...
এইযে এখন বৃষ্টি এলো রিমঝিমিয়ে, আজ আমি ভিজতে পারবো না বলে...
©somewhere in net ltd.